সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ৬, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ার ৬৬ ইউনিয়নের ৯৮৫ গ্রামে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া, ৬নভেম্বর, ২০২০  ভোট আসার আগেই কুষ্টিয়ায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে। কুষ্টিয়ার ৬৬ ইউনিয়নের ৯৮৫ গ্রামে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দও নড়েচড়ে বসছেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও সকলের দ্বারে দ্বারে কুশল বিনিময় করছেন।  বয়োজৈষ্ঠদের কাছে ছালাম-কালাম বিনিময় করছেন। মতবিনিময়, দোয়া অনুষ্ঠান করে চলেছে অনেকেই। অনেকেই আগ চোটেই প্রচার-প্রচারণায় নেমেছেন। জেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা গরু,ছাগল জবাই করে অনেকেই দোয়া মাহফীলও করছেন। যে যেভাবেই প্রচারণা করুক না কেন। বিগত সময়ে যারা জনগণের দূর্দিনে পাশে দাঁড়িয়েছে। দু:খ কষ্টে যারা সেবা করেছে তাদেরকেই এলাকার লোকজন ভোট দিবেন বলে জানাচ্ছে। জানা যায়, কেউ সমাজের সেবক হিসাবে, কেউ জন-দরদী হিসাবে, কেউ অবহেলিত মানুষদের সাহায্য করার জন্য, কেউ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, কেউ শিক্ষার উন্নয়নে. কেউ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে নিজেদের মনোভাব প্রকাশ করছে। তাই সম্ভাব্য ভোট প্রার্থীরা এখন থেকেই তাদের আশা আকাঙ্খার কথা ব্যক্ত করে চলেছে। অনেকেই ভিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছে। 

কুষ্টিয়ায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৬৩,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ০৬ নভেম্বর ২০২০ মোট ১১৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ৭২, চুয়াডাঙ্গা ১২, ঝিনাইদহ ২৪ ও মেহেরপুর ৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩ জনসহ কুষ্টিয়ায় মোট ৩ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।  চুয়াডাঙ্গা জেলার ২ জন, ঝিনাইদহ জেলার ২ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ কেজিএইচ ৩ জন।  এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৪৬৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩২৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

সবাইকে জুম্মা মোবারক

ইসমাম পারভেজ কনক এটি আরব আমিরাতের একটি সুন্দর মসজিদ

ঢাকার ডেমরার কোনাপাড়ায় ১০ তলা ভবনের লাইটার গোডাউনে আগুন লেগেছে

ইসমাম পারভেজ কনক এইমাত্র পাওয়া ঢাকার ডেমরার কোনাপাড়ায় ১০ তলা ভবনের লাইটার গোডাউনে আগুন লেগেছে।বিস্তারিত আসছে।

প্রতি সপ্তাহের চাকরীর খবর

ইসমাম পারভেজ কনক প্রতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা শুক্রবার সকালে এখানে প্রকাশ করা হয়।প্রতি সপ্তাহের পত্রিকা পড়তে আমাদের সাথেই থাকুন। আমাদের ওয়েবসাইট ফলো করুন।সাপ্তাহিক চাকরীর খবর ছাড়াও আমরা যে কোন চাকরীর সার্কুলারই প্রকাশিত করে থাকি। পত্রিকাটি পরিষ্কারভাবে পড়ার জন্য ছবির উপর ক্লিক করুন,জুম করুন এবং ডাউনলোড করুন।

র‌্যাব গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্ব পেলেন লে. কর্নেল খায়রুল ইসলাম

ইসমাম পারভেজ কনক    র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক হলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। গতকাল বুধবার তিনি র‍্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে তিনি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে  এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। গোয়েন্দা সংস্থায় তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধী দমনে সফলতার সঙ্গে কাজ করেছে।

প্রথম আলোর ও বিবিসি বাংলার বলা বৈবাহিক ধর্ষণ’ কথাটি কি সঠিক?কুরআন ও হাদীসের আলোকে প্রমাণ দেখুন

ইসমাম পারভেজ কনক বলা হচ্ছে, স্ত্রীর অনুমতি ব্যতীত তার সাথে স্বামী সহবাস করলে এটি ধর্ষণ হবে! ব্যাপারটা খুবই হাস্যকর মনে হলেও এই ধারণাটি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাচ্ছে একটি মহল। এর সূচনা করেছিলো প্রথম আলো, বিবিসি বাংলা গং। তাই, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। . আমরা ভারসাম্যপূর্ণ পন্থায় বিষয়টির সমাধান দিতে প্রয়াস চালাব ইনশাআল্লাহ্। প্রথম কথা হলো, পুরুষের যৌন চাহিদা নারীর চেয়ে অনেক বেশি থাকে, এটি বিজ্ঞানও স্বীকার করে। তাছাড়া, একজন নারী যৌন চাহিদার দিক থেকে নিজেকে যতটা নিয়ন্ত্রণ করতে পারে, পুরুষ ততটা পারে না। সেজন্য হাদিসে বলা হয়েছে, ‘‘যখন কোনো পুরুষ তার স্ত্রীকে মিলনের জন্য ডাকবে, তখনই যেন সে তার ডাকে সাড়া দেয়। এমনকি সে যদি উটের পিঠস্থ গদিতেও থাকে।’’ [আলবানি, সহিহুল জামি’: ৫৪৭] . তাই বলে শুধু পুরুষের চাহিদাই নয়, নারীর চাহিদারও যথার্থ মূল্যায়ন করেছে আমাদের দ্বীন—ইসলাম। হযরত উসমান ইবনু মাযউন (রা.) অত্যন্ত ইবাদতগুজার ছিলেন। একদিন তাঁর স্ত্রী ফ্যাকাশে বদন এবং পুরাতন কাপড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এলেন। তাঁরা তাকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার এই অবস্থা কেন? কু

কুরআন ও হাদীস বিষয়ক মূল্যবান পোস্ট পর্ব-০১

ইসমাম পারভেজ কনক নাবী (সাঃ) বলেছেন : যে ব্যক্তি কাউকে দেখাবার উদ্দেশ্যে সলাত পড়লো সে শির্‌ক করলো, যে ব্যক্তি কাউকে দেখাবার উদ্দেশ্যে সিয়াম পালন করলো সে শির্‌ক করলো, যে ব্যক্তি অপরকে দেখাবার উদ্দেশ্যে সদাক্বাহ করলো সে শির্‌ক করলো (আহমাদ হা/১৭১৪০, ত্বাবারানী কাবীর হা/৬৯৯৩) যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে,ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা।

আজকের রাশিফল

ইসমাম পারভেজ কনক শুক্রবার  ৬ নভেম্বর ২০২০ আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা।  আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল।  ৬ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল।  আপনার শুভ সংখ্যা: ৬, ১৫, ২৪।  আপনার শুভবর্ণ: সাদা ও লাল।  শুভ গ্রহ ও বার: শুক্র ও মঙ্গল।  শুভ রত্ন: হীরা ও রক্ত প্রবাল।  আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য সাদা ও লাল বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে।  আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: ভোর: ৬:১৭-৭:০৫,৭:৪৯-১০:০১,দুপর: ১২:১৩-৩:০৮, বিকাল: ৩:৫৩-৫:২২ রাত: ৬:১৩-৯:৪১, ১২:১৮-৩:৪৫।  আজকের দিনে বর্জনিয় খাদ্য: রাত: ৩:১২ পর্যন্ত নিম পরে তাল খাওয়া নিষেধ।  চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে, রাত:১১:০২ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে।  ৬ষ্ঠী রাত: ৩:১২পর্যন্ত পরে ৭মী তিথি চলবে। #মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি সকল কাজে সফলতার। প্রত্যাশিত কাজে সাফল্য আশা করতে পারেন। গৃহে আত্মীয় সমাগমের যোগ। সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে আলোচনায় আসবে অগ্রগতি।