সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ২৪, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাস্তাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কবুরহাটে স্কুল শিক্ষকের উপর বর্বরোচিত হামলা

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া, ২৪ নভেম্বর ২০২০।। রাস্তা কে কেন্দ্র করে চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন এন্ড হাই স্কুল, কবুরহাট কুষ্টিয়া এর বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো: আজিজুর রহমান, পিতা: মোঃ কলিম উদ্দিন শেখ ও তার সেজ ভাই মোঃ আবুল কাশেম বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় স্কুল শিক্ষক মোঃ আজিজুর রহমানের ডান হাত ভেঙে যায়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টার সময় কবুরহাট স্কুলপাড়ার শান্তি আইটি ফার্ম এর পিছনের রাস্তার উপরে। আজিজুর রহমানের প্রতিবেশী শহিদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু এ হামলা করেন। শহিদুল ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু অমানবিক ভাবে বাশের লাঠি, ইট দিয়ে স্কুল শিক্ষক আজিজুর রহমানের হাত ভেঙে দেয়। তার বড় ভাই মোঃ আবুল কাশেম ও তার পিতা মোঃ কলিম উদ্দিন শেখ উক্ত ঘটনা ঠেকাইতে গেলে শহিদুল ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু বাঁশের লাঠি এবং ইট দিয়ে তাদের উপরও বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। মো: আবুল কাশেম চোখের অবস্থা আশঙ্কাজনক। এই ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় মোঃ শহিদুল ইসলাম ও তার স্ত্রী রুপালি খাতু

কুষ্টিয়ায় ভাইরাল হওয়া কিশোর - কিশোরী গ্যাং এর নেতৃত্বকারীদের দেখুন

ইসমাম পারভেজ কনক বেশ কিছু দিন আগে শহরের হাউজিংয়ে এক কিশোরকে চরম মারধর করে " সবুজ পাখির দলের" কিশোরী গ্যাং এর নেএীরা। খোজ নিয়ে জানা যায় ঐ নেএীরা মাদক সেবনকারী ও পরে তাদের ছবিসহ ( ভিডিও ভাইরাল) হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবুজ পাখির দলের প্রধান ঊপদেস্থা সজীব এবং জীবন আহামেদ অমি কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি: রবিউল ইসলামকে  আমন্ত্রন করে কেক কাটার মধ্য দিয়ে সবুজ পাখির দলকে সামনে আনেন।  গোয়েন্দা পুলিশের তথ্য মতে, শহরে ১১ টির মত কিশোর গ্যাং রয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। গত তিন বছরে জেলা ছাএলীগের ৫ জন নেতাকে নানা অপকমের জন্য দল থেকে বহিঃকার করা হয়। এ ছাড়া পুলিশের তথ্য মতে শহরে " বেড বয়েজ, ০০৭, বিএসবি, গ্রুপ সহ আরো বড় চারটি গ্রুপ রয়েছে যাদের সদস্যা সংখ্যা ৫০ এর অধিক।