সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ২৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আগামীকাল যেসব এলাকায় কালবৈশাখীর আশঙ্কা

ইসমাম পারভেজ কনক চৈত্রের শুরু থেকেই তাপমাত্রা বাড়ছে। এর মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবারে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া দেশের ১৩টি অঞ্চল বাদে সারাদেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও তার উপরে রয়েছে। তবে শিগগিরই তাপমাত্রা কমে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় নামবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কৃষি আবহাওয়ার পূর্বাভাসে উপ-পরিচালক এস এম মাহমুদুল হক জানান, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

কুষ্টিয়ায় বালু টানা গাড়ী চাপায় সিকিউরিটি গার্ড নিহত

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া কুমারখালীতে অবৈধ বালু টানা গাড়ী চাপায় পথচারী নিহত  হয়েছে। শুক্রবার সকালে নন্দলালপুর আখ সেন্টারের সামনে এই ঘটনা ঘটে বলে জানা যায়।  নিহত পথচারী নন্দলালপুর ইউনিয়নের মোহসীন দর্জির ছেলে মো. আনিছুর রহমান (৪২)। তিনি নিটল টাটার কুষ্টিয়া শোরুমে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।  এলাকাবাসী জানান, নন্দলালপুর আখ সেন্টারের সামনে দিয়ে আনিস হেঁটে বাড়িতে যাবার সময় বিপরীত দিক থেকে আসা বাটাহাম্বা চালক আহাদ আলী ও আলমের  ট্রাকটরের ড্রাইভার একে অন্যকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় দুই গাড়ীর মাঝখানে থাকা আনিসকে বাটাহাম্বা চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, বালি টানা গাড়ী চাপায় পথচারী নিহত হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে তবে ঘটনাস্থল থেকে গাড়ি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।