সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট ১৩, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ইসমাম পারভেজ কনক একাউন্ট খুললেই পাচ্ছেন 4.5 dollar  বোনাস।   আমার দেখা সবচেয়ে সেরা সাইড হলো Tolike ডেইলি উইথড্র কাজের ঝামেলা খুব ই কম( ফেইসবুক/টিকটক ভিডিও তে জাস্ট লাইক দেওয়া )  খুব অল্প সময়ে কাজ করতে পারবেন। নিজে নিজেই প্যাকেজ কিনা বা উইথড্র করা ! কোন প্রকার ইনভেস্ট ছাড়াই রেজিস্ট্রেশন করলেই 4.5 ডলার বোনাস।। ফ্রীতে  কাজ করার সুযোগ আছে! 1. Free প্যাকেজঃ প্রতিদিন ইনকাম 40 টাকা 2. vip1 প্যাকেজঃ 2100 টাকা, প্রতিদিন ইনকাম 1.1 dollar =100 টাকা। 3. Vip2 প্যাকেজঃ 11000 টাকা, প্রতিদিন 6.6 dollar =600 টাকা। 4. Vip3 প্যাকেজঃ 25,000 টাকা, প্রতিদিন ইনকাম 26.6 dollar =1600 টাকা। 5. Vip3 প্যাকেজঃ 81,000 টাকা, প্রতিদিন ইনকাম 49.5 dollar =4500টাকা। বিঃদ্রঃ  ১.   1 dollar =90 টাকা হইলে টাকা উঠানো যায়। ২. এক দিনেই পেমেন্ট পাওয়া যায়। ৩. ফ্রী একাউন্ট এর টাকা একাউন্ট VIP(Package) করে টাকা উঠাতে হবে বিকাশ এবং নগদ একাউন্টের মাধ্যমে Withdraw করতে পারবেন খুব  সহজেই 😑  ✓Account করতে এই লাংকে ক্লিক করুন:https://gold.tolikeweb.com/?sc=ijhGXOgx ✓অ্যাপস লিংক : https://download.tolikeweb.com ✓Binance লিংক : htt

পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ

ইসমাম পারভেজ কনক বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হওয়া সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেওয়া হয়। শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে, পরীমণির আইনজীবী তার জামিন  আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পরীমণির জামিন আবেদন করে আইনজীবী মজিবুর রহমান আদালতকে বলেন, পরীমণি ‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’ এর রোগী। তিনি দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে (হেফাজতে) অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি পুলিশ হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়নি। জ