সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়াতে আজ ৭ জন নতুন করোনা রোগী সনাক্ত,মোট ৩৩৭৪,মৃত্যু ৮০

ইসমাম পারভেজ কনক
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২০ নভেম্বর ২০২০ মোট ১৭৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১০৭, চুয়াডাঙ্গা ২৫, ঝিনাইদহ ৩৭ ও মেহেরপুর ৯) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর  উপজেলার ৫ জন ও ভেড়ামারা উপজেলার ১ জন ও খোকসা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৭ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

 ঝিনাইদহ জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷   

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ
কেজিএইচ ১ জন, আলফা মোড় ১ জন, উপজেলা মোড় ১ জন, কালিশংকরপুর ১ জন ও পোস্ট অফিস পাড়া জগতি ১ জন।

ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
কাছারিপাড়া ১ জন।

খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
শোমসপুর ১ জন। 


 এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫২৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৭৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮০ জন।

ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

মন্তব্যসমূহ