সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ২৭, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশ সরকার বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দিয়েছেঃফেইসবুক

ইসমাম পারভেজ কনক শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। এমন অবস্থায় শনিবার একটি বিবৃতি দিয়েছে ফেসবুক। বিবৃতিতে ফেসবুক বলছে, বাংলাদেশে আমাদের সেবা সীমাবদ্ধ করা হয়েছে। এই বিষয়টি আমরা জানি। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে। রয়র্টাস বলছে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন। তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় ফেসবুক গভীরভাবে উদ্বিগ্ন। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সরকার ফেসবুক ও মেসেঞ্জার বন্ধ করে দিয়েছে কি না সে বিষয়ে বাংলাদেশ তাদের কাছে কোনো মন্তব্য করেনি।

বিকাশ নিয়ে সতর্কবার্তা,আপনাদের কাছের মানুষই বিকাশ প্রতারক

ইসমাম পারভেজ কনক বিকাশ অনেক সতর্কতা অবলম্বন করতে পারলেও নাম্বার আর ওটিপি দিয়ে টাকা হাতানো প্রতারকদের থেকে বিকাশকে এখনও রক্ষা করতে পারে নাই।এন্ড্রয়েড ফোন দিয়ে নাম্বার আর ওটিপি দিয়ে সম্পূর্ণ সিকিউরিটি দিলেও আইফোনের সেটিংস থেকে সমস্যাটি বন্ধ করতে পারে নাই।আর বর্তমানে বিকাশের নাম্বার দিয়ে কল করে ওটিপি নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক।এইটা একটি সফটওয়্যার দিয়ে করে থাকে তারা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে?আপনার কোন নাম্বারে বিকাশ খুলা আছে এবং আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে?এইসব প্রতারকরা কীভাবে জানে?আর এই সব না জানলে প্রতারণা করে টাকা নেয়া সম্ভবও না।কিন্তু তাদের দ্বারা কীভাবে সম্ভব হয়? একটি বিষয় মনে রাখা দরকার,আপনি যদি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হন।তাহলে আপনার কাছের কেউ একামাত্র আপনাকে এই প্রতরণার ফাঁদে ফেলতে পারে। বর্তমানে কিছু গ্রুপ আছে।যেখানে বিকাশ নাম্বার এবং কিছু তথ্য দিলে প্রতি নাম্বার প্রতি ৫০০ করে টাকা দেয়।যেইটা সবাই অনলাইন কাজ বলে দাবি করে। আর এখানে যদি আপনি পুরো তথ্য দিতে পারেন যেমন,নাম্বার,নাম্বারে কত টাকা আছে, এইটা সঠিকভাবে বলতে পারলেয় হবে।এই তথ্যের উপর ভিত্তি করে প্রতারক ট