সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়া ওয়ার্ড কাউন্সিলরের ছেলে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

ইসমাম পারভেজ কনক


 কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলের ছেলে ইয়াবাসহ র‍্যাবের জালে ধরা পড়েছে। কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে শহরের বাড়াদী এলাকা থেকে র‌্যাব-১২-এর সদস্যরা তাকে এক সহযোগীসহ আটক করেন। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও শহরের বাড়াদী (কানা বিলের মোড়) এলাকার মৃত জিলাল হকের ছেলে রুবেল (২৯)।

র‌্যাব-১২-এর সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সদর থানার বাড়াদী এলাকায় কেনাল রোডে মনির উদ্দিনের বাড়ির সামনে  ইয়াবা কেনাবেচার সময় মেহেদী হাসান ও তার সহযোগী রুবেলকে আটক করা হয়।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মন্তব্যসমূহ