সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী ১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়া সদর হাসাপাতালে ১ বছরেও কার্যকর হয়নি মন্ত্রণালয়ের নিদের্শনা!

ইসমাম পারভেজ কনক  মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা সদর ও উপজেলার সরকারি হাসপাতালের অভ্যন্তরে প্রবেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আট দফা নিদের্শনা এক বছরেও কার্যকর হয়নি। খুলনা বিভাগের জেলা সদরের চারটি সরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, করোনা মহামারির কালেও দর্শনার্থী প্রবেশে শৃঙ্খলা আসেনি। কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকট ও কার্যক্রমটি বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না আসায় এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া যায়নি। গত বছরের ১২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিঞার সই করা ‘সরকারি হাসপাতালের দর্শনার্থী ব্যবস্থাপনা’ শিরোনামের চিঠিতে বলা হয়, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান সরকারের অন্যতম লক্ষ্য। মানসম্মত ও নিরাপদ চিকিৎসা প্রদান করতে হলে রোগীর সঙ্গে আসা দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা জরুরি। কেননা তাদের স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞতা এবং জীবাণু সংক্রমণ রোধে করণীয় বিষয়ে সম্যক জ্ঞানের অভাবে অধিকাংশ সময় কাঙ্ক্ষিত পরিবেশ বা পরিস্থিতির অবনতি হয়।’ এ ছাড়া, ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শনার্থী হওয়ায় হাসপাতালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, ইউটিলিটি সা

ক্যান্সারে আক্রান্ত আরিশা বাঁচতে চাই,সহযোগীতা করার আহবান।

ইসমাম পারভেজ কনক  আড়ুয়াপাড়ার মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোছাঃ আরিশা তাবাসসুম বাঁচতে চায়। দিনমনি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী শিশু আরিশা, তার যখন মাঠে খেলাধুলায় ব্যাস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। হত দরিদ্র সজিব শেখের একমাত্র কন্যা আরিশা বর্তমানে ঢাকাতে হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা খরচ যোগান দিতে সর্বস্বান্ত পিতা সজিব শেখ। এখন অনেক কষ্টেও আরিশার চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়ছে। তাই প্রতি মূহুর্তে আরিশার পিতা-মাতার উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র পিতা-মাতার পক্ষে আরিশার চিকিৎসার খরচ জোগাড় করা অসম্ভব। এ জন্য আরিশাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা। সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন: নাম আরিশা, পিতা মোঃ সজীব শেখ, মাতা মোছাঃ রিতা খাতুন। ঠিকানা ২৭/৪৩ এস,বি রোড আড়ুয়াপাড়া,কুষ্টিয়া। অঈ#১৬৪ ১৫৭ ০০০ ৩৭২৮ ডাচ বাংলা ব্যাংক লিঃ কুষ্টিয়া ব্যাঞ্চ। মোবাইল-০১৯১৬-৬৮৪৬৪৭। ০১৯১৩-২১৭২৬০(বিকাশ)। অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১ অনলাইনে বাস্তব ইনকাম পর্ব -০২

বাংলাদেশের সেরা পিটিসি সাইট,বিকাশ,রকেট,নগদে পেমেন্ট।

ইসমাম পারভেজ কনক নীচের সব লেখা গুলো মনযোগ সহকারে পড়বেন।তা না হলে আপনি কাজ করতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। আপনি এইসব পিটিসি সাইটে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন।কিন্তু আরও অনেক পিটিসি সাইট আছে।যেগুলোতে কম্পিউটার ছাড়া কাজ করা যায় না এবং টাকাও পেমেন্ট পাওয়া সম্ভব হয় না।নীচের পিটিসি সাইটিকে বিশ্বাস করতে পারেন এবং মোবাইল দিয়ে সহজে কাজ করতে পারবেন।   আপনি যদি অনলাইনে অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকেন এবং খুব সহজ এবং ঝামেলা ছাড়া কিছু টাকা ইনকাম করতে চান এই যেমন ১০০ ডলার বা তার কম তাহলে আপনার জন্য   পিটিসি   সাইটগুলো হতে পারে সর্বোত্তম উপায়। পিটিসি (PTC) মানে হল (Paid To Click) পেইড টু ক্লিক। মানে আপনি এই সাইটগুলো তে যতগুলো অ্যাডে ক্লিক করবেন তার বিপরীতে আপনি নির্দিষ্ট ডলার পাবেন। পিটিসি সাইটে আপনাকে বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করতে হবে এবং ১০ থেকে ৩০ সেকেন্ডের জন্য বিজ্ঞাপন দেখতে হবে। আপনার দেখা প্রতিটি বিজ্ঞাপনের জন্য পিটিসি সাইট আপনাকে অর্থ প্রদান করবে। অনেক সাইট আছে যেখানে আপনি বিনামূল্যে নিবন্ধন করে এবং বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জন করতে পারেন। এই পিটিসি সাইটগুলো থেকে আপনি কোন টাকা ইনভেস্ট

জিপিটি সাইটে কীভাবে রেজিষ্ট্রেশন করবেন?

ইসমাম পারভেজ কনক   জিপিটি সাইটের রেজিষ্ট্রেশন পিটিসি সাইটের মতই।তাই যারা পিটিসি সাইট খুলেছেন।তারা একইভাবে জিটিসি সাইট খুলুন।এখানে ক্লিক্সসেন্সের মাধ্যমে দেখানো হল।তবে সকল পিটিসি এবং জিটিসি সাইটের রেজিষ্ট্রেশন এবং লগিন সিস্টেম একই রকম। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া এবার আসল কাজ শুরু। clixsense পলিসি অনুযায়ী সাইটে সাইনআপ করতে হলে আপনাকে কোন রেফারেল আইডি হয়ে রেজিঃ করতে হবে। কেননা, আপনি যখন Referral এবং Advertisement শুরু করবেন সেখানে ইনকাম বৃদ্ধিতে বেশ সহায়ক হবে। রেফারেল না হয়ে  সরাসরি সাইনআপ করতে পারবেন। তবে তা clixsense সার্ভারে  Non Improve ID হিসাবে রেকর্ড থাকবেন। আমি যখন Signup করেছিলাম তখন অন্য একটি Referral আইডির মাধ্যমে Pass করেছিলাম। যাইহোক এবার বিষয়টি আপনার ইচ্ছা কোন পদ্ধতিতে রেজিঃ করবেন! রেজিঃ করতে প্রথমে তাদের সাইটে যান  এখানে ক্লিক করুন। সেখান হইতে সাইনআপে ক্লিক করুন> নিম্নরুপ চিত্র আসবে > যাবতীয় তথ্যাদি পূরন করুন।তবে ইমেইল এবং পাসওয়ার্ড অবশ্যয় মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখুন। First name অংশে নিজের আসল নামের  First name পূরন করে Last name দেন।  Signup  করার পর আপনার ইমেইল

জিপিটি (GPT) সাইটে কাজ করে কত ইনকাম হবে?

ইসমাম পারভেজ কনক জিপিটি সাইটে সহজ কাজ করে ভাল অর্থ ইনকামের সুযোগ।আর আপনি যদি ফ্রিল্যান্সার সম্পর্কে অভিজ্ঞ না হন।তাহলে এই কাজটি আপনার জন্যই।প্রতিদিন সামান্য কাজ করে আপনি প্রতিমাসে ভাল অর্থ ইনকাম করে আপনার বেকারত্ব দূর করতে পারেন বা আপনি পার টাইম জব হিসেবেও করতে পারেন। আপনি রেফারেল ছাড়া প্রতিদিন ২থেকে ১০ ডলার আয় করতে পারবেন এবং রেফারেল থাকলে ১০০ ডলার বা টের বেশি আয় করতে পারবেন। তাছাড়া জিপিটি সাইট অ্যাড ক্লিক সহ আরও অনেক কাজের অফার করে তাই পিটিসির তুলনায় আপনি জিপিটি থেকে বেশি আয় করতে পারবেন। প্রতি সার্ভের জন্য .৫০ থেকে ৫ ডলার অ্যাড ক্লিক করে .০০১ থেকে .০৪ ডলার ভিডিও দেখে .০১ থেকে .১০ ডলার ফেসবুকে প্রতি লাইকের জন্য .০০১ থেকে .০০৪ ডলার প্রতি অফার এর জন্য .১ থেকে ৫০ ডলার ছোট কাজের জন্য .১ থেকে ১ ডলার জিপিটি সাইট গুলো কত বছর ধরে পে করছে, অনলাইন রিভিউ এবং কাজের অফারের উপর ভিত্তি করে নিচে সেরা ১০টি জিপিটি (GPT) সাইটের তালিকা দেয়া হল যেখান থেকে আপনি আপনার অনলাইন আয় করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গরতে পারবেন। সেরা ১০টি জিপিটি সাইট সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন। আরও বিস্তারিত জানতে ভিডিও দেখ

সেরা ১০টি জিপিটি (GPT) সাইট।

ইসমাম পারভেজ কনক   কোন ধরনের কারিগরি জ্ঞান বা কোন টাকা ইনভেস্ট করা ছাড়াই অনলাইনে আয় করার অন্যতম উপায় হল Get Paid to বা GPT  জিপিটি সাইটে কাজ  করা। আর  ফ্রিল্যান্সিং  কাজে ক্যাপচা এবং ডাটা এন্ট্রি থেকে  জিপিটি সাইটে  কাজ করা সহজ। এখানে বিসসস্থ এবং যারা নিয়মিত পে করে এমন  সেরা ১০টি জিপিটি (GPT) সাইট থেকে আয়  করার বিস্তারিত উপায় জানতে পারবেন। সাধারণত পিটিসি সাইট গুলো শুধু মাত্র অ্যাড ক্লিক এবং গ্রিড এর মাধ্যমে আয় করার সুযোগ দেয়। তাই পিটিসি সাইট থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব নয়। সেই তুলনায়  জিপিটি সাইট  থেকে আরও বেশি আয় করা যায়। জিপিটি সাইটে কীভাবে রেজিষ্ট্রেশন করবেন? জিপিটি সাইটে কীভাবে রেজিষ্ট্রেশন করবেন?জানতে লেখার উপর ক্লিক করুন। ১) ক্লিকসেন্স – Clixsense Clixsense হল অনলাইনে আয় করার সবচেয়ে ভাল ওয়েবসাইট এবং এটি পিটিসি সাইট এবং জিপিটি সাইটের সমন্বয় কাজ করে।  ClixSense ক্লিকসেন্স এর মাধ্যমে আপনি অ্যাড ক্লিক, অফার, সার্ভে এবং আরও অনেক কাজ করে আয় করতে পারবেন। তবে বর্তমানে ক্লিক্সসেন্স ওয়াসেন্সে পরিবর্তিত হয়েছে।আর এটি পিটিসি সাইট এবং জিটিসি সাইট ২ টাতেয় কাজ করলেও জিটিসি সাইটের জন্য সো

অনলাইনে বাস্তব ইনকাম "পর্ব-০২"।

ইসমাম পারভেজ কনক অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০৩।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন এবং একাউন্ট খুলুন। আপনি যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়  ফ্রিল্যান্সিং  বা  আউটসোর্সিং  এর মাধ্যমে  অনলাইনে আয়  করার চেষ্টা করেছেন। কিন্তু  অনলাইনে আয়  সে তো মরীচিকা, হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এই সেদিন আপনার পাশের বাড়ির কুদ্দুছ বা পরিচিত রহিমও টাকা পয়সার জন্য হা-হুতাশ করতো। কিন্তু  অনলাইনে ইনকাম  করে তাদের জীবন ধারাও পাল্টাতে শুরু করেছে। সারাক্ষণের সঙ্গী হাতের স্মার্টফোন বা মুভি দেখার কম্পিউটার টাই যদি হয়ে যায় আপনার উপার্জনের মাধ্যম, তাহলে নিশ্চয় মন্দ হয় না। আর আপনি যদি পরের অধীনে কাজ না করে স্বাধীন ভাবে আয় উপার্জন করতে চান তাহলে আপনার  ফ্রিল্যান্সিং ক্যারিয়ার  শুরু করার জন্য এই লেখাটি হতে পারে সঠিক দিক নির্দেশনা। জিপিটি (GPT) সাইট থেকে আয় করুন Get paid to. আরো বেশি অনলাইনে আয় করতে যোগ দিতে পারেন জিপিটি সাইটে। জিপিটি সাইটে আপনি ছোট ছোট সার্ভে করে, ভিডিও দেখে, গেম খেলে এবং এই ধরনের আরও অনেক কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। আমি অনেক গুলো GPT সাইটে কাজ করেছি তাই আপনাকে

পুরাতন স্মার্টফোন বিক্রির আগে সাবধান!

ইসমাম পারভেজ কনক   প্রতি মাসেই কোনো না কোনো কোম্পানীর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসছে। আর তাতেই হাতে থাকা ফোনের ওপর বিরক্তি চলে আসে! তাই বেছে দেয়ার চিন্তাও শুরু হয়। আবার অনেকে একচেঞ্জ অফারও নিয়ে থাকেন। দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো ফোনে মায়ার সঙ্গে সঙ্গে অনেক তথ্যও জমা হয়। হাতবদলের পর সে তথ্য কতটা নিরাপদ, সেটাই বিবেচ্য। তাই পুরোনো ফোন হাতবদলের আগে কিছু বিষয় মাথায় রাখুন। অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১ ফোনের তথ্য ব্যাকআপ রাখুন পুরনো স্মার্টফোন বিক্রির আগে সেটির ডেটা ব্যাকআপ নিয়ে নিন। যাতে নতুন স্মার্টফোনে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যায় আর তা হারিয়ে যাওয়ার বিপদ না থাকে। এছাড়া যদি ফ্যাক্টরি রিসেট না করেন তাহলে ফোনটি যার হাতে থাকবে তার কাছেই ব্যক্তিগত তথ্য পৌঁছে যাবে। অ্যানড্রয়েডে ডেটা ব্যাকআপ: স্মার্টফোনের সেটিংসে গিয়ে ‘সিস্টেম’ অপশন সার্চ করতে হবে। সিস্টেম অপশনে আপনি ডেটা ব্যাকআপ অপশন পাবেন। সেখানে আপনি নিজের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ডেটা ব্যাকআপ করতে পারেন। অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১ আইওসে ডেট ব্যাকআপ: প্রথমে সেটিংস অপশনে গিয়ে আপনার নামের জায়গায় ট্যাপ করতে হবে।

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত।

ইসমাম পারভেজ কনক   ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০২ তমড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে কমিশনারের সম্মেলন কক্ষে এ ড্র পরিচালিত হয়। এবার প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০৫৮৬৩০০ নম্বর। আর দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৯৩২৮৮৭ নম্বরের বন্ড। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালত হয়। এবারে ৬৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট দুই হাজার ৮৯৮টি নম্বর পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১ প্রাইজবন্ডের ড্রয়ে এবার তৃতীয় পুরস্কার জিতেছে- ০৫৫৩৩৫৯ ও ০৫৭৫৬৫৯ এবং চতুর্থ পুরস্কার বিজয়ী দুটি নম্বর ০১৪৬৩৩৭ ও ০৯৫২৬০৭। এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেক সিরিজের ৪০টি নম্বর হলো- ০০০৪৪৩৩, ০১৯২০৫২, ০৪৬৫৭০৭, ০৬৮৩৭০১, ০৮৩৪৮১৫, ০০৪৬৯৪০, ০২১৭৭৭০, ০৪৮৫৯৯৩, ০৬৯২৯২২, ০৮৩৭২০১, ০০৮৬৪৭৬, ০২৪১৮১৫, ০৫৪৫০১৮, ০৭৩০৬৮৯, ০৮৫৮৭৩৮, ০০৯৭৮৫০, ০৩০২০৬৯, ০৫৫৪২৬৬, ০৭৭১৪৯৬, ০৮৮৬৬০৪, ০১১৫৪৮৯, ০৩৬৭০৮০, ০৫৬২৬১৩, ০৭৭৩৮০৮, ০৯০০৬৫০, ০১৫১০১২, ০৩৯২৯৩৫, ০৫৭৯৫৭৫, ০৭৭৪০৫৪, ০৯১১৬২৮, ০১৫৯২৪৩, ০৪০৪৪৪৬, ০৬০৯৭০২,

স্মার্টফোনের বহুমুখী ব্যবহার যেসব ক্ষতি করে।

ইসমাম পারভেজ কনক   এখন স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কেউ থাকতে পারছে না। স্মার্টফোন যেন হয়ে উঠেছে মাল্টিটাস্কিং বা বহুমুখী কাজের একমাত্র পথ। অনেকের কাছে স্মার্টফোন এখন একটিমাত্র প্রযুক্তি যা দিয়ে অসংখ্য কাজ করা যেতে পারে। একই সঙ্গে তার মধ্যে আছে ডিকশনারি, ক্যালকুলেটর, ব্রাউজার, ই-মেইল, গেমবয়, ক্যালেন্ডার, ভয়েস রেকর্ডার, গিটার টিউনার, ওয়েদার ফোরকাস্ট, জিপিএস, টুইটার, ফেসবুক আবার ফ্ল্যাশলাইট। এখন থেকে বছর ত্রিশেক আগে একটি আইবিএম কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছোট্ট এই গ্যাজেট। কিন্তু এত কাজ একসঙ্গে করতে গিয়ে আসলে কতটা কাজ করা হচ্ছে আমাদের? মানুষের মস্তিষ্ক আসলে একসঙ্গে অনেক কাজ বা মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত নয়। অনেক কাজ করার সময় আসলে আমাদের মস্তিষ্ক এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে বেড়ায়। এর ফলে বাস্তবে আমাদের কার্যক্ষমতা কমে আসছে। শুধু তাই নয়, মাল্টিটাস্কিং করতে গিয়ে বাড়ছে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ। এতে ধোঁয়াটে হয়ে পড়ছে আমাদের চিন্তাধারা। সহজেই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মনোযোগ। ফোর্বস-এ প্রকাশিত এক গবেষণার ফলাফলে দেখা যায়, ইনবক্সে একটি ই-মেইল এসে বসে আছে, এটা জানার

মূল আসামী ফেসবুকে এক্টিভ থাকলেও খুঁজে পাইনা পুলিশ!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় মীম হত্যার চার মাসের গ্রেফতার হয়নি আসামীরা !!  কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত স্বামী ও শাশুড়ির নির্যাতনে গৃহবধূ তাসমীম আলম মীম হত্যা মামলার চারমাসেও আসামীরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। মীম হত্যার তদন্ত রিপোর্টে হত্যার আলামত মিললেও গ্রেফতার হয়নি আসামীরা।  অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১ এ মামলার প্রধান আসামী গৃহবধূ মীমের স্বামী বাপ্পি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব রয়েছে বলে গেছে। কিন্তু তারপরও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত মীমের পরিবার। পরিবারের ভাষ্য, এ মামলার দুই আসামী স্বামী ও শাশুড়ি তাদের ধরতে পুলিশের আন্তরিকতা প্রয়োজন।  নিহত মীমের মা তাজমা খাতুন বলেন, দিন গুনতে গুনতে মেয়ে হত্যার চার মাসেও আসামীরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। প্রথম থেকেই বলে আসছি আমার মেয়েকে ওরা হত্যা করেছে। তদন্ত রিপোর্টে হত্যার আলামত মিলেছে। অথচ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আসামীরা আত্ম গোপনে। এ মামলার চারমাস পেরিয়ে গেছে। তবে এখন পর্যন্ত পুলিশ তাদের ই”ছায় আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমার মনে হচ্ছে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না।  এ মামলার প্রথম দিকেই প্রশাসন মামলা নিতে গড়িমসি

অনৈতিক সম্পর্কের জেরে অবশেষে লাশ হতে হলো প্রেমিকাকে!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার ছেলের অনৈতিক সম্পর্কের জেরে অবশেষে লাশ হতে হলো প্রেমিকাকে!  অনৈতিক সম্পর্কের পর ভালোবাসায় চির ধরে। অবশেষে সকল ভালোবাসা বিসর্জন দিয়ে খুন হয়েছে প্রেমিকা। কুষ্টিয়ার ছেলে রাকিবুল ও রাজশাহীর মেয়ের সোমার অনৈতিক সম্পর্কের পর তা বেশিদিন টিকলো না।  বিয়ে না করেও একই স্থানে দু’জন জুটি বেঁধে থাকলেও তা বেশিদিন টিকেনি। নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রেমিকাকে। এ হত্যাকান্ড নিয়ে সারাদেশে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হত্যা, না আত্মহত্যা তা নিয়ে দেশব্যাপী ব্যাপক চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে। প্রেমিক রাকিবুল আজাদ কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের হাজী আজিবারের পুত্র। প্রেমিকা ডা:  সিরাজুম মুনিরা সোমা রাজশাহীর মেয়ে। সিরাজুম মনিরা সোমার স্বপ্ন ছিল বড় চিকিৎসক হওয়ার। চীনে গিয়ে এমবিবিএস পাস করে আসেন। লন্ডনে গিয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নেওয়ারও পরিকল্পনা ছিল তার। স্বজনদের স্বপ্ন ছিল, সোমা চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন। এমবিবিএস পাসও করলেন। কিন্তু আর মানুষের সেবা করার সুযোগ পেলেন না।  কিন্তু সব স্বপ্ন ধুলোয় মিলে গেলো সোমার মৃত্যুর মধ্য দিয়ে। অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১ জান