সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ১৩, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়া ওয়ার্ড কাউন্সিলরের ছেলে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলের ছেলে ইয়াবাসহ র‍্যাবের জালে ধরা পড়েছে। কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে শহরের বাড়াদী এলাকা থেকে র‌্যাব-১২-এর সদস্যরা তাকে এক সহযোগীসহ আটক করেন। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। আটককৃতরা হলেন কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও শহরের বাড়াদী (কানা বিলের মোড়) এলাকার মৃত জিলাল হকের ছেলে রুবেল (২৯)। র‌্যাব-১২-এর সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সদর থানার বাড়াদী এলাকায় কেনাল রোডে মনির উদ্দিনের বাড়ির সামনে  ইয়াবা কেনাবেচার সময় মেহেদী হাসান ও তার সহযোগী রুবেলকে আটক করা হয়। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রাতে যেসব এলাকায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে!

ইসমাম পারভেজ কনক রাজধানীসহ দেশের বেশকিছু অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হয়েছে। আজ রাতসহ রোববারও (১৪ মার্চ) দেশের ৫ বিভাগের দুয়েক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকায় আজ ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৮ মিলিমিটার, মাদারীপুরে ১ মিলিমিটার, চাঁদপুরে ২ মিলিমিটার, ঈশ্বরদীতে ১ মিলিমিটার, বগুড়ায় ৬ মিলিমিটার, ডিমলায় ২ মিলিমিটার, রাজারহাটে ৬ মিলিমিটার ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর বাইরেও নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎস

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

ইসমাম পারভেজ কনক ঢাকাসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে। আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক। 

৬ দিনের সফরে ঢাকায় সুইডেনের মন্ত্রী

ইসমাম পারভেজ কনক ৬ দিনের সফরে (১৩ থেকে ১৯ মার্চ) ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পের ওলসন ফ্রিধ। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দেশের বাইরে এটিই মন্ত্রী পের প্রথম সফর। ঢাকা সফরে তিনি সরকারের একাধিক পর্যায়ের নীতি নির্ধারনী ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সুইডেনের অনুদানে পরিচালিত দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার কর্মসূচি এবং উন্নয়ন কাজ দেখবেন। মন্ত্রী পের ওলসন ফ্রিধ বলেন, সুইডেনের পক্ষে প্রথম দেশের বাইরে ঢাকা সফরে এসে রোমাঞ্চিত অনুভব করছি। এই সময়টা বাংলাদেশের জন্য ঐতিহাসিক সময়। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছর ছাড়িয়েছে এবং সামনের দিনে আমরা আরও নতুন ক্ষেত্রে আমাদের সম্পর্ক শক্তিশালী করবো। তিনি আরও বলেন, করোনা সংক্রমণের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বৈশ্বিক পরিবেশ আরও সবুজ এবং অন্তর্মুখী করা প্রয়োজন। সুইডেন এই বিষয়ে সহায়তা করতে প্রস্তুত।

২১ মার্চ পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বৃহৎ গ্রহাণু

ইসমাম পারভেজ কনক আগামী ২১ মার্চ একটি বৃহৎ আকৃতির গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এটির আকৃতি শূন্য দশমিক ৯ কিলোমিটার বা শূন্য দশমিক ৫৬ মাইল প্রস্থ। বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি দ্বারা পরিচালিত জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) তথ্যমতে, ওইদিন ২০০১এফও৩২ নামের গ্রহাণুটি পৃথিবীর খুবই নিকটতম স্থানে অবস্থান করবে। পৃথিবী এবং গ্রহাণুটির দূরত্ব থাকবে ২ মিলিয়ন কিলোমিটার বা ১ দশমিক ২৫ মিলিয়ন মাইল। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটুকু তারচেয়েও পাঁচগুণ বেশি দূরত্বে অবস্থান করবে গ্রহাণুটি। ফলে আমাদের গ্রহের সঙ্গে এটির সংঘর্ষ বাধার কোনো সম্ভাবনা নেই। তবে এটির কাছাকাছি আসা জ্যোতির্বিদদের এক দূর্লভ জিনিস দেখার সুযোগ এনে দিবে, জেপিএল জানায়। বিবৃতিতে প্রতিষ্ঠানটির সেন্টার ফর নয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের পরিচালক ও গবেষক পল চোদাস বলেন, ১ দশমিক ২৫ মিলিয়ন মাইলের মধ্যে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ বাধার মতো কাছাকাছি আসার কোনো সুযোগ নেই। গ্রহাণুটি আনুমানিক ঘণ্টায় ১ লাখ ২৪ হাজার বা ৭৭ হাজার মাইল বেগে পৃথিবীকে

পাঁচ বছরের মধ্যে বিশ্বে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ

ইসমাম পারভেজ কনক করোনাকালে বাংলাদেশেও পণ্যভেদে দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত   করোনাকালে সারাবিশ্বে খাদ্যশষ্যের দাম বেশ বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে খাদ্যশষ্যের দাম ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব পরিস্থিতির মধ্যে বাদ যায়নি বাংলাদেশও। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা হানা দেয়। এরপর থেকে অন্যান্য পণ্যের সঙ্গে খাদ্যশষ্যের দামও বাড়তে থাকে। দর বৃদ্ধির এই হার কোনো কোনো ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত। জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (ফাও) বিশ্বব্যাপী খাদ্য পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে খাদ্যশষ্যের দাম নিকট ভবিষ্যতে আরো বাড়তে পারে। ফাওয়ের পর্যবেক্ষণে দেখা যায়, করোনা মহামারি শুরু হবার পর থেকে বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়তে থাকে। চাল, ডাল, ভোজ্যতেল, গম, বার্লি, বিভিন্ন ডেইরি পণ্য, মাছ, মাংস সবকিছুর দাম বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে পণ্যগুলোর উত্পাদন কমে যাওয়া আবার কোনো ক্ষেত্রে দেশগুলোর অতিরিক্ত মজুতদারি বাড়ানোর কারণে দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে দেখা যায়, এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে মাংসের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশে

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনের কর্মসূচি

ইসমাম পারভেজ কনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ বিকাল সাড়ে ৪টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যহানি না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে আমাদের বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার এবং আসার আগ্রহ প্রকাশ করেছেন। এতে আমাদের পুরো অনুষ্ঠানটি নতুন করে বিন্য

যেসব কারণে ত্বক কালো হয়

ইসমাম পারভেজ কনক ত্বক যেন পুড়ে ছাই। যেখানে সেখানে কালো দাগ। সেই দাগ ছোপের আড়ালে যেন আসল চেহারাটাই ঢেকে যায়। বেশিরভাগ নারীদের কাছে এটি সাধারণ একটি সমস্যা। তবে শুধুমাত্র রোদে পুড়ে ত্বক কালো হয় না। আরো বিভিন্ন কারণ রয়েছে স্কিন কালো হয়ে যাওয়ার পিছনে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে তাই আগে থেকেই জেনে রাখুন, কি কি কারণে ত্বক কালো হয়ে যায়- হাইপার পিগমেন্টেশন: ত্বকের মধ্যে থাকে কোষ দ্বারা উত্‍পন্ন মেলানিন। এই রঞ্জক পদার্থটির পরিমাণের উপর নির্ভর করে ত্বকের রং কেমন হবে। সাদা না শ্যামলা নাকি কালো। ত্বকে মেলানিনের মাত্রা অতিরিক্ত হলে, তখন ত্বক কালো হয়ে যায়। ভিটামিনের অভাব: ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ, বি, সি এবং বি-কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ। যদি শরীরে এইসব উপাদানের অভাব থাকে, তা হলে ত্বক কালো হয়ে যায়। ম্লান দেখায়। চামড়ার অসুখ: চর্মরোগের কারণেও অনেকসময় ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায়। লিচেন সিমপ্লেক্স ক্রনিকাসের মতো সমস্যার কারণে ত্বক মোটা হয়ে যায়। জ্বালা যন্ত্রণা দেখা দেয়। চামড়া কালো হয়ে যায়। অপুষ্টি: শরীরে যদি সঠিক পুষ্টি না পৌঁছায়, তা হলেও ত্বক কালো হয়ে যেতে পারে। লিভারের

পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি?

ইসমাম পারভেজ কনক উত্তর জানতে লেখার উপর ক্লিক করুন। আরও জানুনঃ পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জানতে লেখার উপর ক্লিক করুন।

অনলাইনে বাস্তব ইনকাম পর্ব-০৬

ইসমাম পারভেজ কনক আপনি যদি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়  ফ্রিল্যান্সিং  বা  আউটসোর্সিং  এর মাধ্যমে  অনলাইনে আয়  করার চেষ্টা করেছেন। কিন্তু  অনলাইনে আয়  সে তো মরীচিকা, হয়তো অনেকবার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এই সেদিন আপনার পাশের বাড়ির কুদ্দুছ বা পরিচিত রহিমও টাকা পয়সার জন্য হা-হুতাশ করতো। কিন্তু  অনলাইনে ইনকাম  করে তাদের জীবন ধারাও পাল্টাতে শুরু করেছে। সারাক্ষণের সঙ্গী হাতের স্মার্টফোন বা মুভি দেখার কম্পিউটার টাই যদি হয়ে যায় আপনার উপার্জনের মাধ্যম, তাহলে নিশ্চয় মন্দ হয় না। আর আপনি যদি পরের অধীনে কাজ না করে স্বাধীন ভাবে আয় উপার্জন করতে চান তাহলে আপনার  ফ্রিল্যান্সিং ক্যারিয়ার  শুরু করার জন্য এই লেখাটি হতে পারে সঠিক দিক নির্দেশনা।   কন্টেন্ট রাইটিং বা লেখালেখি ইন্টারনেটে অর্থ উপার্জন করার অন্য আরেকটি জনপ্রিয় উপায় হল বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখা। আপনি বিভিন্ন ব্লগ, কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি, পন্য নিয়ে লিখতে পারেন। বিভিন্ন ধরনের লেখার জন্য কন্টেন্ট রাইটাররা বিভিন্ন পরিমানে পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে সাধারনত কন্টেন্ট রাইটাররা ৫০০ শব্দের কন্টেন্ট

চাকরি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়

ইসমাম পারভেজ কনক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ৬টি পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে আগ্রহীরা আগামী ৩১ মার্চ ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কৃষি মন্ত্রণালয়  পদের নাম: সরেজমিনে তদন্তকারী পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ১৪টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে

ধুমপান থেকে কীভাবে মুক্তি পাবেন?

ইসমাম পারভেজ কনক ধুমপান ছাড়ুন,সুস্থ থাকুন। সিগারেট ছাড়তে চান? জানুন কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা... ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ- এই বিধিবদ্ধ সতর্কীকরণের পরও আমরা কতটা সচেতন? সিগারেটের দাম বাড়লেও বিক্রি বেড়েছে সমানতালে। নিজেদের ক্ষতি হচ্ছে তা সকলেই বুঝতে পারছেন, কিন্তু নেশা ছাড়তে পারছেন কোথায়? অনেকে এখন শুধুমাত্র স্টাইল কিংবা বন্ধুদের কাছে নিজেদের স্টেটাস বজায় রাখতেই সিগারেট খান। কিন্তু পরবর্তীতে তাই নেশায় পরিণত হয়। ঘটা করে প্রতি বছর বিশ্ব তামাক বর্জন দিবস পালন করা হয় ৩১ মে। সেমিনার, আলোচনা চক্র অনেক কিছুরই আয়োজন করা হয়। কিন্তু তাতেও কজন আর নেশা ছাড়তে পারেন ? দীর্ঘদিন ধরে আপনিও কি নেশা ছাড়ার কথা ভাবছেন? কিন্তু ছাড়তে পারছেন না? তাহলে এই আর্টিকেল থাকল আপনার জন্যেই। জানুন কীভাবে ছাড়বেন সিগারেটের নেশা। কী বলছেন বিশেষজ্ঞরা। সিগারেট যখন ছাড়বেন বসে ঠিককরেছেন তখন মদ্যপানের অভ্যেসও ছেড়ে ফেলুন। বরং বেশি করে জল খান। নুন চিনি লেবুর শরবত বা অন্য কোনও ডিটক্স ওয়াটার বার বার খান। ফলের রস খেতে পারেন। যদি মনে হয় মুখ, হাত ফাঁকা লাগছে তাহলে পেন্সিল কিংবা পেন পে

জেনে নিন পদ্মা সেতুর আদ্যোপান্ত

ইসমাম পারভেজ কনক দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর ৪১তম ও শেষ স্প্যানটি ১০ ডিসেম্বর বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুর মূল কাঠামো ৬.৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।  এরপরের ধাপে সেতুর ওপর সড়ক ও রেলের স্ল্যাব বসানোর কাজ শুরু হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।  পদ্মা সেতুর প্রকল্পের নাম- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিলোমিটার, তবে ডাঙার অংশ ধরলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৯ কিলোমিটার।  পদ্মা সেতুর প্রস্থ- চার লেন সড়কের সেতুটির প্রস্থ ৭২ ফুট। পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হবে- নিচ তলায়। সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয়- ২০১১ সালের ১১ জানুয়ারি।  পদ্মা সেতুর ভায়াডাক্টের দৈর্ঘ্য- ৩.১৮ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন দুই প্রান্তে- ১২ কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়কের দৈর্ঘ্য- দুই প্রান্তে ১৪ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয়- মোট খরচ করা হচ্ছে ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি টাকা। ৪ ডিসেম্বর পর্যন্ত ব্যয় করা হয়েছে- ২৪ হাজার ১১৫.০২ কোটি টাকা।  পদ্মা সেতু প্রকল্পে নদ