সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট ১০, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নতুন গণবিজ্ঞপ্তি

ইসমাম পারভেজ কনক আগামী ১১ আগস্ট ২০২১ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত । Online Job অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।

আদালতে কান্না শেষে সবার উদ্দেশ্যে যা বললেন পরীমণি

ইসমাম পারভেজ কনক  মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বহুল সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি আজও আদালত প্রাঙ্গণে কাঁদলেন। রিমান্ড শুনানি চলাকালীন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদছিলেন আর চশমার নিচ দিয়ে চোখ মুছছিলেন। আদালত থেকে চলে যাওয়ার সময় পরীমণি বলেন,  আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর আপনারা হাসছেন। জানা যায়, আজ মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে লিফটে উঠার আগে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে এই কথা বলেন উৎকন্ঠিত ও বিমর্ষ পরীমণি। এর আগে পরীমণিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন। চারদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমণির ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও এই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানা গেছে।   জানা যায়, রিমান্ড শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো পরীমণি  চশমার নিচে হাত দিয়ে চোখ মুছছিলেন। প্রযোজক নজরুল ইসলাম রাজ ছিলেন খুব

পরীমণিকে দুই ও রাজকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর

ইসমাম পারভেজ কনক  মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণিকে আবারও জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে তাকে আরও পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু শুনানি শেষে আদালত পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জর করেন। অন্যদিকে, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম রাজের আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, আজ সোয়া ১২টার দিকে পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজিরা করা হয়। এর আগে মাদক মামলায় তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করেছে সিআইডি। Online Job অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।

অনলাইনে ইনকামের নামে জুয়া খেলা

ইসমাম পারভেজ কনক Melbet ভারতের হলেও বাংলাদেশে এর জনপ্রিয়তা সব থেকে বেশী।আর অতিরিক্ত ইউজারদের কারণে এরা বিকাশ এবং নগদের মাধ্যমে জুয়ার সেবা শুরু করেছে।কিন্তু বর্তমানে এদের জুয়ার বাটপারীতে বিকাশ লেনদেন বন্ধ করে দিয়েছে। Melbet এর Updated Date: 2020-09-24T01:09:32Z Creation Date: 2012-09-18T13:51:19Z Registrar Registration Expiration Date: 2022-09-18T13:51:19 Melbet এর জন্ম ২০১২ সালে এবং বাংলাদেশে সাফল্যের সাথে পদার্পণ করে ২০১৫ সালে।এখানে এমন কোনো জিনিস বা বিষয় নাই।যেইটায় জুয়া খেলা হয় না।এখানে থেকে জুয়ারীরা খেলার খবর ভালই রাখতে পারে।বর্তমানে বাংলাদেশ vs অস্ট্রেলিয়ার খেলার জুয়ার আসর খুব সাফল্যের সাথে চলতেছে।এখানে বিশাল বড় ক্যাসিনো সিস্টেম আছে।যার মাধ্যমে সবাই জুয়ার নেশায় মেতে থাকতে পারে।এই সাইটে বাংলাদেশের অনেক অনেক মানুষ জুয়া খেলে ইনকাম করে এবং অনলাইনে কাজ করে বলে গল্প বলে। বর্তমানে এই সাইটে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এ নগদের সাথে লেনেদেন আছে।তাছাড়া অন্য অনেক মাধ্যমে অনলাইনে টাকা ডিপোজিট করা এবং উঠানো যায়।এটি অনেক বড় জুয়ার আসর।প্রতিনিয়ত অনেক বিজ্ঞাপনও দেখায়।এখানে কোনো রেফারেল সিস্টেম নাই এব