সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ২৭, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়াতে আজ নতুন সনাক্ত ৭ জন ও সদরে ২ জনের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৭ নভেম্বর ২০২০ মোট ১৪৬টি স্যাম্পলের (কুষ্টিয়া ৮৮, চুয়াডাঙ্গা ২০, ঝিনাইদহ ২২ ও মেহেরপুর ১৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার  ৫ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও কুমারখালী উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৭ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৩ জন, ঝিনাইদহ উপজেলার ৪ জন  ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ আড়ুয়া পাড়া ১ জন, কেজিএইচ ২ জন, কমলাপুর ১ জন, গোশালা রোড ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ বোয়ালিয়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ রামচন্দ্রপুর ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৭৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৪ জন(আজকে কুষ্টিয়া সদর উপজেলার ২ জনের মৃত্যুসহ)। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী নিহত

ইসমাম পারভেজ কনক সৌদি আরবের তায়েফ তুরাবায় কাজে যাওয়ার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন, মারা কানাইঘাট উপজেলার ৪নং সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২)।  জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল অনুমান ৭টায় সৌদি আরবের তায়েফ তুরাবায় এই মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিনা ওয়ারেন্টে বা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না

ইসমাম পারভেজ কনক ( CRPC ACT.54 ব্যাতিত) বিনা ওয়ারেন্টে অথবা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না । গ্রেফতারের সময় গ্রেফতারের কারন,গ্রেফতারকারী অফিসারের নাম,গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো আপনাকে অথবা আপনার পরিবারকে পুলিশ দিতে বাধ্য। এটা অবশ্যই চেয়ে নিতে হবে, মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ । গ্রেফতার করার সময় ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আবাসিকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অতিরিক্ত একদিনও আপনাকে আটক রাখতে পারবে না। মহিলা পুলিশ ছাড়া কোনো ভাবেই,কোনো মহিলাকে তল্লাশী বা গ্রেফতার করতে পারবে না। আইন অনুযায়ী পুলিশ লকআপে,আপনাকে শারিরীক বা মানুষীক কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করতে পারবে না। আদেশ ক্রমে বাংলাদেশ পুলিশ-- ---আইজিপি ড: বেনজির আহমেদ---