সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল ১৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সামান্য বেতনে কাজ করা মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী !

ইসমাম পারভেজ কনক ছবিটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন না। অবশ্য না চেনারই কথা। কেননা হ্যাংলা-পাতলা সেই যুবকের ছিল না তখন কাড়ি কাড়ি টাকা, ছিল না কোনো জশ-খ্যাতি। তখনকার সেই যুবক সামান্য বেতনে একটা কোম্পানিতে চাকরি করতেন। তবে স্বপ্ন এবং কাজের প্রতি ডেডিকেশনটা ছিল তার। সেই স্বপ্নই তাকে বানিয়েছে বিশ্বের শীর্ষ ধনী। বলছিলাম বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও স্পেসএক্সের মালিক এলন মাস্কের কথা। এলন মাস্কের পুরনো এ ছবিটি টুইটার দুনিয়ায় ভাইরাল। ছবিটি শেয়ার করেছেন প্রণয় পাথলে নামের এক ব্যক্তি। এরপই সেটি হাজার হাজার মানুষ রিটুইট করেছেন। বিষয়টি নজরে এসেছে এলন মাস্কেরও। সেটিকে তিনি সোনালি অতীত হিসেবে অভিহিত করেছেন। ভাইরাল হওয়া ছবিটি ৯০ এর দশকের। তখন এলন মাস্ক ‘রকেট সায়েন্স’ নামের এক কোম্পানিতে জুনিয়র কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এই যুবকই নিজ কর্মগুণে পরে হয়ে উঠলেন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। জানা গেছে, ৯০ এর দশকে ওই ভিডিও কোম্পানির চাকরিটি এক সময় ছেড়ে দেন এলন মাস্ক। পরে তৈরি করেন নিজের কোম্পানি স্পেসএক্স। পরে প্রতিষ্ঠা করেন টেসলা নামে আরও একটি প্রতিষ্ঠান। এরপর আর কখনও পেছন ফিরে তাকাতে হয়নি। এলন মাস্ক বনে গেছেন বিশ্ব

কুষ্টিয়ায় ইউপি সদস্যের ছেলে ৫২ পিস ইয়াবাসহ আটক

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ পুকাড়ী মেম্বারের ছোট ছেলে আবির মাহমুদ প্রান্ত ওরফে রিয়েল রকি (২৮) ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় মডেল থানার ওসি অপারেশন মামুনুর রশিদের নেতৃত্বে মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও মডেল থানার এএস আই আসাদ মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৯ এপ্রিল  আনুমানিক রাত ১২ টা ৪৫ মিনিটের সময় শহরের পূর্ব মিলপাড়া এলাকার রেজাউলের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ আসামী রিয়েল মাহমুদ রকিকে গ্রেফতার করে। রকি কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ী মেম্বারের ছোট ছেলে। বিভিন্ন সুত্রে জানা যায়, রকি দীর্ঘ দইন যাবত ছেঊড়িয়া মন্ডল পাড়া এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো। পুলিশ একাধিকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেও সক্ষম হয়নি।