সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় অনশন কর্মসুচী

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় অনশন কর্মসুচী পালন। দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে তামাক চাষীদের অনশন কর্মসুচী পালন করা হচ্ছে। আজ ৮ই মার্চ সকাল ১০টা হতে শুরু হওয়া অনশন কর্মসুচীতে কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলের চাষীরা একত্রিত অনশন কর্মসুচী পালন করছেন তারা। তাদের দাবি দেশীয় তামাক শিল্প রক্ষায় এ শিল্পের একমাত্র প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশী কোম্পানীদের আগ্রাসনের হাত থেকে দেশীয় মালিকানধীন তামাক শিল্পের অস্তিত্ব ফিড়িয়ে আনতে এই কর্মসুচী। মাননীয় প্রধানমত্রীর সুদৃষ্টি আকর্ষন করে তারা বলেন, তামাক শিল্পের বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও প্রতিযোগীতামূলক বাজার রক্ষার দাবি জানান তারা। সেই সাথে কম মুল্যে তামাক ক্রয় করে বিদেশে অধীক মুল্যে বিক্রি করে চাষীদের ধবংস করা হচ্ছে বলেও জানান তার। তামাক শিল্পকে বাঁচিয়ে রাখতে চাষীদের বাঁচিয়ে রাখতে হবে বলে দাবিও তোলেন বক্তারা। জানা যায় এই অনশন কর্মসূচী সকাল ১০টা হতে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

কুষ্টিয়া লাহিনীতে পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষককে নির্যাতনের অভিযোগ!

ইসমাম পারভেজ কনক সদর উপজেলার লাহিনী মধ্যপাড়ায় গত দুই বছর আগে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র রতন শেখকে (১৭) নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় নিহতের পিতা আজম শেখ বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩/১৯ইং। পরে মামলাটি অধিকত্বর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়া জেলাকে তদন্তের আদেশ দেয় আদালত। মামলার তদন্তের দায়িত্ব পান পিবিআই এর পুলিশ কর্মকর্তা এসআই মিকাইল হোসেনের ওপর। মামলার তদন্ত শুরু থেকেই লাহিনী মধ্যপাড়ার কিছু মাদক ব্যবসায়ী, চরমপন্থী নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে সাধারণ নিরীহ মানুষদের ধরে নিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করতে শুরু করে। না দিলে চরম নির্যাতন করা হয় ভুক্তভোগীদের। এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার ওই কর্মকর্তার নির্যাতনের শিকার হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া গ্রামের নিরীহ স্কুল শিক্ষক নিজাম উদ্দিন ও তার পরিবার। জানা গেছে, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি নিজাম মাস্টারের বাড়ি সংলগ্ন কালীগঙ্গা নদীর পাড়ে শরীফ বিশ্বাসের পরিত্যাক্ত বাড়ি থেকে স্কুলছাত্র রতনের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির কাছে লাশ পাওয়ার সূত্র ধরেই সেই মাম

ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার

ইসমাম পারভেজ কনক ইসলাম পূর্ব যুগে নারীদেরকে সামাজিকভাবে অত্যন্ত হেয় ও লাঞ্ছিত করা হতো। তাদের সাথে একজন দাসদাসীর সাথে যে আচরণ করা হয়, তার চেয়েও নিকৃষ্ট আচরণ করা হতো। এমনকি কারো যদি মেয়েসন্তান জন্ম নিতো, তাকে জীবন্ত কবর দেয়া ছিল তৎকালীন যুগে একটি সাধারণ ব্যাপার। ইসলাম এসে নারীদের সম্মান দিয়েছে। তাদের হৃত অধিকার ফিরিয়ে দিয়েছে। নবীজি সা. বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। আরেক হাদিসে নবীজি সা. বলেন, ‘যার তিনটি কন্যা সন্তান থাকে বা তিনটা বোন থাকে বা দুটি কন্যা থাকে বা দুটি বোন থাকে; আর সে তাদের সঠিকভাবে লালন-পালন করে ও তাদের ব্যাপারে (অন্তরে) আল্লাহর ভয় রেখে কাজ করে; তার বিনিময় সে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে যাবে।’ (তিরমিজি)   নবীজি সা. বলেন, ‘যার তিনটি কন্যা সন্তান থাকবে আর সে তাদের লালন-পালনের কষ্ট সহ্য করবে এবং সামর্থ্য অনুযায়ী তাদের ভরণ-পোষণ দেবে; কেয়ামতের দিন ওই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক তথা বাধা হয়ে দাঁড়াবে।’ (ইবনে মাজাহ) ফজিলতমূলক নসিহত পেশ করার পর যখন কন্যা শিশুর প্রতি সহিংসতা কিছুটা কমে আসে; তখন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা কর

সৌদি আরবে রেস্টুরেন্টে জরুরী নিয়োগ

ইসমাম পারভেজ কনক সৌদি আরবে রেস্টুরেন্টে জরুরী নিয়োগ করা হচ্ছে।  প্রসেসিং সময় সর্বোচ্চ ১ মাস ফ্লাইট সহ  ভিসার জন্য অগ্রীম কোন টাকা লাগবে না।  সৌদি আরবে একটি গ্রুপ কোম্পানীর অধীনে আকর্ষণীয় বেতন ভাতা সহ কিছু লোক নিয়োগ করা হচ্ছে।  এছাড়াও আবাসিক হোটেল, ফ্যাক্টরি ওয়ার্কার, কার ওয়াশ,রেন্ট এ কার এ লোক নিয়োগ চলছে। পদবী সমূহ- রেস্টুরেন্ট-ওয়েটার/কিচেন হেল্পার  কাজের স্থান - রিয়াদ,দাম্মাম,জেদ্দা (কম্পানি সিলেক্ট করবে)। বেতন-১৪০০+ওটি(প্রচুর টিপস) বাসস্থান+আকামা ফ্রি এবং আহার নিজ।  অন্যান্য সুযোগ সুবিধা সৌদির শ্রম আইন অনুযায়ী।  বয়স- সর্বনিম্ন- ২১ বছর হতে হবে  সর্বোচ্চ-৪০ বছর । শিক্ষাগত যোগ্যতা-এসএসসি পাস হলে ভাল।  জব কন্ট্রাক্ট- ২ বছর (ফ্রি নবায়ন যোগ্য)।  প্রয়োজনীয় ডকুমেন্ট- ১-মূল পাসপোর্ট।  ২-পাসপোর্ট সাইজের ছবি ১০ কপি। ৩-মেডিকেল ফিট কার্ড  ৪-পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (মেডিকেল এর পর)। যারা সৌদি আরব থাকেন এবং এখানে কাজ করতে চান।তারা সরাসরি অফিসে যোগাযোগ করুন।আর যারা দেশের থেকে কাজের জন্য সৌদি যেতে চান।তারা আমার সাথে যোগাযোগ করুন। সাংবাদিক কনক ০১৭১০০৩৩৮৫৮