সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ২২, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লকডাউন বা ১০দিনের সাধারণ ছুটি তথ্যটি সম্পূর্ণ ভুল,বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা:সরকার

ইসমাম পারভেজ কনক লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সরকার। সোমবার (২২ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তথ্য বিবরণীতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছিল। পরে খবরটি মিথ্যা বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বার্তায় বলা হয়, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স

বিসিবিকে লেখা সাকিবের সেই চিঠি

ইসমাম পারভেজ কনক বারবার দেশের ক্রিকেটপাড়ায় সমালোচনা জন্ম দেওয়া ক্রিকেটার সাকিব আল হাসান আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজ দেশের খেলা রেখে আইপিএলে অংশ নিতে চান তিনি। তাছাড়া গত শনিবার দেশের একটি ক্রিকেট ওয়েবসাইটের ফেসবুক লাইভে এসে ভবিষ্যতে নিজেকে দেশ সেরা বিসিবি সভাপতি হওয়ার দাবি করেন তিনি। সেই লাইভে সাকিব দাবি করেন, ক্রিকেট অপারেশন্স আকরাম খান চিঠি না পড়েই সাকিবের টেস্ট খেলার অনিহার কথা বলে বেড়ান। তবে আকরাম খান বলছেন, ‘সাকিব বোর্ডকে চিঠি দিয়েছে। আমি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলে সেই চিঠি আমার কাছেও এসেছে। আর এত বড় একটা সিদ্ধান্ত, শুধু আমি কেন, বোর্ডের আরও দশজন সেই চিঠি পড়েছে।’ তবে কী লেখা ছিল সেই চিঠিতে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমেও ভাসছে বিসিবিকে দেয়া চিঠিটি।   To The C.E.O Bangladesh Cricket Board Mirpur, Dhaka Subject: Requesting for permission to take part in IPL 2021. Dear Sir, With due respect I, Shakib Al Hasan, would like to state that we are scheduled to play T20 World Cup in India on the month of October 2021.

পানির সংকট বাড়ছে, হুমকির মুখে জীবন-জীবিকা

ইসমাম পারভেজ কনক যথাযথ গুরুত্ব অনুধাবন না করায় পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র পানি সংকট ছড়িয়ে পড়ছে। বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী পানি সংকটে মধ্যে রয়েছে। আর সুপেয় পানির সংকটে আছেন বিশ্বের ৭৬ কোটিরও বেশি মানুষ। এরমধ্যে পানির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশেও প্রায় আড়াই কোটি মানুষ সুপেয় পানির সংকটে। পানি সংকটের কারণে হুমকির মুখে পড়েছে জীবন-জীবিকা। এমতাবস্থায় পানির যথাযথ গুরুত্ব অনুধাবন করে পানি সমস্যা সমাধানে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় ‘ভ্যালুয়িং ওয়াটার’ বা ‘পানির গুরুত্ব অনুধাবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারো বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি উপলক্ষে কর্মসূচী শুরু হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর বিশ্ব পানি দিবসের সকল আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে শতভাগ নাগরিকের জন্য সুপেয় পানি নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে এই আয়োজন চলছে। কারণ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র ১৭টি লক্ষ্যের মধ্যে ৬ নম্বরটি সুপেয় পানি নিয়ে। সংশ্লিষ্ট সূত্র মতে, সুপ

হজে যেতে না পারলে টাকা ফেরতে সহায়তা করবে সরকার

ইসমাম পারভেজ কনক ৬০ বছরের বেশি বয়সীদের সৌদি সরকার হজে না নিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ। এমনটা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, হজ নিয়ে এখনও সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। কতজন হজ পালন করতে পারবেন তা নিয়ে আলোচনা চলছে। সীমিত আকারে ১০ হাজারের মতো মুসল্লি হজের সুযোগ পেতে পারেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজে যেতে হলে করোনার ভ্যাকসিন নিতে হবে। ১৮ থেকে ৬০ বছর বয়সের ৪০ হাজার জন হজের জন্য নিবন্ধন করেছেন। আর ষাটোর্ধ্ব নিবন্ধন করেছেন ২১ হাজার জন।  কত সংখ্যক হজযাত্রী এবার হজে যেতে পারবেন সেটা সৌদি সরকার নিশ্চিত করার পর ধর্ম মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম শুরু করবে। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে ষাটোর্ধ্ব কোনো ব্যক্তি হজের সুযোগ পাচ্ছেন না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরিদুল হক খান বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে সৌদি সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। যদি তারা এমন সিদ্ধান্ত নিয়েই থাকে সেটা মেনেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ প্রতিমন্ত্রী জানান, ৬০ বছরের বেশি বয়সীরা নিবন্ধনের টাকা