সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চায়না প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশাল সুযোগে নিয়োগ

ইসমাম পারভেজ কনক
🌐 চায়না প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ

🌐
        ☎️: 01701-119892
☑️(১)পদবি-টেক্সটাইল মিলস্ এ স্পেশাল
                  সিকিউরিটি ৷
☑️ বেতন স্কেল -১৪,৫০০/১৬,০০০
☑️ যোগ্যতাঃ এস এস সি. এইচ,এস,সি

★(২) পদবি-সহঃ অফিস ম্যানেজার 
★যোগ্যতা-এস,এস,সি-এইচ,এস,সি
★বেতন---১৮,৫০০/-২০,০০০/-

★(৩) পদবি- সহঃ সুপারভাইজার ,ব্যাটারি ফেক্টরি 
★যোগ্যতা-- অষ্টম এসএসসি
★বেতন--১৪,০০০/১৬,০০০

★(৪) পদবী-- সহঃ সুপারভাইজার গার্মেন্টস 
★ বেতন -- ১৪,৫০০/১৬০০০
★যোগ্যতা--এস,এস,সি,

  ↘️ সুবিধাসমুহঃ-

☑️ থাকা ফ্রি, খাওয়া, সুব্যবস্থা
☑️ মাসিক ছুটি ৪ দিন।
☑️ দুই ঈদ বোনাস বেতনের ৫০%।
☑️ প্রতিমাসের ৫-৮ তারিখে বেতন প্রদান করা হয়।

    ➡   নিয়োগকারী: প্রতিষ্ঠান:
  [ সৃজন সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ ]

↘️প্রয়োজনীয়তাঃ- 
☑️ সার্টিফিকেট এর ফটোকপি।
☑️ জন্ম সনদ অথবা,জাতীয় পরিচয় পত্র/
☑️ ৪ কপি ছবি/এবং চেয়ারম্যান সনদ পত্র/
✔️ ডিউটির পোশাক নিজ খরচে তৈরি করতে হবে.

➡️আগ্রহী প্রাথীরা বিস্তারিত জানতে বা আবেদন করতে নিচে দেওয়া ইমু নাম্বারে কাগজপত্র ছবি তুলে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। 

🕴️ ইমরান স্যার :
 ☎️  01825-198545

 🏘️ অফিস:
আব্দুল্লাহপুর আশুলিয়া রোড[ ধউর চৌরাস্তা ] সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন. সিটি ব্যাংকের পাশে ,ওয়ালটন শোরুম এর দ্বিতীয় তলা,ঢাকা-1230

মন্তব্যসমূহ