সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ৩১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তীব্র পানির সংকট কুষ্টিয়ায়,সাধারন মানুষ দূর্ভোগে!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া শহরের বেশীর ভাগ এলাকায় দেখা গিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে গ্রাম বা শহরের প্রায় অধিকাংশ জায়গার টিউবওয়েল থেকে পাওয়া যাচ্ছে না পরিমান মত পানি। পানির লেয়ার ভূ- গভের তলদেশ থেকে অনেক নিচে নেমে যাওযায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আগামী ৫/৭ দিনের মধ্যে বৃষ্টি পাত না হলে সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে ধারণা করা হচ্ছে।  এই গরমের মাঝে চলার পথে নিয়মিত পানি পান করে শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ রাববুল আলামীন আমাদের সকলকে পানি সংকট থেকে পরিএান দান করুন। আমিন।