সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ২৮, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় খামারে শেয়ালের ফাঁদে আটকা পড়ল মেছোবাঘ!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া, ২৮ নভেম্বর, ২০২০।। কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়ায় মেছোবাঘ আটকা পড়েছে । মেছো বাঘটি আজ ভোরে আমবাড়িয়া  ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলেনের মুরগী খামারে পেতে রাখা শেয়ালের ফাঁদে আটকা পড়ে । চেয়ারম্যান পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেন মেছোটি ফাঁদে পড়ে আছে । তবে অতি উৎসাহে মারধোরের পরিবর্তে তাঁকে খাবার পানি দিয়ে আদর আপ্যায়ন করছেন চেয়ারম্যান পরিবারের সদস্যারা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মেছোবাঘ টিকে দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমায়। সকালেই খবর দেয়া হয় বোন বিভাগে।  পরে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও মেছোটিকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু বাঘটি তারা কোথায় অবমুক্ত করেছেন সে বিষয় জানা সম্ভব হয়নি। এর আগেই মেছোবাঘটি আটকের পর চেয়ারম্যান পুত্র তীব্র জানান,"আমাদের মুরগী খামারে শেয়াল আর গাড়া খুব উৎপাত করে।তাদের উৎপাত থেকে খামারটি নিরাপদ রাখতে ফাঁদ পাতা হয়।আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সেই ফাঁদে মেছোবাঘ আটকেছে । মেছোবাঘটিকে ধরে রেখেছি।কেউ ওর গায়ে হাত দিবে না। বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে উনারা আসছেন।"

মোবাইল কোর্টে ২ টি ডায়াগনস্টিক সেন্টার,১ টি ক্লিনিক বন্ধ করে দেয়া হয় ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে আজ ২৮/১১/২০২০ তারিখ  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা ও  অন্যান্য বিধি লঙ্ঘন করার অপরাধে ২ টি ডায়াগনস্টিক সেন্টার ও ১ টি ক্লিনিক বন্ধ করে দেয়া হয় এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিভিল সার্জন,কুষ্টিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুষ্টিয়া সদর ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ মোবাইল কোর্টে সহযোগিতা করেন। অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।