সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ার পিয়ারপুরে শিশু হত্যার দায়ে মকিম নামের একজন আটক

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের পিয়ারপুর গ্রামের গহের আলীর ছেলে সৈকত ইসলাম সকালের রহস্য জনক মৃত্যু হয়েছে।তাঁর বয়স আনুমানিক ৭ বছর।বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করার পর তাকে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় পাওয়া যায়।পরে ডাক্তারের পরীক্ষায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়।হঠাৎ সৈকতের মৃত্যতে তাঁর পরিবার সন্দেহ করতেছেন,কেউ সৈকতকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।স্বাভাবিক অবস্থায় পুকুরে ডোবার পর পেটে পানি থাকার কথা।পেট ফুলে যাওয়ার কথা এবং পুকুরে লাশ ভেসে উঠার কথা।কিন্তু সেই রকম কিছু পাওয়া যায় নাই।তাছাড়া চোয়ালের এক সাইডে ফুলে আছে।কান দিয়ে রক্ত বের হচ্ছে।পেট মেরুদন্ডের সাথে সম্পূর্ণ লেগে আছে।সবাই ধারনা করতেছেন,কেউ মেরে পুকুরে ফেলে দিয়েছে।এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলার রহিম মন্ডলের ছেলে মকিম মন্ডলকে আটোক করেছে পুলিশ।

কুষ্টিয়া হোন্ডা সার্ভিসিং সেন্টারে খারাপ সার্ভিসিং ও পার্সের দাম বেশী নেয়ার অভিযোগ

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়াতে হোন্ডা সার্ভিসিং সেন্টারে গাড়ি সার্ভিসিং বন্ধ করুন,এরা দিনে দুপুরে ডাকাতি করে কুষ্টিয়ার হোন্ডা সার্ভিসিং সেন্টার বিশাল বড় বাটপার।এখানে কেউ গাড়ী সার্ভিসিং করাবেন না।হোন্ডা সার্ভিসিং সেন্টারে আপনার গাড়ির কোনো পার্স নষ্ট না হলেও সেইটা নষ্ট বানিয়ে বিক্রি করে।তাছাড়া হোন্ডার সার্ভিসিং সেন্টারে সকল পার্সের দাম অনেক অনেক বেশী।এরা ১০০ টাকার পণ্য বিক্রি করে ৫০০ টাকায়।আর এদের পার্স আর কেউ বিক্রি করে না এই কথা বলে বেশী টাকা হাতিয়ে নেয়।তাছাড়া ১ বছর গেলেয় এরা সার্ভিসিং ফি নিয়ে থাকে।সার্ভিসিং ফি এর সাথে সাথে আরও যেকোনো পার্স বিক্রির চেষ্টা করে।এরা ১০ টাকা পার্স বিক্রি করে ৫০ টাকা।সাথে আবার সার্ভিস চার্জ।সকল পার্সের দাম বেশী এবং বাটপারি করার অভিযোগে আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম।আমার গাড়ির সামনের ব্রেক সু লাগবে বললাম।কিন্তু বললো নায়।আগে গাড়ির ব্রেক সু এর দাম দাম চেয়েছিল ৬০০ টাকা আর সার্ভিসিং ফি ২০০ টাকা।মোট লাগবে ৮০০ টাকা।কিন্তু আমি পরিবর্তন করি নাই।জানি এরা বাটপারি করতেছে।তারপরে আরও যাচাই বাচাই করার জন্য সময় নিলাম।আর যদি সাথে গাড়ির অন্য কোনো ধরনের ছোট কাজও করায়।তাহলে দ

ইসলামের দৃষ্টিতে বাসর রাতে স্ত্রী’র সাথে ১০ টি কাজ করতেই হবে

ইসমাম পারভেজ কনক বাসর রাত মুমিন জীবনের অন্যতম রাত। যারা প’রকীয়া করে, লিভ টুগেদার করে, তারা এ রাতের মর্ম বুঝবে না। যারা বেশ্যা বা বহুগামিতা তাদের কাছে এ রাত বাতুলতা মাত্র। আমরা এ পর্বে বাসর রাতে অবশ্য পালনীয় কিছু টিপ্স নিয়ে আলোচনা করব। ০১. গোলাপ ফুল দিয়ে দুজন দুজনাকে বরণ করে নিতে হবে। ০২. উভ’য়ই মহান আল্লাহকে যে ভালবাসবেন তা পরিষ্কার ভাবে দুজনা বোঝা পড়া করবেন।যারা বেশ্যা বা বহুগামিতা তাদের কাছে এ রাত বাতুলতা মাত্র। আমরা এ পর্বে বাসর রাতে অবশ্য পালনীয় কিছু টিপ্স নিয়ে আলোচনা করব। ০৩. হানিমুনে কোথায় যাবেন তা বাসর রাতেই ঠিক করবেন, সে ক্ষেত্রে স্বা’মী স্ত্রী’কে এটা ঠিক করতে হবে যে, সবচেয়ে পৃথিবীর মূ’ল্যবান যায়গা মক্কা ম’দীনায় যাওয়া এবং ওমরা করার পরিকল্পনা করা। ০৪. ছোট খাট ভু’লের জন্য কাউকে তিরষ্কার না করা। কাউকে ছোট না করা। ০৫. কোন পক্ষের আত্নীয় স্বজনকে ছোট না করা, গালি না দেওয়া, অ’পমান না করা। ০৬. জীবনের প্রথম ভালবাসার রাত, তাই ভালবাসা অক্ষুন্ন রাখা। ০৭. দুজনাতে একটু খোশ গল্প করা, জীবন থেকে কোন গল্প বলা। ০৮. ভবি’ষ্যত জেনারেশনের ব্যাপারে আলাপ সেরে নেওয়া। তবে বেশী দূর অগ্রসর না হওয়াই ভাল। ০৯

ইতি ম্যামের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা

ইসমাম পারভেজ কনক প্রিয় কুষ্টিয়াবাসী আসসালামু আলাইকুম,ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর । ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানব সমাজ। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপন জনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে। দেশের সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যোদিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। সকলে ঘ

ঢাকা থেকে বাই-সাইকেলে কুষ্টিয়া আসলেন ৬০ বছরের রাজ্জাক!

ইসমাম পারভেজ কনক আব্দুর রাজ্জাক বয়স  (৬০)। সাভারের আড়ালিয়ায় লুঙ্গি ও গামছার ব্যবসা করেন। ঈদে দূরপাল্লার গণপরিবহন বন্ধ। তাই সাইকেল চালিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় আসলেন তিনি।সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে কথা হয় আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। তিন মেয়ে বিয়ে করে সংসারী। ছেলে কলেজে পড়ে। কুষ্টিয়া থেকে লুঙ্গি, গামছা এনে সাভারে বিক্রি করেন আব্দুর রাজ্জাক। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তিনি। আব্দুর রাজ্জাক বলেন, ‘দূরপাল্লার বাস বন্ধ। ভেঙে ভেঙে কুষ্টিয়া গেলে ভাড়াও বেশি লাগবে। তাই এতো সব ভোগান্তি এড়াতে নিজের সাইকেল নিয়ে রওনা দিয়েছি।’ তিনি বলেন, ‘সাভারে আড়ালিয়ায় ভাইয়ের বাসায় ভাড়া থেকে লুঙ্গি ও গামছার ব‌্যবসা করি। তবে লকডাউনে আয় কমেছে। বাড়িতে ধানের আবাদ আছে। ধান কাটতে হবে। আবার ঈদ। তাই সব ভোগান্তি বাদ দিয়ে সাইকেল নিয়েই কুষ্টিয়া যাচ্ছি। এছাড়া, রোজার আগের দিন লকডাউনে এ রকম ভোগান্তি এড়াতে কুষ্টিয়া থেকে সাইকেল নিয়ে সাভার গিয়েছি। এই বয়সে সাইকেল চালানো বেশ কষ্টকর। তারপর অনেক গরম। রোজা থেকে সাইকেল চালানো অনেক কষ্ট। তবে গাড়িতে বিভিন্ন জায়গায় ন

ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন

ইসমাম পারভেজ কনক মেসার্স কনক ট্রেডার্সের সৌজন্যে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।পবিত্র ঈদুল-ফিতর সবার কল্যাণ বয়ে আনুক।এই শুভ কামনা।সবাই দোয়া করবেন মেসার্স কনক ট্রেডার্স যেন অনেক বড় হতে পারে।সবার কল্যাণে নিয়োজিত থেকে সবাইকে ভাল পণ্য এবং সাশ্রয়ী মূল্যে সবার চাহিদা পূরন করতে পারে।সেই জন্য সবার কাছে দোয়া প্রার্থী। মেসার্স কনক ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। ঈদ মোবারক।

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রয়োজন নেইঃহানিফ

ইসমাম পারভেজ কনক  বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেয়া হবে এবং তারা তাকে চিকিৎসাসেবা দিবেন কিনা এসব বিষয় ভাবার আছে। এছাড়া সবচেয়ে গুরুতর্পূর্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই। শনিবার (৮ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সু-চিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে প্রেসার ক্রিয়েট করার অপ্রাঙ্গিক এবং অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করে। যেটা খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে সম্পৃক্তই নয়। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধা

কুলাউড়ায় দ্বিতীয় বিয়ে করায় গৃহবধুকে একঘরে করে রাখলো সমাজপতিরা!

প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করার অপরাধে (!) মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে একঘরে করে রাখা হয়েছে প্রায় ৫ বছর ধরে। তবে এখানেই ক্ষান্ত হয়নি সমাজপতিরা। তারা ওই মহিলার স্বামীকে জোরপূর্বক গ্রামছাড়াও করেছে। কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের মুক্তেশ্বর দেবনাথের মেয়ে টপি দেবনাথের বিয়ে হয় জেলার জুড়ী উপজেলার দীঘলবাগ গ্রামের সত্যেন্দ্র দেবনাথের সাথে। বিয়ের ৫ বছরের মাথায় এক ছেলে রেখে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর টপি’র উপর শুরু হয় মানসিক নির্যাতন। শশুর বাড়িতে সে যন্ত্রণা সহ্য করে বেশ কিছুদিন থাকার পর একপর্যায়ে অসহায় হয়ে পড়েন তিনি। ছেলের ভবিষ্যৎ চিন্তায় সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের। বিকাশ মিত্র নামের এক ব্যক্তির সাথে বিয়ে হওয়ার পর স্বামী-সন্তান নিয়ে টপি দেবনাথ গিয়ে ওঠেন বাবার বাড়িতে। কিন্তু বিধিবাম। সম্পত্তি নিয়ে বিরোধ থাকা কাকাতো ভাই ও গ্রাম্য মুরব্বিদের তোপের মুখে পড়েন তিনি। সমস্যায় পড়েন টপির পিত্রালয়ের প্রতিটি সদস্য। অশ্রুসিক্ত নয়নে টপি ও তার মা প্রণতী রানী দেবনাথ জানান, বিধবা অবস্থায় বিয়ে করায় তার মেয়ে টপি ও তাদের পরিবারকে সমাজপতিরা একঘরে করে রেখেছেন প্রায় ৫ বছর ধরে। ভয়ভীতি

বিলগেটস দম্পতির বিচ্ছেদের কারণ

ইসমাম পারভেজ কনক তালাক দিয়ে ৩৫ বিলিয়ন ডলারের মালিক হবেন মেলিন্ডা গেইটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিশ্বধনী বিল গেইটস তাঁর মৃত্যুর পরে সকল সহায় সম্পত্তি বিল এন্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশনের নামে উইল করে দিয়েছেন। তাঁর মৃত্যুর পরে প্রতিটা সন্তান ১০ মিলিয়ন ডলার করে পাবেন, স্ত্রীও পাবেন মাত্র ১০ মিলিয়ন ডলার। আমেরিকার আইনে স্বামী স্ত্রীর ডিভোর্স হলে বৈবাহিক কালীন সময়ে অর্জিত সকল নগদ অর্থ ও সম্পত্তির ৫০% হিসাবে পেয়ে থাকেন- স্বামী এবং স্ত্রী, অর্থাৎ অর্ধেক অর্ধেক। মানবিকতায় উদার স্বামী বিল গেইটসের কামানো সম্পত্তি এতো সহজে ছেড়ে দেবেন মেলিন্ডা? না, হতেই পারেনা। তাই তালাক দিয়েছেন স্বামীকে।  বিল গেইটস জীবিত আছেন তাই সম্পত্তির অর্ধেক হিসাবে আমেরিকার আইন অনুযায়ী মেলিন্ডা গেইটস পাবেন প্রায় ৩৫ বিলিয়ন ডলার। বিল গেইটসের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলে পাবেন ১০ মিলিয়ন ডলার মাত্র! তাহলে নগদ ৩৫ বিলিয়ন ডলার ভালো নাকি স্বামী মারা গেলে মাত্র ১০ মিলিয়ন ডলার ভালো? ধূর্ত মহিলা মানবতার সেবাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জীবিত স্বামীকে তালাক দিয়ে বনে গেলেন অন্যতম বিলিয়নেয়ার!  অসহায় মানবতার সেবায় মেলিন্ডার মন কাঁদেনা, তিনি এখন

কিশোরীর সম্ভ্রমের মূল্য ৩ লাখ টাকা : ধর্ষক গ্রেপ্তার!

ইসমাম পারভেজ কনক মহিলা কওমি মাদ্রাসার শিশু শিক্ষার্থীর সম্ভ্রমের মূল্য ৩ লাখ টাকা নির্ধারণ করেছেন সমাজপতিরা। সংবাদকর্মীদের কাছে এ খবর পেয়ে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক মুফতি আমির হামজাকে গভীর রাতে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আমির হামজাকে গ্রেপ্তারের পর শনিবার সকালে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী এবং তার বাবাকে থানায় ডেকে নেয় পুলিশ। নির্যাতিত শিশুটির জবানবন্দির ভিত্তিতে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১/৩০ ধারায় মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা। ধর্ষণের শিকার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। . শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট সংলগ্ন পাইনপাড়ার চরে অবস্থিত বায়তুল জান্নাত মহিলা মাদ্রাসায় ৯ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আমির হামজার বিরুদ্ধে। মুফতি হামজা স্থানীয় আজিজ শেখের ছেলে। মুফতি হামজা বিবাহিত এবং তার ১১ মাস বয়সের এক কন্যা সন্তান আছে। . বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ঘটনার তিন দিন পর শরীয়তপুরের কয়েকজন সংবাদকর্মী শুক্রবার সরেজমিনে জানতে পারেন

কুষ্টিয়া থানায় হত্যা মামলা দায়ের,কবর থেকে উঠতে পারে লাশ!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালি থানায় হত্যা মামলা দায়ের: কবর থেকে উঠতে পারে গৃহবধূ শিলার মরদেহ!    কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গৃহবধূ শিলাকে (৩২) হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নস্বর ০৬। নিহত ব্যক্তি বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জল (৩৫) এর স্ত্রী। এতথ্য নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, গৃহবুধু শিলাকে হত্যার অভিযোগ থানায় মামলা হয়েছে। নিহতের ভাই আব্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। কোর্টের নির্দেশে যেকোন সময় কবর থেকে লাশ উত্তোলন করা হতে পারে। এরআগে ময়না তদন্ত ছাড়ায় গত ২০ এপ্রিল নিহতের লাশ দাফন করে শ্বশুর বাড়ীর লোকজন। পরে করার ৬ দিন পর হত্যার অভিযোগ তুলেন স্বজনরা। যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৪/৫ জন মিলে তাকে পিটিয়ে ও শ্বাঃসরোধ করে হত্যা করা হয়। এমন অভিযোগ তুলে রোববার (২৫ এপ্রিল) রাতে থানায় লিখিত এজাহার দেন নিহতের ভাই আব্বাস মিয়া। নিহতের পরিবার সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের

কুষ্টিয়ার ভাদালিয়ায় দু’জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া ভাদালিয়া এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে দুজনকে কুপিয়ে আহত ও ফাঁকা রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। আজ (রবিবার) রাত ১২ টার সময় ভাদালিয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।   আহতরা হলেন ভাদালিয়া আলিম হোসেনের  ছেলে ও কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নং সদস্য মামুন অর রশিদ এবং তার  ছোট ভাই এনামুল। আহত পরিবারের সদস্যরা  জানান কুষ্টিয়া শহরে আসার সময় কোন কারন ছাড়ায় সন্ত্রাসীরা তাদের উপর আক্রামন করেন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পর তাদেরকে নিজস্ব প্রাইভেট কার থেকে জোর পূর্বক বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে মামুন অর রশিদের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।  এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির জানান ভাদালিয়া এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির গুলিবর্ষণের কোনো খবর তাঁর জানা নেই। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে আইনের আশ্রয় গ্রহণ করা হবে তিনি জানান।