সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী ৩০, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনলাইনের বাস্তব ইনকাম "পর্ব-০১"।

ইসমাম পারভেজ কনক আপনি যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়  ফ্রিলান্সিং   বা  আউটসোর্সিং এর মাধ্যমে  অনলাইনে আয়  করার চেষ্টা করেছেন। কিন্তু  অনলাইনে আয়  সে তো মরীচিকা, হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এই সেদিন আপনার পাশের বাড়ির কুদ্দুছ বা পরিচিত রহিমও টাকা পয়সার জন্য হা-হুতাশ করতো। কিন্তু  অনলাইনে ইনকাম  করে তাদের জীবন ধারাও পাল্টাতে শুরু করেছে। সারাক্ষণের সঙ্গী হাতের স্মার্টফোন বা মুভি দেখার কম্পিউটার টাই যদি হয়ে যায় আপনার উপার্জনের মাধ্যম, তাহলে নিশ্চয় মন্দ হয় না। আর আপনি যদি পরের অধীনে কাজ না করে স্বাধীন ভাবে আয় উপার্জন করতে চান তাহলে আপনার  ফ্রিল্যান্সিং ক্যারিয়ার   শুরু করার জন্য এই লেখাটি হতে পারে সঠিক দিক নির্দেশনা। পিটিসি সাইটই একমাত্র সহজ এবং নির্ভরযোগ্য সাইট। এখানে আপনি কোন কাজ না পারলেও শুধু মাত্র এখানকার এই লেখাগুলো পড়ে সব কাজ শিখে যেতে পারবেন।আর আপনি যেহেতু নতুন তাই আপনার প্রথমে ইনকাম কম হবে।তারপরেও আপনি প্রতিমাসে ১০০ ডলার বা তার বেশী ইনকাম করতে পারবেন।   পিটিসি সাইট থেকে আয়।  অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০৩।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন এব

দীঘির সর্বনাশ!

ইসমাম পারভেজ কনক   শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এখনো দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লেখিয়েছেন। এরই মধ্যে দুটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রে দীঘির রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ছয়টি সিনেমায় কাজ করার ঘোষণা দেন। পরপর আরো কয়েকটি সিনেমায় কাজের কথাও শোনা যায়। এরমধ্যে শাপলা মিডিয়ার একটি সিনেমার কাজ শেষ করেছেন দীঘি। কিন্তু ঘোষণার ছয় মাস না পেরুতেই শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার বাকি সিনেমাগুলো থেকে বাদ দেওয়া হয়েছে দীঘিকে। শাপলা মিডিয়ার নতুন কোনো সিনেমায় দীঘিকে দেখা যাচ্ছে না। অন্য নায়িকা নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র। পাঁচটি সিনেমা থেকে বাদপড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। সেলিম খান ব

আত্মহত্যায় প্ররোচনাকারী ব্যক্তির বিচারের দাবীতে সংবাদ সম্মেলন।

ইসমাম পারভেজ কনক রিপোর্ট  এস,এম রুলন উদ্দীন স্বাধীন  কুমারখালী,কুষ্টিয়া  কুষ্টিয়ার কুমারখালীতে ফুফুকে আত্মহত্যায় প্ররোচনাকারী ব্যক্তির বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তার ভাতিজা ইমদাদুল হক সনেট। শুক্রবার বিকেলে কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।  সংবাদ সম্মেলনে নিহত নারীর ভাতিজা ইমদাদুল হক সনেট লিখিত বক্তব্যে উল্লেখ করেন গত ১৫ই জানুয়ারি শুক্রবার তার ফুফু নাজমা খাতুন বিষপানে আত্মহত্যা করেন। ঘটনার দিন তার ফুফু পুরাতন চড়াইকোল  বারেক মোড় সংলগ্ন আলেয়ার বাড়িতে এসে ঢলে পড়েন এবং সেখানে থাকা কয়েকজনের কাছে বলেন তার স্বামী হাসান শেখ দীর্ঘদিন ধরে তার সাথে দুর্ব্যবহার ও শারীরিকভাবে নির্যাতন করে একথা বলেই তিনি অচেতন হয়ে পরেন। স্থানীয়রা তাকে ভ্যানযোগে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষ মুক্ত করার জন্য  ওয়াশ করে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যাবার পথে আলাউদ্দিন নগর নামক স্থানে পৌঁছে  তিনি  মারা যান। তার  ছোট ফুপা হাসান শেখ  নিজের দোষ ঢাকতে তার ছোট ফুফু নাজমা খাতুনের লাশ তাদের বাড়িতে পাঠিয়ে দেন। সে সময় বাড়িতে তার অসুস্থ মা ছাড়া আর