সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী ৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়া জেলার শ্রেষ্ট এফপিআই(FPI) রুহুল আমিন।

ইসমাম পারভেজ কনক রুহুল আমিন। জেলা পর্যায়ের পুরষ্কার। কুষ্টিয়ার শ্রেষ্ট এফপিআই হিসেবে নির্বাচিত হয়েছেন,কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃরুহুল আমিন। আজ ০৯ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কুষ্টিয়া আয়োজিত  ০৬-০৮ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারী প্রতিষ্ঠান/ব্যক্তি জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়।এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মােঃ হাবিবুল হক খান (যুগ্ম সচিব) পরিচালক, পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগ, খুলনা। অদ্য ০৬-০৮ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে  সর্বোচ্চ অগ্রগতি অর্জনকারীর সম্মাননা স্মারক জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে শ্রেষ্টত্ব অর্জন করেন। মােঃ রুহুল আমিন ইউনিয়ন: জিয়ারখী গ্রামঃলক্ষীপুর উপজেলা : সদর, জেলা: কুষ্টিয়া। পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স

বাংলাদেশের পতাকা মানতে নারাজ!!

ইসমাম পারভেজ কনক   নিম্ন নমূনা পোস্ট এ,,,  মো সাজিদুর রহমান  Assitant Professor,   Dept.of political science.  Khoksa Govt, College Kushtia কুষ্টিয়া জেলার,কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক,,, মো সুজন আলী পলাশ। এর ব্যক্তিগত ফেসবুক এর পোস্ট এ বাংলাদেশ পাতাকা চিনতে নারাজ,,,  কিন্তু কেন?? এই দেশে বাংলার পতাকা চিনতে মানতে হবে!! লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশের পতাকা।স্যালুট জানাই..... এই পতাকা সামনে রেখে স্কুলে শপথ গ্রহণ করতাম। তা হলো, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায়, সর্বদা নিজেকে নিয়জিত রাখিবো। দেশের প্রতি অনূগত থাকিবো। দেশের একতা, এবং সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। হে প্রভু, আমাকে শক্তি দিন আমি যেনো বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। এটা নাকি তাদের বাংলাদেশের পতাকা না!! তবে এটা আমাদের সোনার বাংলাদেশের স্বাধীনতার প্রতিক আমাদের বাংলাদেশের পতাকা হিসেবে আমরা স্যালুট জানাই!!