সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চোখের কালিমা ও বলিরেখা দূর করার ঘরোয়া উপায়।

ইসমাম পারভেজ কনক   বয়স, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস-সহ নানান কারণে চোখের নিচে কালচেভাব ও বলিরেখা হয়। ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চোখের নিচে কালোভাব ও বলিরেখা দেখা দেওয়ার কারণ ও এর প্রাকৃতিক সমাধান সম্পর্কে চোখের চারপাশের কালচেভাব নারী পুরুষ উভয়ের জন্যই চোখের চারপাশের কালচেভাব একটা সাধারণ সমস্যা। এটা হওয়ার পেছনে নানান কারণও রয়েছে। প্রাকৃতিক উপাদানের সাহায্যে এই সমস্যার সমাধান করা সম্ভব। চোখের চারপাশের কালচে দাগ হওয়ার কারণ বয়স: ‘ডার্ক সার্কেল’ হওয়ার অন্যতম প্রধান কারণ হল বয়স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া পাতলা হতে থাকে। আর একারণেই ত্বকের নিচের রক্তনালী স্পষ্ট হয়ে ওঠে। ফলে চোখের চারপাশ কালচে দেখায়। চোখের ওপর চাপ বৃদ্ধি: ‘স্ক্রিন টাইম’ অর্থাৎ  মোবাইল ও কম্পিউটারের স্ক্রিনে বেশি সময় কাটানো চোখের ওপর চাপ বাড়ায়। ফলে চোখের চারপাশের রক্তনালী বড় হয়ে ওঠে। আর কালোভাব দেখা দেয়। পানি শূন্যতা: চোখের চারপাশের কালচেভাব সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হল পানি শূন্যতা। শরীরে পর্য

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন স্ত্রী

ইসমাম পারভেজ কনক পাবনার সুজানগরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। রোববার (৩১ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত শামীমা আক্তার উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের আবদুস ছাত্তার মোল্লার মেয়ে। অন্যদিকে আহত সালমান শেখ একই উপজেরার হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। অনলাইনে কাজ করতে চাইলে পোস্টি পড়ুন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা অভিযোগের বরাত দিয়ে জানান, তিন বছর আগে সালমান শেখের সাথে শামীমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর মধ্যে সালমান গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। পরদিন তাদের মধ্যে ঝগড়া লাগে। এর জের ধরে স্ত্রী শামীমা ভয়ঙ্কর পরিকল্পনা করেন। রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামী সালমানকে খাওয়ান। তিনি

পিটিসি সাইট বা ওয়াইসেন্সে কীভাবে রেজিষ্ট্রেশন করবেন?

ইসমাম পারভেজ কনক   রেজিষ্ট্রেশন প্রক্রিয়া এবার আসল কাজ শুরু। clixsense পলিসি অনুযায়ী সাইটে সাইনআপ করতে হলে আপনাকে কোন রেফারেল আইডি হয়ে রেজিঃ করতে হবে। কেননা, আপনি যখন Referral এবং Advertisement শুরু করবেন সেখানে ইনকাম বৃদ্ধিতে বেশ সহায়ক হবে। রেফারেল না হয়ে  সরাসরি সাইনআপ করতে পারবেন। তবে তা clixsense সার্ভারে  Non Improve ID হিসাবে রেকর্ড থাকবেন। আমি যখন Signup করেছিলাম তখন অন্য একটি Referral আইডির মাধ্যমে Pass করেছিলাম। যাইহোক এবার বিষয়টি আপনার ইচ্ছা কোন পদ্ধতিতে রেজিঃ করবেন! রেজিঃ করতে প্রথমে তাদের সাইটে যান  এখানে ক্লিক করুন। সেখান হইতে সাইনআপে ক্লিক করুন> নিম্নরুপ চিত্র আসবে > যাবতীয় তথ্যাদি পূরন করুন।তবে ইমেইল এবং পাসওয়ার্ড অবশ্যয় মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখুন। First name অংশে নিজের আসল নামের  First name পূরন করে Last name দেন।  Signup  করার পর আপনার ইমেইল একটি লিঙ্ক পাঠাবে।আপনাকে ইমেইল এ গিয়ে ঐ লিঙ্ক কে ক্লিক করে তা অ্যাক্টিভ করতে হবে।তার পর আপনি login এ ক্লিক করে login কারার পর একটি page আসবে। ঐ খানে আপনাকে কিছু  তথ্য পুরন করতে হবে।  payment email  অংশে যে ইমেইল দিয়ে

পিটিসি বা ক্লিকসেন্স বা ওয়াইসেন্সে কীভাবে আয় বৃদ্ধি করবেন?

ইসমাম পারভেজ কনক কিভাবে  কাজ  করবেন এবং আয় বৃদ্ধি করা যাবে? প্রথমে একাউন্ট লগইন করে View Advertisement অংশে ক্লিক করুন > নিচের মত চিত্র পাবেন। এখানে প্রধান কাজ হল আপনাকে একটি একটি করে অ্যাড ক্লিক করে প্রিভিউ দেখে শেষ করতে হবে। প্রতি অ্যাড শো করবে ৫ সেকেন্ড। বিস্তারিত জানতে ক্লিক করুন। আপনি যখন খুশি যত খুশি ক্লিক করতে পারেন না। প্রত্যেকের জন্য ক্লিক বরাদ্দ করা হয়। ভিউ এড বাটণের ওপর দুটি সংখ্যা দেখতে পাবেন, একটি কতগুলি লিংক আছে, অপরটি আপনি কতবার ক্লিক করার সুযোগ পাবেন। এই বাটনে ক্লিক করুন। লিংকগুলি ওপেন হবে। এখানে মূলত ছবির সাথে মিল রেখে ক্লিক করতে হয় যেমন আপনাকে Cat (বিড়াল) এ- ক্লিক করতে বললে তাতে ক্লিক করতে।  প্রতিটি লিংকের জন্য ক্লিক করলে কত টাকা পাবেন সেটা দেখতে পাবেন। সাধারনত .০০১ ডলার থেকে .০২ ডলার পর্যন্ত। পছন্দমত কোন লিংকে ক্লিক করুন। বিড়াল এ ক্লিক করলে তারপর টাইমার শুরু হবে(3 Sec -15-30 Sec) শেষ হলে এই Tab কেটে দিয়ে আবার আরেকটি অ্যাড দেখেন। হতাশ হয়েন না। আপনারা হয় তো ভাবতেছেন যেহেতু RENTED REFERRAL নাই।আর আপনার পক্ষে  DIRECT REFERRAL যোগার করা সম্ভব না তাই এই সাইট এ কাজ করে

বিশ্বের ১ নং পিটিসি সাইট ক্লিকসেন্স বা ওয়াইসেন্স (Clixsense or ysense)

ইসমাম পারভেজ কনক ক্লিকসেন্স সম্পর্কে এক নজরে রিভিউ/পরিচিতি ক্লিকসেন্স বা ওয়াইসেন্স।ক্লিকসেন্সের বর্তমান নাম ওয়াইসেন্স।শুরুতে এর নাম ক্লিকসেন্স ছিল এবং এই ক্লিকসেন্স থেকেয় পিটিসি সাইটের উৎপত্তি ঘটেছে।ক্লিকসেন্স না থাকলে পিটিসি সাইটই হত না। ব্যক্তিগত ধারনা clixsense এর জন্ম না হলে ptc সাইটই আসত না। তাই আমি clixsense কে Father of all ptc site  বলছি। আসলে clixsense এর মাধ্যমেই ptc সাইট চালু হয় ২০০৭ সালে। আপনি যেনে অবাক হবেন যে Clixsense ই একমাত্র  company  যারা আমেরিকাতে tv তে পর্যন্ত  অ্যাড দেয়।clixsense থেকেও হাজার হাজার ডলার কামানো যায়।কিন্তু clixsense এর একটি প্রব্লেম হল এরা RENTED REFERRAL বিক্রি করে না।আপনাকে যা কামাতে হবে সব Direct Referral  এর মাধ্যমে। clixsense এর বর্তমানে  মেম্বার সংখ্যা প্রায় ১ কোটি। একবার চিন্তা করেন একটা ptc সাইট এর মেম্বার প্রায় ১ কোটি। এবং ২০০৭ সাল হইতে পে করে যাচ্ছে। প্রতিদিনে তাদের পে এর পরিমান প্রায় ৮০ কোটির বেশী ট্রানজেকশন হয়ে থাকে। এবং এটি ইউকে কর্তৃক একটি রেজিঃ কোম্পানী। সাধারনত পিটিসি সাইটগুলির বিরুদ্ধে নানাধরনের অভিযোগ থাকে, এই সাইট সেতুলনায় সুনামে

পিটিসি ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় করবেন ?

ইসমাম পারভেজ কনক পিটিসি ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় করবেন ? শুধু বিজ্ঞাপনে ক্লিক করা নয় এছাড়াও পিটিসি সাইট থেকে আয় করার অনেকগুলো উপায় আছে। উপায় গুলো নিচে বিস্তারিত বর্ণনা করা হলোঃ অনলাইন সার্ভে করেঃ  পিটিসি সাইট গুলো আপনাকে বিভিন্ন সার্ভে করার কাজ দেবে। সার্ভে গুলো এমন হবে যে আপনাকে সেখানে কিছু প্রশ্ন করা হবে এবং আপনার সেগুলোর উত্তর দিতে হবে। সার্ভে পুরোপুরিভাবে কমপ্লিট করলে প্রত্যেক 5 থেকে 10 মিনিটের সার্ভের জন্য তারা সবোর্চ্চ ২ থেকে ৫ ডলার দিয়ে থাকে।আর আপনি সাইন আপ করার পরই সার্ভেতে জয়েন করতে পারবেন এবং আপনার নিজের সম্পর্কেয় সাধারণ প্রশ্ন করা হবে।তার সব গুলো সঠিক উত্তর আপনাকে দিতে হবে।তারপর পরবর্তীতে আবার সার্ভে দিবে। বন্ধুদের রেফার করার মাধ্যমেঃ  এসব ওয়েবসাইটে সাধারণত রেফারিং সিস্টেম থাকে। অর্থাৎ আপনি চাইলে কাউকে ওয়েবসাইটে ঢোকার জন্য রেফার করতে পারেন। যদি কেউ আপনার রেফারেল থেকে ওয়েবসাইটে ঢুকে এবং একাউন্ট খুলে সে ক্ষেত্রে আপনি রেফারেল বোনাস পাবেন। বিভিন্ন টাস্ক কমপ্লিট করেঃ  এসব পিটিসি সাইটে বিভিন্ন ধরনের অফার থাকে সেসব অফার থেকে আপনি গেম খেলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে এ

অনলাইনের বাস্তব ইনকাম "পর্ব-০১"।

ইসমাম পারভেজ কনক আপনি যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়  ফ্রিলান্সিং   বা  আউটসোর্সিং এর মাধ্যমে  অনলাইনে আয়  করার চেষ্টা করেছেন। কিন্তু  অনলাইনে আয়  সে তো মরীচিকা, হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এই সেদিন আপনার পাশের বাড়ির কুদ্দুছ বা পরিচিত রহিমও টাকা পয়সার জন্য হা-হুতাশ করতো। কিন্তু  অনলাইনে ইনকাম  করে তাদের জীবন ধারাও পাল্টাতে শুরু করেছে। সারাক্ষণের সঙ্গী হাতের স্মার্টফোন বা মুভি দেখার কম্পিউটার টাই যদি হয়ে যায় আপনার উপার্জনের মাধ্যম, তাহলে নিশ্চয় মন্দ হয় না। আর আপনি যদি পরের অধীনে কাজ না করে স্বাধীন ভাবে আয় উপার্জন করতে চান তাহলে আপনার  ফ্রিল্যান্সিং ক্যারিয়ার   শুরু করার জন্য এই লেখাটি হতে পারে সঠিক দিক নির্দেশনা। পিটিসি সাইটই একমাত্র সহজ এবং নির্ভরযোগ্য সাইট। এখানে আপনি কোন কাজ না পারলেও শুধু মাত্র এখানকার এই লেখাগুলো পড়ে সব কাজ শিখে যেতে পারবেন।আর আপনি যেহেতু নতুন তাই আপনার প্রথমে ইনকাম কম হবে।তারপরেও আপনি প্রতিমাসে ১০০ ডলার বা তার বেশী ইনকাম করতে পারবেন।   পিটিসি সাইট থেকে আয়।  অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০৩।বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন এব

দীঘির সর্বনাশ!

ইসমাম পারভেজ কনক   শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এখনো দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লেখিয়েছেন। এরই মধ্যে দুটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রে দীঘির রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ছয়টি সিনেমায় কাজ করার ঘোষণা দেন। পরপর আরো কয়েকটি সিনেমায় কাজের কথাও শোনা যায়। এরমধ্যে শাপলা মিডিয়ার একটি সিনেমার কাজ শেষ করেছেন দীঘি। কিন্তু ঘোষণার ছয় মাস না পেরুতেই শোনা যাচ্ছে, শাপলা মিডিয়ার বাকি সিনেমাগুলো থেকে বাদ দেওয়া হয়েছে দীঘিকে। শাপলা মিডিয়ার নতুন কোনো সিনেমায় দীঘিকে দেখা যাচ্ছে না। অন্য নায়িকা নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র। পাঁচটি সিনেমা থেকে বাদপড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। সেলিম খান ব

আত্মহত্যায় প্ররোচনাকারী ব্যক্তির বিচারের দাবীতে সংবাদ সম্মেলন।

ইসমাম পারভেজ কনক রিপোর্ট  এস,এম রুলন উদ্দীন স্বাধীন  কুমারখালী,কুষ্টিয়া  কুষ্টিয়ার কুমারখালীতে ফুফুকে আত্মহত্যায় প্ররোচনাকারী ব্যক্তির বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তার ভাতিজা ইমদাদুল হক সনেট। শুক্রবার বিকেলে কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।  সংবাদ সম্মেলনে নিহত নারীর ভাতিজা ইমদাদুল হক সনেট লিখিত বক্তব্যে উল্লেখ করেন গত ১৫ই জানুয়ারি শুক্রবার তার ফুফু নাজমা খাতুন বিষপানে আত্মহত্যা করেন। ঘটনার দিন তার ফুফু পুরাতন চড়াইকোল  বারেক মোড় সংলগ্ন আলেয়ার বাড়িতে এসে ঢলে পড়েন এবং সেখানে থাকা কয়েকজনের কাছে বলেন তার স্বামী হাসান শেখ দীর্ঘদিন ধরে তার সাথে দুর্ব্যবহার ও শারীরিকভাবে নির্যাতন করে একথা বলেই তিনি অচেতন হয়ে পরেন। স্থানীয়রা তাকে ভ্যানযোগে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বিষ মুক্ত করার জন্য  ওয়াশ করে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যাবার পথে আলাউদ্দিন নগর নামক স্থানে পৌঁছে  তিনি  মারা যান। তার  ছোট ফুপা হাসান শেখ  নিজের দোষ ঢাকতে তার ছোট ফুফু নাজমা খাতুনের লাশ তাদের বাড়িতে পাঠিয়ে দেন। সে সময় বাড়িতে তার অসুস্থ মা ছাড়া আর

কুষ্টিয়ায় করোনার টিকা পৌঁছেছে, প্রথম ধাপে টিকা পাবেন ৩০ হাজার জন।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ায় পৌঁছেছে করোনার টিকা। সিভিল সার্জন কার্যালয়, ২৯ জানুয়ারি কুষ্টিয়ায় পৌঁছেছে করোনার টিকা। সিভিল সার্জন কার্যালয়, ২৯ জানুয়ারি ভোরের আলো ফোটার আগেই সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় টিকা বহনকারী গাড়িটি। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় গাড়ি থেকে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) নামানো হয়। আগামী ৭ ফেব্রুয়ারির পর কুষ্টিয়ায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘খুলনা বিভাগে প্রথম জেলা হিসেবে টিকা গ্রহণ করা হলো। প্রথম চালানে যে টিকা পাওয়া গেছে তাতে ৩০ হাজার মানুষকে দেওয়া যাবে। একই দিন মেহেরপুরসহ আরও পাঁচটি জেলায় এই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।’সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এসব টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঁচটি ফ্রিজ প্রস্তুত রাখা ছিল। উপজেলা পর্যায়েও এ রকম ফ্রিজ প্রস্তুত রাখা আছে। প্রথম চালানে শুক্রবার ভোরে ৫টি কার্টন পাওয়া গেছে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। প্রতিটি কার্টনে ১২ হাজার ডোজ টিকা আছে। এই টিকা ৩০ হাজার মানুষকে দেওয়া যাবে। টিকা দিতে কর্মীদের প্রশিক্ষণ দ

নিঁখোজের ১০ দিন পর মিললো যুবকের লাশ!

ইসমাম পারভেজ কনক নিখোঁজের ১০দিন পর কুষ্টিয়ার তালবাড়িয়া বালুর ঘাট থেকে  মিললো যুবকের লাশ। কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর মিরপুর তালবাড়িয়া বালুর ঘাট থেকে জাহাবুল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি'র শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। জানা যায়, জাহাবুল গত ১৯ জানুয়ারি স্টিয়ারিং ট্রলি নিয়ে ইবি থানাধীন কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৭০

মিরপুরে ভ্রাম্যমান আদালতে ৬ জনের কারাদণ্ড।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত বড় ধরনের চুরি করার প্রচেষ্টার অপরাধে কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের সাহাবুল (৩০),খাজানগর গ্রামের ফিরোজ হোসেন(৪৫),বড় আইলচারা গ্রামের লিটন(৪০), শাইন(৩৫),সুরুজ(৩০) ও মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া গ্রামের শফিকুল (৩৫)কে ০৪/২০২১নং মামলায় দন্ডবিধি ৩৫৬ ধারা অনুসারে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় মিরপুর থানার আহাম্মদপুর ক্যাম্পের এএসআই সাইদুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য চোর চক্র কে মিরপুর উপজেলার পোড়াদহের হাড়ু মোড় থেকে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় আহাম্মদপুর ক্যাম্প পুলিশ আটক করে। আটক করার সময় তাদের কাছ থেকে চুরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। পুলিশ বলছে তারা নিয়মিত চুরি ও মাদক সেবন করে আসছে।

আজকের চাকরীর খবরের।

ইসমাম পারভেজ কনক আজ ২৯ জানুয়ারী ২০২১ শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর। লক্ষ বেকারের প্রিয় পত্রিকা। পড়ুন ও প্রয়জনে ডাউনলোড করুন।

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে বর্তমান ডিসি মো.আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মাঠ প্রশাসনে রদবদলে দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলা গুলো হলো, কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙামাটি, জামালপুর ও ভোলা।

অল্প বয়সে বড় বাটপার!

ইসমাম পারভেজ কনক এইচ এম সাকিব মাহমুদ বা সাকিব ফারহান,অল্প বয়সে বড় ধান্দাবাজ! এইচ এম সাকিব মাহমুদ বা সাকিব ফারহান।এই ছেলেটি বিশাল বড় ধান্দাবাজ।অনলাইনে কাজ দেয়ার মাধ্যমে এবং অনলাইনে কাজ দিবে বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।এ যে সাইটে কাজ করে।সে সাইটের টাকা উঠানোর কোন প্রমাণ দিতে পারে না।কিন্তু মিথ্যা কথা বলে যে,সে টাকা পায় এবং অনেক বর অর্থ আয় করে।আসুন দেখি সে কীভাবে টাকা উপায় করে? আমি তার প্রফাইল চেক করছি।সেখানে লেখা আছে সে পাগল।গ্রুপে তার পোস্ট আছে।সেখানে সে পোস্ট করছে,ফরসেজ একাউন্ট খুলার জন্য ৫০ টাকা ফির কথা বলছে।যেইটা তার বাটপারী ইনকাম।সে যে সাইটে একাউন্ট খুলে কাজ করার কথা বলছে এবং টাকা উপার্জন করা যাবে বলছে,সেইটা সম্পূর্ণ ফেইক।যেইটা সম্পূর্ণ ভাবে ভুয়া।কোনদিনও এই সব সাইট টাকা পেমেন্ট করে না। আর সাকিব যে টাকা উঠিয়েছে সেইটার প্রমাণ দিতে পারে নাই।সে ৭৩৮ ডলারের স্ক্রিনসট দেখিয়ে সবাইকে বুঝায়।এইটা শুধু দেখায় যায়।কোনদিনও এই টাকা উঠানো সম্ভব না।এই রকম ডলার ইনকাম সাইট অনেক আছে।যেমন- ভিডিও দেখে ডলার ইনকাম।আপনি প্রতিদিন ৫০০ ডলার ৫ ঘন্টার ভিডিও দেখে ইনকাম করতে পারবেন।কিন্তু এইটা শুধু দেখ

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনকে বদলি করা হয়েছে।

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম (১৫২৭১) কুষ্টিয়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসলাম হোসেন কে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

কুষ্টিয়ায় স্কুলের ভবন বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক !

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলের ভবন বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক !  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউপির পদ্মার চর এলাকায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবনসহ মালামাল বিক্রয় করে দেবার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপোরে ঐ শিক্ষকের শাস্তি দাবী করে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে। প্রাপ্ত অভিযোগে জানাযায়, উপজেলার চিলমারী ইউপির ৪২ নং বাজুমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপিতির সাথে যোগ সাজস করে নদীগর্ভে বিলীন হবার দোহায় দিয়ে একটি রঙীন টিন সেড ঘর, টিনসেড ঘরের পুরাতন টিন সহ অন্যান্য মালামাল কোন রকম নিলাম ছাড়াই গোপনে ৭ লক্ষ ৩০ টাকায় বিক্রয় করে দিয়েছেন এবং ২০১৯ ও ২০২০ সালের স্লিপ প্রকল্প এবং বৃহৎ ও ক্ষুদ্র মেরামতের জন্য ২ লক্ষ ৮০ হাজার টাকা কোন কাজ না করেই আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।  অপরদিকে একইভাবে নিলাম ছাড়াই ফিলিপনগর ইউপির ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া একটি টিনশেড ঘর সাড়ে ৬ লক্ষ টাকায় বিক্রয় করে দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত

কুষ্টিয়ার পুলিশ সুপার কুষ্টিয়ার জন্য আশীর্বাদ।

ইসমাম পারভেজ কনক   গত আড়াই বছরে একটি ভাল কাজও করেননি কী কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এসএম তানভীর আরাফাত পিপি এম বার ?  ১.গত আড়াই বছরে কুষ্টিয়া থেকে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন করেছেন। এতে করে মাদক ব্যবসা কমেছে। ২. পুলিশের অভ্যন্তীরন ঘুষ লেনদেন বন্ধ করেছেন। ৩. পাসপোর্টের তদন্ত ৩ দিনের মধ্যে দেয়ার ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে অর্থ লেনদেন বন্ধ করেছেন। ৪. ৭টি থানাকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় এনেছেন। থানায় এসে যাতে কেউ হয়রানী না হয় সে ব্যবস্থা করেছেন। ৫. মামলায় দ্রুত সময়ের মধ্যে চার্জশীট দেয়ার ব্যবস্থা করেছেন। ৬. ওয়ারেন্টের আসামী গ্রেফতারে নানা ব্যবস্থা নিয়েছেন। ৭. মামলা নিস্পত্তি ও বিচারকাজ দ্রুত করতে স্বাক্ষী হাজিরায় খুলনা বিভাগের মধ্যে নজির স্থাপন করেছেন। ৮, চাঞ্চল্যকর মামলা দ্রুত চার্জশীট দেয়ার ব্যবস্থা করেছেন। ৯.সাধারন মানুষ যাতে মিথ্যা মামলায় হয়রানী না হয় সে জন্য থানাগুলোকে নির্দেশনা দিয়েছেন। এতে করে হয়রানী কমেছে। ১০. পুলিশের বদলি বাণিজ্য বন্ধ করেছেন। ১১. সেবা সহজতর করতে ই-সেবা চালু করেছেন। ১২. পুলিশের দুর্নীতিবাজ ও মাদক সেবনকারী অফিসার ও সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়ে

বিবাহিত বন্দির সঙ্গে কারাগারে স্ত্রীর/স্বামীর সময় কাটানোর সুযোগ থাকা উচিত।

ইসমাম পারভেজ কনক সম্প্রতি হলমা’র্ক কেলেঙ্কারির অন্যতম হোতা তুষারের ঘুষের বিনিময়ে কারাগারে নারীসঙ্গ নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জ’ড়িতদের বি’রুদ্ধে ব্যবস্থাও নেওয়া শুরু হয়েছে। অ’নৈতিক লেনদেনের বিনিময়ে প্রচলিত আইন অমান্য করে কারাগারে নারীসঙ্গ নিয়ে যে সমালোচনা হচ্ছে তা যথার্থ। তবে কারাগারে ব’ন্দিদের সঙ্গে স্ত্রী’/স্বামীর সময় কা’টানোর সুযোগ থাকা উচিত বলে মত দিয়েছেন প্রখ্যাত ইস’লামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে ইস’লামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন।সেখানে তিনি লিখেছেন- একজন ব’ন্দির এ সংশ্লিষ্ট অধিকার বিষয়ে ইস’লামের দৃষ্টিভঙ্গি ও দুটি প্রস্তাবনা তুলে ধরতে চাই। ব’ন্দি অ’ভিযু’ক্ত কিংবা দোষী সাব্যস্ত যা-ই হোন না কেন, মৌলিক মানবিক অধিকার থেকে থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এ নিয়ে কারো দ্বিমত নাই।বিবাহিত ব’ন্দির নৈতিক ও চারিত্রিক অধ:পতন রোধ এবং মানসিক বিকাশের প্রয়োজনে স্ত্রী’র সম্মতি সাপেক্ষে, সংশ্লিষ্ট জে’লকোড ও শর্তাবলী অনুসরণ করে নির্ধারিত বিরতিতে স্ত্রী’র সাথে একান্তে সময় কা’টানোর সুযোগ থাকা উচিত বলে মনে করেন বেশিরভাগ ইস’লামিক

কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়াতে লাশ উদ্ধার।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার কুমারখালী বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে শষ্যক্ষেত থেকে আমিরুল (৪৪) নামের এক কৃষকের লাশ উদ্ধার ।

কুষ্টিয়ার এসপিকে আদালত ‘কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে’।

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে নাগরিকের সুরক্ষা দেওয়া; সে যে–ই হোক না কেন। কুষ্টিয়ায় যে পরিবেশ বিরাজ করছে, পত্রপত্রিকায় যেভাবে এসেছে, তা যদি বাস্তব চিত্র হয়, এটি হবে ভয়ংকর। ২০ জানুয়ারি আদালতের নির্দেশ অনুসারে আজ সোমবার সকালে এসপি তানভীর আরাফাত উপস্থিত হন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বেলা পৌনে ১১টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী শুনানি চলে। আদালতে আইনজীবীর মাধ্যমে পুলিশের এই কর্মকর্তা নিঃশর্ত ক্ষমার আরজি জানান। আদালত কুষ্টিয়ার পুলিশ সুপারে উদ্দেশে আরও বলেন, ‘কে কোন দল, মত, আদর্শের উত্তরাধিকার, এটা বিবেচ্য বিষয় আপনার নয়। কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে।’ হাইকোর্ট বলেন, ‘পুলিশ কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনার কার্যক্রমের মাধ্যমে সবকিছুর সমন্বয় সাধন করে কুষ্টিয়ায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবেন, যাতে পুলিশ ভীতিকর না হয়ে বন্ধু হয়। আপনাদের মূলমন্ত্র দ