সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই ১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লকডাউনে গরিব মানুষ খাবে কী?

ইসমাম পারভেজ কনক দরিদ্র মানুষের জন্যে খাদ্য সহায়তা নিশ্চিত না করেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী ‘কঠোর লকডাউন’ দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, খাদ্য সহায়তা ছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি দরিদ্র মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হবে না। তাই খাদ্য সহায়তা ছাড়া ঘোষিত এই লকডাউন আদৌ কার্যকর করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে সরকারের এ সিদ্ধান্ত ‘যথাযথ’ হয়নি বলে মনে করছেন তারা। একইসঙ্গে কোভিডের অভিঘাতে আর্থিকভাবে জর্জরিত এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠন ও শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করে বলা হয়, এর বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে। এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে মামলা, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে। ফলে কার্যত এই লকডাউনে দরিদ্র

কুষ্টিয়ার ইবিতে লকডাউনে গাছ চুরি,বনবিভাগের অনুসন্ধান!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া ইবি থানাধীন ১১নং আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর জিকে ক্যানেলের ১২ টি সরকারি গাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। ১ জুলাই সকালে বৃষ্টির মধ্যে ওই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জিকে ক্যানেলের ওই সরকারি গাছের উপকার ভোগীর সভাপতি আব্দুর রশিদ (৫০) ও সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন পল্টু (৪৮) সহ তার ভাতিজা মহিদ ইসলাম (৩৫), সুরুজ হোসেন(৩৫), তাইজাল হোসেন মুহুরী ৩৪) এই গাছ কর্তন করেছেন। ওই কাজগুলো ত্রিবেনীর নিজাম উদ্দিন ক্রয় করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে তিনি গাছগুলো কোথায় রেখেছেন এখন পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। সরকারি গাছ কর্তন করা হয়েছে এমন খবর বন বিভাগের কাছে পৌঁছালে তাৎক্ষণিকভাবে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং যে গাছগুলো কাটা হয়েছে তার অবশিষ্টাংশ মেজারমেন্ট সহ গাছগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।  বনবিভাগ জানান, আমরা ১২ টি গাছ কাটার নমুনা পেয়েছি, গাছগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে বলে জানান তারা। এই গাছ কাটার