সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ২০, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

না‌য়িকা শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাবে, খুলনার যুবক রিমান্ডে

ইসমাম পারভেজ কনক টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীকে মোবাইল ফোনের মাধ্যমে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে খুলনার সোনাডাঙ্গা থেকে মাহাবুবুর রহমান (৩৩) নামে এক যুবককে জিজ্ঞাসাবা‌দের জন‌্য রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্প‌তিবার (১৯ নভেম্বর) রিমান্ড আবেদ‌নের শুনানি শে‌ষে খুলনার মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট একদিন মঞ্জুর ক‌রে‌ছেন। অভিযুক্ত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানা‌ধিন বক‌শিপাড়া রো‌ডের বা‌সিন্দা সামছুল আলম সাহেবের বা‌ড়ির ভাড়া‌টিয়া আতিকুর রহমা‌নের ছে‌লে। ভার‌তের চিত্র না‌য়িকা শ্রাবন্তী বিষয়‌টি ভারতীয় হাই ক‌মিশ‌নের মাধ‌্যমে বাংলা‌দেশ সরকা‌রের কা‌ছে বিচার‌ চে‌য়ে‌ছি‌লেন। সেই সূত্র ধ‌রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হ‌য়ে পু‌লিশ হেড‌ কোয়াটা‌র্সের নি‌র্দেশে খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা‌টি সোমবার (১৬ ন‌ভেম্বর) দা‌য়ের হয়। বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) এ মামলায় অভিযুক্ত যুবক‌কে রিমা‌ন্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দি‌য়ে‌ছেন আদালত। মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থে‌কে জানা যায়, অভিযুক্ত মো. মাহাবুবর রহমান ভার‌তের না‌য়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মু‌ঠো‌ফোন নম্বর ম‌্যা‌নেজ ক‌রে

বাংলাদেশ রেলওয়েতে প্রথম নারী ট্রেন চালক সালমা খাতুন

ইসমাম পারভেজ কনক ট্রেনের মূল চালককে বলা হয় লোকো মাস্টার বা সংক্ষেপে এলএম। বর্তমানে সহকারী চালক হিসেবে সমগ্র বাংলাদেশে কর্মরত আছেন ১৯ জন নারী, তবে লোকো মাস্টার বা প্রধান চালক হিসেবে সালমাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী ট্রেনচালক। হাজারো মানুষের কথা চিন্তা করে অত্যন্ত দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। টাঙ্গাইলের ভূঞাপুরে, ১৯৮৩ সালের ১ জুন তার জন্ম। কৃষক বাবা বেলায়েত হোসেন ও গৃহিণী মা তাহেরা খাতুনের পাঁচ সন্তানের মধ্যে সালমা চতুর্থ। ২০০৪ সালে এইচ এস সি পাস করার পর সালমা খাতুন সহকারী লোকো মাস্টার হিসেবে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। চাকুরীর পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যান তিনি। মতিঝিল টি এন টি কলেজ থেকে বি এস সি, মডার্ণ টিচার ট্রেনিং ইনস্টিটিউশন থেকে বি এড এবং পরবর্তীতে ২০১৫ সালে কাজী নজরুল সরকারী কলেজ থেকে এম এ সম্পন্ন করেন। দুই কন্যার জননী সালমার স্বামী ঢাকা জেলা দায়রা জজ কোর্টের অফিস সহকারী হিসেবে কর্মরত। নারী ট্রেন চালকদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ উচ্ছ্বাসের কমতি নেই। তবে সালমা খাতুনের ভাষ্যে, "কাজের ক্ষেত্রে পুরুষ যা পারে নারীরাও তাই পারে। দেশের প্রধা

কুষ্টিয়াতে আজ ৭ জন নতুন করোনা রোগী সনাক্ত,মোট ৩৩৭৪,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২০ নভেম্বর ২০২০ মোট ১৭৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১০৭, চুয়াডাঙ্গা ২৫, ঝিনাইদহ ৩৭ ও মেহেরপুর ৯) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর  উপজেলার ৫ জন ও ভেড়ামারা উপজেলার ১ জন ও খোকসা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৭ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।  ঝিনাইদহ জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ কেজিএইচ ১ জন, আলফা মোড় ১ জন, উপজেলা মোড় ১ জন, কালিশংকরপুর ১ জন ও পোস্ট অফিস পাড়া জগতি ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ কাছারিপাড়া ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ শোমসপুর ১ জন।   এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫২৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।