সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী ১৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় পলিথিন কারখানায় অভিযান!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ও নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সদস্যরা। ইতোমধ্যে কারখানায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা এলাকায় একটি কারখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণের অভিযোগে কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযান চলাকালীন কারখানা মালিককে পাওয়া যায়নি। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতককরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ আওতায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন উৎপাদনের কাঁচামাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এ অভিযান

কুষ্টিয়াতে মুক্তিযোদ্ধার বন্দোবস্তকৃত সম্পত্তি জোরপূর্বক দখল!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালিকাতলায় বীর মুক্তিযোদ্ধার বন্দোবস্তকৃত সরকারী সম্পত্তিতে সাময়িক ভাবে চায়ের দোকানের মৌখিক  অনুমতি নিয়ে জোরপূর্বক দ্বিতীয়তলা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবা বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাসের বিরুদ্ধে। ভুক্তভোগী মৃত বিপ্লব অধিকারীর স্ত্রী বাসন্তী রানী জানান, তার শশুড় বীর মুক্তিযোদ্ধা মৃত রাম গোপাল অধিকারী কালিকতলা মৌজার ১৩০ খতিয়ানের আরএস ১০৬ ও ১০৭ নং দাগের ৭৭ শতাংশ সরকারী খাসজমি বন্দোবস্ত নেন। লিজ কেস নং ২০/৮৭। পরবর্তীতে উল্লেখিত সম্পত্তি ঘেঁষে বাজার গড়ে উঠলে নবা বিশ্বাস মুক্তিযোদ্ধা রাম গোপালের নিকট থেকে  চায়ের দোকান করার জন্য মৌখিক অনুমতি নেন। এবং দোকান করতে গিয়ে তিনি চায়ের দোকানের পরিবর্তে দ্বিতীয়তলা স্টেশনারী দোকান গড়ে তোলেন। এবং একই সময়ে গ্রাম্য ডাক্তার ফিরোজ একই ভাবে জমিটির সম্মুখভাগের বাদ বাঁকী অংশে স্থাপনা করে দখলে নেন। পরবর্তীতে বীরমুক্তিযোদ্ধা রামগোপাল অধিকারী ও তার একই ছেলে বিপ্লব অধিকারী মারা যান। বর্তমানে বিপ্লব অধিকারীর দুই ছেলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রকি অধিকারী ও তৃতীয় শ্রেণির রুদ

কুষ্টিয়ায় কালিনদীর উপর ৮ বছর আগে নির্মাণ করা সেতুতে সড়ক স্থাপন করার আহবান!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ায় প্রায় ৮ বছর আগে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে কালী নদীর ওপর নির্মিত ত্রাণের ৩৬ ফুট দৈর্ঘ্যরে সেতুটি। এতে কাদা পানি ও বাঁশের ভাঙা চরাট দিয়ে চলাচল করছে জোয়ারদার পাড়া, শালঘর মধুয়া, কাচারী পাড়া, দুধকুমড়া ও খালপাড়া বাজারসহ আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহমুদুল ইসলাম বলেন, আমি যোগদানের পূর্বে ২০১৩ সালে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হয়েছিল। সড়কের জন্য বরাদ্দ চেয়ে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে। উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। সেতুটি জনদুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছেছে। যেকোনো মূল্যে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা দরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুইপাশের সংযোগ সড়ক ছাড়াই ২০১৩ সালে ২৫ লাখ ৫০ হাজার ৫৩২ টাকা ব্যয়ে ৩৬ ফুট দৈর্ঘ্যরে এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক মাস পরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে বালু দিয়ে জরাজীর্ণ