সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী ২৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় করোনার টিকা পৌঁছেছে, প্রথম ধাপে টিকা পাবেন ৩০ হাজার জন।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ায় পৌঁছেছে করোনার টিকা। সিভিল সার্জন কার্যালয়, ২৯ জানুয়ারি কুষ্টিয়ায় পৌঁছেছে করোনার টিকা। সিভিল সার্জন কার্যালয়, ২৯ জানুয়ারি ভোরের আলো ফোটার আগেই সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় টিকা বহনকারী গাড়িটি। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় গাড়ি থেকে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) নামানো হয়। আগামী ৭ ফেব্রুয়ারির পর কুষ্টিয়ায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘খুলনা বিভাগে প্রথম জেলা হিসেবে টিকা গ্রহণ করা হলো। প্রথম চালানে যে টিকা পাওয়া গেছে তাতে ৩০ হাজার মানুষকে দেওয়া যাবে। একই দিন মেহেরপুরসহ আরও পাঁচটি জেলায় এই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।’সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এসব টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঁচটি ফ্রিজ প্রস্তুত রাখা ছিল। উপজেলা পর্যায়েও এ রকম ফ্রিজ প্রস্তুত রাখা আছে। প্রথম চালানে শুক্রবার ভোরে ৫টি কার্টন পাওয়া গেছে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। প্রতিটি কার্টনে ১২ হাজার ডোজ টিকা আছে। এই টিকা ৩০ হাজার মানুষকে দেওয়া যাবে। টিকা দিতে কর্মীদের প্রশিক্ষণ দ

নিঁখোজের ১০ দিন পর মিললো যুবকের লাশ!

ইসমাম পারভেজ কনক নিখোঁজের ১০দিন পর কুষ্টিয়ার তালবাড়িয়া বালুর ঘাট থেকে  মিললো যুবকের লাশ। কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর মিরপুর তালবাড়িয়া বালুর ঘাট থেকে জাহাবুল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি'র শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। জানা যায়, জাহাবুল গত ১৯ জানুয়ারি স্টিয়ারিং ট্রলি নিয়ে ইবি থানাধীন কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৭০

মিরপুরে ভ্রাম্যমান আদালতে ৬ জনের কারাদণ্ড।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত বড় ধরনের চুরি করার প্রচেষ্টার অপরাধে কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের সাহাবুল (৩০),খাজানগর গ্রামের ফিরোজ হোসেন(৪৫),বড় আইলচারা গ্রামের লিটন(৪০), শাইন(৩৫),সুরুজ(৩০) ও মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া গ্রামের শফিকুল (৩৫)কে ০৪/২০২১নং মামলায় দন্ডবিধি ৩৫৬ ধারা অনুসারে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় মিরপুর থানার আহাম্মদপুর ক্যাম্পের এএসআই সাইদুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য চোর চক্র কে মিরপুর উপজেলার পোড়াদহের হাড়ু মোড় থেকে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় আহাম্মদপুর ক্যাম্প পুলিশ আটক করে। আটক করার সময় তাদের কাছ থেকে চুরি করার জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। পুলিশ বলছে তারা নিয়মিত চুরি ও মাদক সেবন করে আসছে।

আজকের চাকরীর খবরের।

ইসমাম পারভেজ কনক আজ ২৯ জানুয়ারী ২০২১ শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর। লক্ষ বেকারের প্রিয় পত্রিকা। পড়ুন ও প্রয়জনে ডাউনলোড করুন।

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে বর্তমান ডিসি মো.আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মাঠ প্রশাসনে রদবদলে দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলা গুলো হলো, কুমিল্লা, ময়মনসিংহ, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙামাটি, জামালপুর ও ভোলা।

অল্প বয়সে বড় বাটপার!

ইসমাম পারভেজ কনক এইচ এম সাকিব মাহমুদ বা সাকিব ফারহান,অল্প বয়সে বড় ধান্দাবাজ! এইচ এম সাকিব মাহমুদ বা সাকিব ফারহান।এই ছেলেটি বিশাল বড় ধান্দাবাজ।অনলাইনে কাজ দেয়ার মাধ্যমে এবং অনলাইনে কাজ দিবে বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।এ যে সাইটে কাজ করে।সে সাইটের টাকা উঠানোর কোন প্রমাণ দিতে পারে না।কিন্তু মিথ্যা কথা বলে যে,সে টাকা পায় এবং অনেক বর অর্থ আয় করে।আসুন দেখি সে কীভাবে টাকা উপায় করে? আমি তার প্রফাইল চেক করছি।সেখানে লেখা আছে সে পাগল।গ্রুপে তার পোস্ট আছে।সেখানে সে পোস্ট করছে,ফরসেজ একাউন্ট খুলার জন্য ৫০ টাকা ফির কথা বলছে।যেইটা তার বাটপারী ইনকাম।সে যে সাইটে একাউন্ট খুলে কাজ করার কথা বলছে এবং টাকা উপার্জন করা যাবে বলছে,সেইটা সম্পূর্ণ ফেইক।যেইটা সম্পূর্ণ ভাবে ভুয়া।কোনদিনও এই সব সাইট টাকা পেমেন্ট করে না। আর সাকিব যে টাকা উঠিয়েছে সেইটার প্রমাণ দিতে পারে নাই।সে ৭৩৮ ডলারের স্ক্রিনসট দেখিয়ে সবাইকে বুঝায়।এইটা শুধু দেখায় যায়।কোনদিনও এই টাকা উঠানো সম্ভব না।এই রকম ডলার ইনকাম সাইট অনেক আছে।যেমন- ভিডিও দেখে ডলার ইনকাম।আপনি প্রতিদিন ৫০০ ডলার ৫ ঘন্টার ভিডিও দেখে ইনকাম করতে পারবেন।কিন্তু এইটা শুধু দেখ