সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী ২৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বঙ্গবন্ধুর সমাধিতে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম এর শ্রদ্ধা নিবেদন।

ইসমাম পারভেজ কনক বঙ্গবন্ধুর সমাধিতে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম এর শ্রদ্ধা নিবেদন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ খাইরুল আলম। অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবতা পালন করেন। এর আগে ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।  অতঃপর পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় সমাধি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় খুলনা রেঞ্জের বাগের হাট জেলার নবাগত এসপি কে এম আরিফুল হক, নড়াইল জেলার নবাগত এসপি প্রবীর কুমার রায় পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের অভিযান বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস ইসলাম এর নেতৃত্বে গত শনিবার রাত ৯টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার  লালন শাহ সেতু চত্বরে চেকপোষ্ট চালালে জাহিদুল ইসলাম (৪৭) নামে একজন কে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ইয়াবা, নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ও মোটর সাইকেল সহ আটক করেন। এই ঘটনায় ভেড়ামারা থানায় অস্ত্র আইন ও মাদক পৃথখ পৃথক ২টি মামলা করা হয়েছে।  ঘঠনা সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা লালন সেতু গোল চত্বরে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জুলহাস ইসলামের নেতৃত্বে চেক পোষ্ট চলে। চেক পোষ্ট চলাকালীন ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া মৃত গোলাম মোস্তফার ছেলে জাহিদুল ইসলাম (৪৭) এর মোটর সাইকেল থামাতে বললে সে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এই সময় হাইওয়ে পুলিশের চৌকষ দল চ্যালেঞ্জ করে গাড়ির গতিরোধ করে। তার মোটর সাইকেল নং— কুষ্টিয়া—হ—১৫—০৭৯১। এই সময় তার বডিতে থাকা ১১ পিস ইয়াবা, নগদ ১লক্ষ ২০ হাজার টাকা, কোমর থেকে একটি বিদেশী পিস্তল ও ৭রাউন্ড গুলি উদ্ধার করা হয়।