সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ২১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাস্ক পড়ার অভ্যেস,কোভিড মুক্ত বাংলাদেশ"

ইসমাম পারভেজ কনক "মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ"  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের দিকনির্দেশনায় ২১ মার্চ ২০২১ খ্রি: হতে সারা বাংলাদেশে একযোগে জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার নিমিত্তে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এরই অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাস্ক পরিধানের উপর সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরন কার্যক্রমে কুষ্টিয়া মডেল থানা এলাকায় জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া অংশ গ্রহন করেন। জেলা পুলিশের উর্দ্ধতন অফিসারগণ পর্যায়ক্রমে খোকসা থানা এলাকায় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অপরাধ), মিরপুর থানা এলাকায় জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুমারখালী থানা এলাকায় জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভেড়ামারা থানা এলাকায় জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল, ইবি থানা এলাকায় জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কে

বাংলাদেশের হয়ে না খেলে IPL-কে প্রাধান্য দেওয়ার কারণ জানালেন সাকিব

ইসমাম পারভেজ কনক ফাইল ফটো এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। দেশের থেকে আইপিএল-কে প্রাধান্য দেওয়ার কারণ জানালেন সাকিব-আল-হাসান। আইপিএল-কে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।   IPL শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। দেশের থেকে আইপিএল-কে প্রাধান্য দেওয়ায় ইতিমধ্যেই সাকিবকে নিয়ে উত্তাল হয়েছে বাংলাদেশ ক্রিকেট মহল। তবে এ নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সাকিব। অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশের এই ক্রিকেট তারকা। সাকিবকে শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তাঁরা চিঠিটা পড়েনি। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’ দিল্লি ক্যাপিটালসে নতুন ভূমিকায় স্টিভ স্মিথ সাকিব আরও বলেছেন, '

মিরপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ইসমাম পারভেজ কনক রাজধানীর মিরপুর-১০ নম্বরের পূর্ব মনিপুরে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। রোববার বিকেল ৫টায় আগুন লাগে বলে ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। এদিকে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকতা।