সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন ২১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় ৩ দিনে ২৪ করোনা রোগীর মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ১৯ জুন শনিবার সকাল ৮ টা থেকে ২০ জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত দশজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরআগে ১৮ জুন শুক্রবার দিবাগত রাত ১ টা থেকে ১৯ জুন শনিবার সকাল ৭ টার মধ্যে আরো সাত রোগীসহ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন রোগী। আজ ২১ জুন রবিবার আরও ৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা রোগী ও সংক্রমণ ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণাসহ চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির জন্য রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে হাসপাতালের তত্ববধায়ক ডাক্তার আব্দুল মোমেন চিঠি দিয়েছেন। করোনা রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিষ্টসহ জনবল বৃদ্ধি ও অক্সিজেন কনসেনট্রাটর-২৫, পালস্ অক্সিমিটার-১০০ জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য ওই চিঠিতে অনুরোধ করা হয়। এদিকে এ হাসপাতালে ননকোভিড রোগী ভর্তি ও চিকিৎসা সংকুচিত করে ডায়াবেটিক হাসপাতালে বিকল্প ব্যবস্থায় চিকিৎসার উ

কুষ্টিয়ার জোতপাড়া গ্রামে বিষপানে শামীম নামের এক যুবকের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলার উত্তর জোতপাড়া গ্রামের রজব আলী কটার  ছেলে হাসমত আলী  ওরফে শামীম  (১৯.০৬.২০২১) আনুমানিক  বিকেল ৫.৩০ মিনিটে  কুষ্টিয়া সদর হাসপাতালে  ইন্তেকাল করেন। জানা যায়,পারিবারিক কলোহের জেড়ে শামীম এক পর্যায়ে বিষপান করেন।বিষপানের পর তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে সত্যই কি পারবারিক কলোহের জেড়ে বিষপান করে শামীম মারা গেল,নাকি অন্য কোনো কারণ আছে।সেইটা এখনও রহস্যই রয়ে গেছে।