সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী ১৫, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনেকবার ব্যর্থ ও গরীব জ্যাক মা,১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে!

ইসমাম পারভেজ কনক   প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরিক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি।  চীনে যখন কেএফসি(KFC) আসে তখন ২৪জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি আমি৷ এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে,তন্মধ্যে চারজনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি৷ প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি৷ এতোক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা৷  তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে৷ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩তম ধনী ব্যক্তি৷তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার(প্রায়)৷ জ্যাক মার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরেও বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছপা হন নি৷অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকে এই অবস্থানে এসেছেন৷  যেই জ্যাক মা চাকরির জন্য ৩০বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার

চাকরির জন্য ৩০বার প্রত্যাখ্যানকৃত জ্যাক মা পৃথিবীর ৩৩তম ধনী!

ইসমাম পারভেজ কনক   প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরিক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি।  চীনে যখন কেএফসি(KFC) আসে তখন ২৪জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি আমি৷ এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে,তন্মধ্যে চারজনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি৷ প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি৷ এতোক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা৷  তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে৷ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩তম ধনী ব্যক্তি৷তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার(প্রায়)৷ জ্যাক মার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরেও বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছপা হন নি৷অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকে এই অবস্থানে এসেছেন৷  যেই জ্যাক মা চাকরির জন্য ৩০বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার

আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মার ব্যর্থতার গল্প!

ইসমাম পারভেজ কনক   প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরিক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ হয়েছি আমি।  চীনে যখন কেএফসি(KFC) আসে তখন ২৪জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩জনের চাকরি হয়৷ শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি আমি৷ এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে,তন্মধ্যে চারজনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি৷ প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি৷ এতোক্ষণ যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা৷  তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে৷ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩তম ধনী ব্যক্তি৷তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার(প্রায়)৷ জ্যাক মার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরেও বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছপা হন নি৷অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকে এই অবস্থানে এসেছেন৷  যেই জ্যাক মা চাকরির জন্য ৩০বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক ম

অমর ২১শে ফেব্রুয়ারীর কবিতা।

ইসমাম পারভেজ কনক   দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারী মিলেছে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। প্রত্যাশা প্রানে তাই খালি পায়ে হেঁটে চলা ঘুম নেই এই দিনে শ্রদ্ধা জানানোর আকুলতা। বিশ্বে প্রথম একটাই জাতি তুমি বীর বাঙ্গালী করেছ সংগ্রাম, বিলিয়েছ জীবন ভাষার তরে। করিগো স্মরণ তোমার সোনার ছেলেদের রফিক, সালাম ও বরকতসহ আরো অনেকেরে। কোটি বাঙ্গালী সমবেত হয় শহীদ মিনারে দাঁড়িয়ে ফুল হাতে শ্রদ্ধা জানাতে তোমায়। রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী ভুলি যে কি করে মুখে মুখে ধ্বনিত হয় সেই সুর অবলিলায়। যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্তে তোমার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা। যে ভাষায় প্রশান্তি মেলে কোটি কোটি হৃদয়ে ছড়িয়ে দিয়ে গহিনের ফুলঝরা কথা। আমার ভাষা আমার মুখে, বলবো আমি তা সুখে দুখে । আমি মাতৃভাষার কান্ডারী সুস্বাগতম ২১শে ফেব্রুয়ারী । ২১ আমাদের বাক স্বাধীনতা মুখের মধুর ভাষা, স্বাধীন ভাবে কথা বলবার এক অনবদ্য আশা । যাঁদের জন্য নিজ ভাষায় কথা বলি প্রাণটা ভরে, ছালাম তাঁদের যাঁরা দিয়েছে প্রাণ এভাষার তরে । আমাদের ভাষা বাংলাভাষা, বলে ধনী গরীব কিংবা চাষা । আমারই ভাষা আমারই গর্ব, কাউকে করতে দেবনা তা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত স্কোর!

ইসমাম পারভেজ কনক   সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস:  ৪০৯ বাংলাদেশ ১ম ইনিংস:  ২৯৬ ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস:  (আগের দিন ৪১/৩) ৫২.৫ ওভারে ১১৭ (বনার ৩৮, ওয়ারিক্যান ২, মেয়ার্স ৬, ব্ল্যাকউড ৯, জশুয়া ২০, জোসেফ ৯, কর্নওয়াল ১, গ্যাব্রিয়েল ১*; তাইজুল ২১-৪-৩৬-৪, নাঈম ১৫.৫-৫-৩৪-৩, মিরাজ ৬-১-১৫-১, আবু জায়েদ ১০-৪-৩২-২)। বাংলাদেশ ২য় ইনিংস :  (লক্ষ্য ২৩১) ৬১.৩ ওভারে ২১৩ (তামিম ৫০, সৌম্য ১৩, শান্ত ১১, মুমিনুল ২৬, মুশফিক ১৪, মিঠুন ১০, লিটন ২২, মিরাজ ৩১, তাইজুল ৮, নাঈম ১৪, আবু জায়েদ ০*; কর্নওয়াল ৩০-৫-১০৫-৪, জোসেফ ২-০-১৬-০, গ্যাব্রিয়েল ২-০-৮-০, ওয়ারিক্যান ১৬.৩-৪-৪৭-৩, ব্র্যাথওয়েট ১১-১-২৫-৩)। ফল:  ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী। সিরিজ:  ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে জয়ী। ম্যান অব দা ম্যাচ:  রাকিম কর্নওয়াল। ম্যান অব দা সিরিজ:  এনক্রমা বনার।