সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ১৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শাবান মাসের "ফজিলত" ও "আমল"

ইসমাম পারভেজ কনক হিজরি চান্দ্রবর্ষের অষ্টম মাস হলো ‘শাবান’ মাস। এ মাস বিশেষ মর্যাদা ও ফজিলতপূর্ণ। হিজরতের দেড় বছর পর পূর্বতন কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা ‘বাইতুল মুকাদ্দাস’-এর পরিবর্তে মক্কা শরিফের মসজিদুল হারাম তথা খানায়ে কাবা তথা কাবা শরিফ কিবলা হিসেবে ঘোষিত ও নির্ধারিত হয় এই শাবান মাসেই। তাই শাবান মাস একদিকে যেমন মুসলিম স্বাতন্ত্র্য ও ইসলামি ঐক্যের মাস, অন্যদিকে তেমনি কাবাকেন্দ্রিক মুসলিম জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার মাস। আরবি এ মাসের পূর্ণ নাম হলো ‘আশ শাবানুল মুআজজম’ অর্থ মহান শাবান মাস। রাসুলুল্লাহ (সা.) শাবান মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। ইসলামের ভাষ্য অনুযায়ী, রজব আল্লাহ তাআলার মাস, শাবান নবীজি (সা.)-এর মাস, রমজান হলো উম্মতের মাস। রজব মাসে ইবাদতের মাধ্যমে মনের ভূমি কর্ষণ করা, শাবান মাসে আরও বেশি ইবাদতের মাধ্যমে মনের জমিতে বীজ বপন করা, রমজান মাসে সর্বাধিক ইবাদত-বন্দেগির মাধ্যমে সফলতার ফসল ঘরে তোলা হয়। রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের নির্দেশনাসংবলিত অসাধারণ আয়াতটি এ মাসেই অবতীর্ণ হয়। ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীজি (সা.)-এর প্রতি পরিপূর

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুকে মৃত ঘোষণার পর মর্গে জীবিত!

ইসমাম পারভেজ কনক আজ শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া এলাকায় হামিম নামের ৮ বছরের শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ময়না তদন্তের জন্য শিশুটিকে মর্গে পাঠালে সেখানে শিশুটি নড়েচড়ে উঠেছে বলে এবং ওই শিশু জীবিত আছে বলে স্বজনরা হৈচৈ শুরু করে।  পরে পূনরায় শিশুটিকে হাসপাতালের ইমারজেন্সীতে ইসিজি করার জন্য নিয়ে আসা হয়। সেখানে ইসিজি করাকে কেন্দ্র করে হাসপাতালে হট্টগোল শুরু করে রোগীর স্বজনসহ উপস্থিত লোকজন। এক পর্যায়ে তারা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে হামলা চালিয়ে ভাংচুর করতে থাকতে।  পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে পপরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ডাক্তাররা পূণরায় শিশুটির ইসিজি করায় এবং তাকে মৃত যোষণা করে।  এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, আমি নিজে শিশুটিকে পরিক্ষা করে দেখে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠায়।সেখানে শিশুটির পেটে চাপ দিলে পানি বের হওয়ার শি

আমরা সোনার বাংলা,সোনার মানুষ এখনও গড়তে পারি নাইঃহানিফ

ইসমাম পারভেজ কনক ফাইল ছবি ‘আমরা সোনার বাংলা এখনও গড়তে পারি নাই, সোনার মানুষ এখনও তৈরি করতে পারি নাই।’ - এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার (১৮ মার্চ) কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আজকে যখন দেখি তথাকথিত ধর্মের নাম করে উস্কানী দিয়ে ভিন্ন ধর্মের মানুষদের উপর হামলা করা হয় তখন আমাদের হৃদয়ক্ষরণ হয়। সাম্প্রদায়িকতার বিষবাষ্পের কোনও ছোবল আমরা এখানে দেখতে চাই না। তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে, কোন জায়গায় যদি এই সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হয় তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে। তিনি বলেন, '১৯৭৮সালে আমার এলাকায় প্রথম যখন জিয়াউর রহমান নির্বাচন করলেন তখন বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে গিয়ে আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়।' বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'স্বাধীনতার ইতিহাস বিকৃত করার বহু চেষ্টা করেছেন, জিয়াউর রহমানকে টেনে বঙ্গবন্ধ