সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ১২, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নারী সহায়তা কেন্দ্র “প্রত্যয়ী” এর বিশেষ উদ্দ্যোগে পারিবারিক কলহ মিমাংসা

ইসমাম পারভেজ কনক জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের পৃষ্টপোষকতায় জেলা পুলিশ কুষ্টিয়ার অনন্য সৃষ্টি নারী সহায়তা কেন্দ্র “প্রত্যয়ী” এর বিশেষ উদ্দ্যোগে পারিবারিক কলহ মিমাংসা করা হয়। প্রত্যয়ী অভিযোগ নং-৪৭/২০ তাং ০৯/১১/২০২০ খ্রিঃ এর বাদী মোছাঃ ইসমা আক্তার এর অভিযোগ অনুসন্ধানের জন্য উভয়পক্ষকে লিখিত নির্দেশের মাধ্যমে প্রত্যয়ী কার্যালয়ে ডেকে আনা হয় এবং জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়া উপস্থিত থেকে ১২/১১/২০২০ খ্রিঃ তারিখ বাদী ও বিবাদীকে নিয়ে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে তাদের বিরোধ মিমাংসা করে দেন।তারা একসাথে থেকে সুন্দর জীবন যাপন করবে মর্মে অঙ্গিকার।

জেলা প্রশাসন মাস্ক না থাকায় জরিমানা করে সাধারণ জনগণের ভোগান্তিতে ফেলছেন

ইসমাম পারভেজ কনক গত ১১নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে না চলা, মাস্কবিহীন বাইরে বের হওয়ায়, মাস্ক পরিধান ব্যতীত সেবাগ্রহীতা অফিসে সেবা নিতে আসায়, নিয়ম বহির্ভূত নকল লেবেল ব্যবহার করে ঔষধ ব্যবহার করার  অপরাধে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ০৯ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬৫টি মামলায় ১১৫ জনকে ৩০,৩০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।  জনস্বার্থে জেলা প্রাশাসন, কুষ্টিয়া এর এ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। ####### মাস্ক নেইতো, সেবা নেই####### ####### No Mask, No Service###### কিন্তু আজকেয় সবাই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে।আওয়ামীলীগের বিভিন্ন নেতা ও কর্মীরা মাস্ক ছাড়া মিছিল করে বেরাচ্ছে।আওয়ামীলীগের নেতারা কেউ মাস্ক ব্যবহার করেন না।কিন্তু আজ পর্যন্ত দেখলাম না,কোন আওয়ামীলীগের কোন নেতা বা কর্মীদের কোন কারণে জরিমানা করতে।মাস্ক ছাড়া সাধারণ মানুষের জরিমানা করে ছবি তুলে ফেইসবুকে দিয়ে কাজ করা দেখানো বন্ধ করা উচিত।প্রশাসনের সামনে আওয়ামীলীগের নেতা ও কর্মীরা মাস্ক ছাড়া ঘুরে বেরাচ্ছেন।অনেক সরকারী কর্মকর্তা ম

খাসিয়াপুঞ্জির হাতে ধরা পরার পর এস আই আকবরের কাছে যা ছিল

ইসমাম পারভেজ কনক ধরা পড়ার সময় এসআই আকবর ভুইয়ার সাথে ছিল ১। বাংলাদেশী ২০ টাকার একটি নোট। ১। বাংলাদেশী দুই রমনির ছবি। ৩। চারটি মোবাইল সিম, এর মধ্যে একটি রবি ও অপর তিনটি ভারতীয়। ৪। নিজের হিন্দু ছদ্মবেশে একটি পাসপোর্ট সাইজের ছবি। তথ্যঃ পাইলট, হেডম্যান, খাসিয়াপুঞ্জি।

আজ কুষ্টিয়ায় জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত

ইসমাম পারভেজ কনক আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, কুষ্টিয়ায় জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক  জনাব মোঃ আসলাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ; উপপরিচালক,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া; জেলা খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পুরাতন কাপড় বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও কঠোর নির্দেশনা প্রদান

ইসমাম পারভেজ কনক "পুরাতন কাপড় বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভা " আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি.  কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব লুৎফুন নাহার মহোদয়ের সঙ্গে পুরাতন কাপড় বিক্রেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয় পুরাতন কাপড় যথাযথভাবে জীবাণুমুক্ত করার পরে বিক্র‍য় করার জন্য কুষ্টিয়া জেলার সকল পুরাতন কাপড় বিক্রেতাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন।

কুষ্টিয়ায় আজ ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে,মোট ৩৪৮৩,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১২ নভেম্বর ২০২০ মোট ১৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১২৮, চুয়াডাঙ্গা ১৯, ঝিনাইদহ ২৪ ও মেহেরপুর ১৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর  উপজেলার ২ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৩ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।  চুয়াডাঙ্গা জেলার ১ জন, ঝিনাইদহ জেলার ৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ হাউজিং ডি ২ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ বাহিরচর ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৪৮৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩২৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

জেলা প্রশাসক মহোদয়ের মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে জমির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন

ইসমাম পারভেজ কনক আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি.  কুষ্টিয়া জেলার মান্যবর  জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়  ভেড়ামারা উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।  এসময় জেলা প্রশাসক মহোদয়  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে জমির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন । এরপর তিনি গোলাপনগরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির উঠান বৈঠকে সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ক্ষেমিড়দিয়ারে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ও সেবার মান নিয়ে রোগীদের সাথে কথা বলেন। এছাড়া তিনি ভেড়ামারা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।  পরিদর্শনের সময় ভেড়ামারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মেয়র মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

করোনায় আক্রান্ত হানিফের সুস্থতা কামনা করে ছাত্রলীগের দোয়া মাহফিল

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এমপি ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল।