সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুষ্টিয়ায় করোনায় আরও ৮ জনের মৃত্যু,মোট ১৯৮

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা রোগী ও উপসর্গে চারজন মারা যান। হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৯৮। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৮০ জন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৩ শতাংশ। কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বগতি থামছে না। হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৬১ হাজার ২৮৬ জনের সংগৃহীত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৭ হাজার ৫৩৭ জন করোনা শনাক্ত হন। এদের মধ্যে ৫ হাজার ৪০৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা গ্রহন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন। হাসপাতালে এখন মোট ভর্তি রোগী সংখ্যা ১৫৪ জন। এদিকে রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক-নার্সদের হিমশিম অবস্থা। ক্রমবর্ধমান বাড়তি রোগী জন্য অক্সিজেন সংকট আশংকা করা হচ্ছে। তবে করোনা রোগীর জীবন বাঁচাতে ও অক্সিজেন সংকট নিরসনে সম্প্রতি কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ দুই দফায় ২০০ অক্সিজেন সিলিন্ডার হাসপ

কুষ্টিয়ার বংশীতলায় শিশু সৈকত হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ এলাকাবাসীর

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া শিশু সৈকত ইসলাম সকাল হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বংশিতলা মোড়ে এলাকার নারী-পুরুষের অংশ গ্রহনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিশু সৈকত ইসলাম সকালকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক জন আসামীকে গ্রেফতার করলেও বাকি আসামীদের গ্রেফতারে গড়িমোসি করছে এবং হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাছে একটি প্রভাবশালী মহল। মানববন্ধন থেকে এলাকাবাসী শিশু সৈকত ইসলাম সকাল হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবিও জানান। পরে বংশিতলা মোড় থেকে শিশু সৈকতের বাড়ী পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। উল্লেখ্য, গড় মে মাসের ২৭ তারিখে শিশু সৈকত ইসলাম সকালের ঘার ভাঙ্গা লাশ পাশের বাড়ীর একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ায় শিশু সৈকত হত্যার দ্রুত বিচারের জন্য এলাকাবাসীর মানববন্ধন

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া শিশু সৈকত ইসলাম সকাল হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বংশিতলা মোড়ে এলাকার নারী-পুরুষের অংশ গ্রহনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিশু সৈকত ইসলাম সকালকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক জন আসামীকে গ্রেফতার করলেও বাকি আসামীদের গ্রেফতারে গড়িমোসি করছে এবং হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাছে একটি প্রভাবশালী মহল। মানববন্ধন থেকে এলাকাবাসী শিশু সৈকত ইসলাম সকাল হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবিও জানান। পরে বংশিতলা মোড় থেকে শিশু সৈকতের বাড়ী পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। উল্লেখ্য, গড় মে মাসের ২৭ তারিখে শিশু সৈকত ইসলাম সকালের ঘার ভাঙ্গা লাশ পাশের বাড়ীর একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ার ঝাউদিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর নারী কেলেঙ্কারির অভিযোগ

ইসমাম পারভেজ কনক ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন শিশির এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ। কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের বৌদ্ধনাথপুর গ্রামে দুবাই প্রবাসী রেজাউলের স্ত্রীর সাথে শুক্রবার রাত আনুমানিক ১০. ৩০ মিনিটে অনৈতিক কার্যক্রমের সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। পরবর্তীতে জনগণের হাতে চড় থাপ্পড় খেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ঝাউদিয়া ইউনিয়নের নব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন শিশির। ইতিপূর্বে তিনি অসংখ্য নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে আফজাল হোসেন শিশির।প্রথম স্ত্রীর সাথে ৬ বছর সংসার করার পর নারী কেলেঙ্কারির কারণে ডিভোর্স হয়। পরে আরেকটি বিয়ে করে এখন তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছে। এভাবেই যদি তিনি একের পর এক নারী কেলেঙ্কারির সাথে নিজেকে জড়িয়ে ফেলে । তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে জনগণের কি সেবা দেবেন তিনি, জনমনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এ ব্যাপারে আফজাল হোসেন শিশিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সম্পূর্ণ বিষয়ট

হরিনারায়ণপুর মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড'র লাশ দাহ করতে আসেনি পরিবার

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার হরিনারায়ণপুর এলাকার বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড করোনায় আক্রান্ত মারা গেছেন। কিন্তু দাহ করতে আসেনি পরিবারের কেউ! পরে মরদেহ দাহ করার জন্য ওই এলাকার জঙ্গলী ব্রিজের উপর গেলে সেখানে মঙ্গলকুন্ডল মরদেহর গাড়ি আটকে দেয় এলাকাবাসী। পরে প্রায় দেড় কিলোমিটার মরদেহ ঘাড়ে করে বহন করে শ্মশানে নিয়ে আজ দুপুরে সৎকার সম্পন্ন করেন খেদমতে খলক ফাউন্ডেশনের উলামারা।

রোনালদোর জোড়া পেনাল্টিতে নকআউটে পর্তুগাল

ইসমাম পারভেজ কনক রোনালদোর জোড়া পেনাল্টিতে নকআউটে পর্তুগাল ঠিক যেন ২০১৬ সালের ইউরো কাপের পুনরাবৃত্তি। সে আসরের মতো এবারও গ্রুপপর্বে তৃতীয় হয়ে নকআউটের টিকিট পেল পর্তুগাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে পৌঁছে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। বরাবরের মতো এবারও দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। তার জোড়া গোলেই ফ্রান্সের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে পর্তুগাল, পেয়েছে নকআউটের টিকিট। ফ্রান্সের পক্ষে গোল দুইটি করেছেন করিম বেনজেমা। এফ গ্রুপের শেষ ম্যাচটিতে পুরো সময়টায় সমানে সমান লড়েছে পর্তুগাল ও ফ্রান্স। পুরো ম্যাচে সমান ৫টি করে শট লক্ষ্যে রেখেছে দুই দল, বল দখলের লড়াইয়েও প্রায় সমান ছিল দুই দলের অবস্থা। আর শেষ পর্যন্ত গোলের সংখ্যাও সমান হওয়ায় অমীমাংসিত থেকে গেছে ম্যাচ। ম্যাচে রোনালদোর দুইটি গোলই ছিল পেনাল্টি থেকে। অন্যদিকে বেনজেমা নিজের প্রথম গোলটি করেছেন স্পট কিকে। ইউরো কাপের এক ম্যাচে প্রথমবারের মতো ঘটল এক ম্যাচে তিন পেনাল্টির ঘটনা। ইউরো কাপের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া পেনাল্টির রেকর্ড গড়েছেন র

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ইসমাম পারভেজ কনক আআওয়ামীলীগের দলীয় পতাকাঃছবি সংগৃহীত  বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সেই বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই ৭৩ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণে জনপ্রিয়তা অর্জন ও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আওয়ামী লীগ। বারবার হোঁচট খেয়ে দলটি শেখ হাসিনার নেতৃত্বে এখন যতটুকু শক্তিশালী, তা যে কোনো রাজনৈতিক দলের জন্য ঈর্ষণীয়। উপমহাদেশের রাজনীতিতে গত ছয় দশকেরও বেশি সময় ধরে অবিভাজ্য ও অবিচ্ছেদ্য স্বত্ব হিসেবে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে আওয়ামী লীগ। এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। দলটির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেই এটি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি যখন ইতিহাসের সবচেয়ে ‘সু

কুষ্টিয়ায় ৩ দিনে ২৪ করোনা রোগীর মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ১৯ জুন শনিবার সকাল ৮ টা থেকে ২০ জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত দশজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরআগে ১৮ জুন শুক্রবার দিবাগত রাত ১ টা থেকে ১৯ জুন শনিবার সকাল ৭ টার মধ্যে আরো সাত রোগীসহ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন রোগী। আজ ২১ জুন রবিবার আরও ৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা রোগী ও সংক্রমণ ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণাসহ চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির জন্য রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে হাসপাতালের তত্ববধায়ক ডাক্তার আব্দুল মোমেন চিঠি দিয়েছেন। করোনা রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিষ্টসহ জনবল বৃদ্ধি ও অক্সিজেন কনসেনট্রাটর-২৫, পালস্ অক্সিমিটার-১০০ জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য ওই চিঠিতে অনুরোধ করা হয়। এদিকে এ হাসপাতালে ননকোভিড রোগী ভর্তি ও চিকিৎসা সংকুচিত করে ডায়াবেটিক হাসপাতালে বিকল্প ব্যবস্থায় চিকিৎসার উ

কুষ্টিয়ার জোতপাড়া গ্রামে বিষপানে শামীম নামের এক যুবকের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলার উত্তর জোতপাড়া গ্রামের রজব আলী কটার  ছেলে হাসমত আলী  ওরফে শামীম  (১৯.০৬.২০২১) আনুমানিক  বিকেল ৫.৩০ মিনিটে  কুষ্টিয়া সদর হাসপাতালে  ইন্তেকাল করেন। জানা যায়,পারিবারিক কলোহের জেড়ে শামীম এক পর্যায়ে বিষপান করেন।বিষপানের পর তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে সত্যই কি পারবারিক কলোহের জেড়ে বিষপান করে শামীম মারা গেল,নাকি অন্য কোনো কারণ আছে।সেইটা এখনও রহস্যই রয়ে গেছে।

সিলেটি আঞ্চলিক ভাষার ১০০টি গুরুত্বপূর্ণ শব্দাবলি।

ইসমাম পারভেজ কনক ০১. ঝিনুক: খাফনা ০২. শ্বশুর: হৌর ০৩. শাশুড়ি: হউরি ০৪. ভাসুর: ভাউর  ০৫. দেবর: দেওর ০৬. কনে: খইন্না ০৭. বর: দামান  ০৮. ছেলে: ফুয়া  ০৯. মেয়ে: ফুরি ১০. বাচ্চা: হুরুত্তা/ফুরুতা/ বতাই ১১. নবজাতক: গেদা ১২. পুরুষ: বেটা  ১৩. মহিলা: বেটি  ১৪. রাতজাগা: উজাগরি ১৫. ষাঁড়: ডেখা/বিছাল ১৬. বোয়াল মাছ: গুয়াল মাছ  ১৭. প্রেসক্রিপশন: ছিলিফ ১৮. সকাল: বিয়ান ১৯. দুপুর: দুইফর/মাদান ২০. সন্ধ্যা: হাইঞ্জা ২১. বোকা: বিয়াখল/বিয়াক্কল ২২. চালাক: বিটিশ/ব্রিটিশ ২৩. ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা: গোঙ্গানি ২৪. ছিদ্র: ফোক্কা/ফুর  ২৫. গর্ত: গাত ২৬. কাদা: ফেখ ২৭. মহিষ: ভইস ২৮. কুকুর: কুত্তা ২৯. বিড়াল: বিলাই/মেকুর ৩০. বোলতা: বলা ৩১. কেঁচো: কুইচ্চা ৩২. চিংড়ি: ইছা ৩৩. টাকি মাছ: ছেং মাছ ৩৪. পা: ঠেং ৩৫. থুতনি: থুতা ৩৬. টাকনু: মুরা ৩৭. থুতু: ছেব/ছেফ ৩৮. মাথা: খল্লা ৩৯. কাঁথা: খেতা ৪০. সকল: হক্কল/সখল/সব ৪১. মিথ্যা: আন্দু/আন্তাজি ৪২. ঘুড়ি: গুড্ডি ৪৩. হঠাৎ: আখতা  ৪৪. জঙ্গল: আড়া ৪৫. শিং মাছ: হিঙ্গি ৪৬. ফিসফিস: কানাকানি  ৪৭. কী: কিতা  ৪৮. শিম: উড়ি ৪৯. বরবটি: রামাই/লুবি/লগই উরি ৫০. সুপারি: গুয়া ৫১. পেয়ারা: সফরি ৫২. পেঁপে: কয়ফ

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট কি জায়েজ? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

ইসমাম পারভেজ কনক প্রযুক্তির এই যুগ জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে। অল্প কথা অনেক কাজ সারা যায়, ইঙ্গিতে একটি পূর্ণ বাক্যের কাজ সম্পন্ন হয়ে যায়। সোশ্যাল মিডিয়া যোগাযোগকে করে দিয়েছে অনেকটাই সহজতর। ফেসবুকে এখন অনেককিছুই সংক্ষেপে বলা যায়। তেমনই একট্টি পদ্ধতি ইমোজি। এই ইমোজির সঙ্গে যুক্ত হয়েছে হাসির সাইন। কেউ যদি কোনো পোস্টে হাসি দিতে চান সেক্ষেত্রে নির্দিষত সাইন ব্যবহার করলে তা হয়ে যায়। এটিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলা হয় হা হা রিয়েক্ট। এই রিয়েক্ট বা প্রতিক্রিয়া নিয়ে কথা কথা বলেছেন শায়খ আহমাদুল্লাহ।   এক ভিডিওতে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো পোস্ট বা কমেন্ট করলে তাকে তাচ্ছিল্য ও বিদ্রূপ করার জন্য আমরা হা হা রিয়েক্ট দিয়ে থাকি। যদি শুধু মজা বা রসিকতা করে এমন রিয়েক্ট দিয়ে থাকি এবং যার পোস্টে করছি, তিনি নিজেও এটিকে মজার ছলে নেন, তা হলে সেটি ভিন্নকথা; কিন্তু যদি এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে পোস্টদাতাকে তাচ্ছিল্য বা বিদ্রূপ করা, তা হলে এটি হারাম ও সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুরা হুজরাতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তোমাদের কেউ যেন অন্য

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত সরকারের

ইসমাম পারভেজ কনক ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত   নিয়েছে সরকার। রোববার (২০ জুন) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে চাঁদা আদায় করা যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলেও জানান তিনি।

উপবৃত্তির অর্থে প্রতারক চক্রের হাত

ইসমাম পারভেজ কনক হাসান ও শামীমা ভাইবোন। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার চর মাঘারদিয়া গ্রামে। তারা পড়ে পবার চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হাসান পঞ্চম আর শামীমা তৃতীয় শ্রেণিতে। দরিদ্র পরিবারের হাসান ও শামীমা প্রতি মাসে উপবৃত্তির ৩০০ টাকা পেয়ে আসছিল। সরকারি এই উপবৃত্তির টাকা আসত তাদের মা আদরা বেগমের মুঠোফোনে। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আদরার মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দেন। নিজেকে পরিচয় দেন মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদের’ একজন কর্মকর্তা। কৌশলে ওই ব্যক্তি আদরার কাছ থেকে নগদ অ্যাকাউন্টের গোপন পিন নম্বর জেনে নেন। কিছুক্ষণ পরে হাসান ও শামীমার উপবৃত্তির টাকা তুলে নেন সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্রের সদস্যরা। আদরা বেগম মুঠোফোনে প্রথম আলো কে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার দুই ছেলেমেয়ে উপবৃত্তির টাকা পেত। সেই টাকায় ওদের খাতা-কলমসহ অন্যান্য জিনিস কিনে দিতাম।’ বিজ্ঞাপন কেবল আদরা বেগমের সন্তানদের নয়, দেশের অন্তত নয়টি জেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা তুলে আত্মসাৎ করেছেন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শি

এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

ইসমাম পারভেজ কনক প্রতীকী ছবি করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না। এ পরীক্ষা বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গেল বছরের মতো এবার অটোপ্রমোশন হচ্ছে না। বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (২০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক এ এম মনছুরুল আলম এ তথ্য জানান। শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়নের বিষয়টি আগেভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সেজন্য কোন পদ্ধতিতে তাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে তার সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। পদ্ধতি নির্ধারণ করে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, সেখানে সায় মিললে জুলাই মাসের মধ্যেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। মহা-পরিচালক এ এম মনছুরুল আলম জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন চলবে। তাদের অটোপাস দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীদের ক্লাসে আন

৮ দিন পর নিঁখোজ আবু ত্বহা উদ্ধার

ইসমাম পারভেজ কনক নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ৮দিন পর উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মজনু নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। 

করোনায় মৃত্যু ৫৪,শনাক্ত ৩৮৮৩

ইসমাম পারভেজ কনক দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।  ADVERTISEMENT নমুনা পরীক্ষার তুলনায় আজ শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। এটি গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৮ এপ্রিল শনাক্তের হার ছিল ১৯ শতাংশ  ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২টি।  দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।  ADVERTISEMENT শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৬৩ জনের মৃত্যুর খবর জানায় অধিদফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেরই ১৫ জন। এছাড়া ঢ

বাংলাদেশিদের টাকার পরিমাণ জানালো সুইস ব্যাংক

ইসমাম পারভেজ কনক সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে থাকা বাংলাদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা জমা রাখার হালনাগাদ পরিসংখ্যান জানিয়ে প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১৭ জুন) সুইস ন্যাশনাল ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশি ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ৫৭ কোটি ৩ লাখ সুইস ফ্রাঁ জমা রয়েছে, যা বাংলাদেশি মুদ্রার হিসেবে ৫ হাজার ৪০০ কোটি টাকা। প্রসঙ্গত, সুইস ব্যাংকে অর্থ নিরাপদ থাকবে এমন আস্থা রেখে বাংলাদেশিরা অর্থ পাচার করে থাকেন বলে মনে করা হয়। কিন্তু অর্থ পাচারের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনকি সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের মধ্যে কার কতো টাকা জমা রাখছেন সেটির তথ্যও কোনো সংস্থাকে দেওয়া হয় না। সুইস ব্যাংক গ্রাহকের তথ্যের গোপনীয়তা বজায় রাখার কারণে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সুইস ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জমা রাখা টাকার সুনির্দিষ্টভাবে এক এক করে কোনো তথ্য দেওয়া হয়নি। গোপনীয়তার কথা মাথায় রেখে সকল ডাটা একসঙ্গে করে প্রকাশ করা হয়েছে।

বিমানের রং সাদা হয় কেন?

ইসমাম পারভেজ কনক  সাধারণ ভাবে এ প্রশ্ন মাথায় আসে না, কারণ বিষয়টা নিয়ে চিন্তা করা হয়নি। কিন্তু একটু ভাবলেই দেখবেন, বিষয়টা সত্যি। ব্যতিক্রম নিশ্চয়ই আছে। সেটা শেষ পর্যন্ত ব্যতিক্রমই। অধিকাংশ বিমানের রংই সাদা। বিমানের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ আছে। ভাবলে অবাক লাগবে, কিন্তু বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগ রয়েছে! আসলে সাদা রং তাপকে শোষণ করে না। প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনই সাদা রংয়ের বিমানও সহজে গরম হয় না। তা ছাড়া, বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো হলে, তেল চুঁইয়ে পড়লে বা কোনও ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে এ সাদা রং। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। দিনের বেলাতেই কেবল নয়, রাতের বেলাতেও সাদা রংয়ের জন্য সহজেই চোখে পড়ে বিমানকে। তা ছাড়া আরও একটি কারণ আছে। সেটা একেবারেই অর্থনৈতিক। আসলে বিমানে সাদা রং করতে যা খরচ সেটা অন্য রংয়ের তুলনায় অনেক কম। এমনিতেই খুব বড় আকারের বিমান রং করার খরচ বিপুল। তাই সাদা রং করলে সেই বিশাল বাজেটকে অনেকটাই ম্যানেজ কর

৬ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ বক্তা আবু ত্ব-হার

ইসমাম পারভেজ কনক রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের ছয় দিন পরেও আবু ত্ব-হার কোনো হদিস বা সন্ধান দিতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আবু ত্ব-হা ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন তা এখনও নিশ্চিত নয় পুলিশ। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজেরা হলেন- আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ। এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে সাবেকুন নাহার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারো সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি। আবু ত্ব-হা কোনো অপরাধ করে থাকলে তাকে আইনের

ইবির ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুন

ইসমাম পারভেজ কনক করোনা পরিস্থিতিতে আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত ও চূড়ান্ত পরীক্ষা এবং ক্লাসের বিষয়ে আগামী ১৯ জুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বুধবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২০তম সভা অনুষ্ঠিত হবে। এতে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে, পরীক্ষার বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলোকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ বিষয়ে দৈনিক ইত্তেফাককে বলেন, পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত গুলো উপাচার্য এককভাবে নিতে পারেন না। একাডেমিক কাউন্সিলে সকলের মতামত নিয়ে সমন্বয় করে পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।