সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে ৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুলাউড়ায় দ্বিতীয় বিয়ে করায় গৃহবধুকে একঘরে করে রাখলো সমাজপতিরা!

প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করার অপরাধে (!) মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে একঘরে করে রাখা হয়েছে প্রায় ৫ বছর ধরে। তবে এখানেই ক্ষান্ত হয়নি সমাজপতিরা। তারা ওই মহিলার স্বামীকে জোরপূর্বক গ্রামছাড়াও করেছে। কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের মুক্তেশ্বর দেবনাথের মেয়ে টপি দেবনাথের বিয়ে হয় জেলার জুড়ী উপজেলার দীঘলবাগ গ্রামের সত্যেন্দ্র দেবনাথের সাথে। বিয়ের ৫ বছরের মাথায় এক ছেলে রেখে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর টপি’র উপর শুরু হয় মানসিক নির্যাতন। শশুর বাড়িতে সে যন্ত্রণা সহ্য করে বেশ কিছুদিন থাকার পর একপর্যায়ে অসহায় হয়ে পড়েন তিনি। ছেলের ভবিষ্যৎ চিন্তায় সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের। বিকাশ মিত্র নামের এক ব্যক্তির সাথে বিয়ে হওয়ার পর স্বামী-সন্তান নিয়ে টপি দেবনাথ গিয়ে ওঠেন বাবার বাড়িতে। কিন্তু বিধিবাম। সম্পত্তি নিয়ে বিরোধ থাকা কাকাতো ভাই ও গ্রাম্য মুরব্বিদের তোপের মুখে পড়েন তিনি। সমস্যায় পড়েন টপির পিত্রালয়ের প্রতিটি সদস্য। অশ্রুসিক্ত নয়নে টপি ও তার মা প্রণতী রানী দেবনাথ জানান, বিধবা অবস্থায় বিয়ে করায় তার মেয়ে টপি ও তাদের পরিবারকে সমাজপতিরা একঘরে করে রেখেছেন প্রায় ৫ বছর ধরে। ভয়ভীতি