সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল ৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া-চরপাড়া গ্রামে ট্রাকচাপায় মোঃ সিফাত (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃসিফাত স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে পার্শ্ববর্তী গড়েরবাড়ি-কাঞ্চনপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। চাঁদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ডাবলুজ্জামান জানান, সিফাত সাইকেলে করে লক্ষ্মীপুর-পান্টি গ্রাম্য সড়কে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় পান্টি ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়ায় গরু চুরির অভিযোগে তিন চোর আটক!

ইসমাম পারভেজ কনক গত ইং-০৭/০৪/২০২১ তারিখ রাত্র ০২.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন বাড়াদী মন্ডল পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনছার আলী শেখ এর গোয়াল ঘরে থাকা ০৩(তিন) টি গরু। যার মধ্যে একটি শ্যামলা কালারের গাই গরু, ছোট হালকা লাল কালারের বাছুর গরু ও অপরটি কালো কালারের একটি বকন গরু। একটি শ্যামলা কালারের গাই গরু মূল্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা, ছোট হালকা লাল কালারের বাছুর গরু, মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং অপরটি কালো কালারের একটি বকন গরু মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা সর্বমোট মূল্য ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা অজ্ঞাতনামা চোর/চোরেরা বাড়ীর সকলের অগোচরে ইং-০৭/০৪/২০২১ তারিখ রাত্র অনুমান ০২.৩০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে গোয়াল ঘরের তালা ভেঙ্গে উক্ত ০৩টি গরু চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-১২, তারিখ-০৭/০৪/২০২১ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হলে উক্ত মামলাটি পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মামুনুর রশিদ তদন্তভার গ্রহণ করেন। মামলাটি তদন্ত কালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উক্ত গরুগুলো চুয়াডাঙ্গা জেলায় নিয়ে যাওয়ার পথিমধ্যে আলমডাঙ