সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী ৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়া পুলিশ সুপারের বদলি,নতুন খাইরুল আলম।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার পুলিশ সুপার বদলি।কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত ছিলেন জনাব আরাফাত হোসেন।তিনার পরীবর্তে নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হচ্ছেন,জনাব খাইরুল আলম।

কুমারখালীতে র‍্যাব সদস্যর প্রতারণার শিকার ৪ পরিবার

রিপোর্ট,  এস, এম রুলন উদ্দিন স্বাধীন  কুমারখালী,কুষ্টিয়া। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক র‍্যাব সদস্যর প্রতারণার শিকারে ৪টি পরিবার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।  র‍্যাব সদস্য আব্দুর রাজ্জাক কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের আকাই প্রামাণিকের ছেলে। এবং র‍্যাব ৩ এর অধিনায়কের গানম্যান। ভুক্তভোগী আফছার শেখ জানান, ২০২০ সালের শুরুর দিকে একই গ্রামের  র‍্যাব সদস্য আব্দুর রাজ্জাক তার ছেলে আশিককে ফিজি পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা দাবী করে। তিনি ফেব্রুয়ারী মাসের ৫ তারিখে ব্রাক এনজিও থেকে ৪ লাখ টাকা ঋন তুলে একই দিনে রাজ্জাকের বাবা আকাই প্রামাণিককে সাথে করে রুপালী ব্যাংকে রাজ্জাকের একাউন্টে দেড় লাখ টাকা জমা দেন। এবং পরবর্তীতে একই মাসের ৯ তারিখে একই একাউন্টে আরো ২ লাখ ৩০ হাজার টাকা এবং নগদ সহ ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ভিসা জাল প্রমাণিত হওয়ায় বিদেশ যেতে না পারলে রাজ্জাক  টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন। বিষয়টি নিয়ে এলাকায় শালীস