সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুষ্টিয়ায় খাদ্য অধিদপ্তরের সাড়ে ১৩ টন চাউল সাইফুলের গোডাউনে

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাদ্রাসা পাড়ার সাইফুলের ভাড়াকৃত গোডাউনে সাড়ে ১৩টন চাউলের মজুদ পাওয়া গেছে। গোডাউনের মালিক তালেব এর থেকে সাইফুল ভাড়া নিয়ে গোডাউনটি চালাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, "শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" স্লোগানের খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০কেজির বস্তার সর্বমোট সাড়ে ১৩টন সরকারী চাউল ঐ গোডাউনে মজুদ আছে। গোডাউনের মালিক সাইফুল জানান, কুষ্টিয়া পুলিশ লাইন থেকে এই সাড়ে ১৩টন চাউল তিনি ৩৮টাকা দরে ক্রয় করে ৪০টাকা দরে বিক্রি করছেন। কিন্তু চাউল ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। বিষয়টি জানার পর থেকেই উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করতে থাকলেও প্রায় ৩ঘন্টা ফলাফল শূন্য। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে জেলা পুলিশকে অবগত করার পর জগতী ক্যাম্পের আইসি এস আই মেহেদী ঘটনাস্থলে পৌঁছানোর পর দুর্নীতিবাজ সাইফুল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে নতুন নাটকের জন্ম দেন। একজন সাংবাদিক তার কাছে টাকা চেয়েছেন বলে নাটক তৈরী করেন। এই নাটকে তার দশম শ্রেণীতে পড়ুয়া ছেলেও মোবাইল হাতে নিয়ে নিজেকে বড় ইউটিউ

মুনিয়ার সুরতহাল রিপোর্টে যেসব বর্ণনা দিয়েছে পুলিশ!!

ইসমাম পারভেজ কনক বর্তমানে দেশে চাঞ্চল্যকর ঘটনা রাজধানীর গুলশানে অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার। মুনিয়া ‘আত্মহত্যা’ করেছে, নাকি তাকে ‘হত্যা’ করা হয়েছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে তদন্তকারীরা। ফ্ল্যাটে মুনিয়াকে যে অবস্থায় পাওয়া গিয়েছিলো, সে বিষয়ে বর্ণনা দিয়ে কিছু সুপারিশ করেছে পুলিশ। . এই তরুণীকে ‘ধর্ষণ’ কিংবা ‘বিষ প্রয়োগ’ করা হয়েছিল কি না? তা খতিয়ে দেখতে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের কাছে সুপারিশ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানীর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান। মুনিয়ার মৃত্যুর পর আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেনের লেখা একটি সুরতহাল  রিপোর্ট হাতে এসেছে।  . তাতে তিনি লিখেছেন, ‘হত্যার আগে ভিকটিম ধর্ষিত হয়েছে কি না তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কিংবা তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না তাও তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।’  . সুরতহাল প্রতিবেদনে বলা হয়, ‘মুনিয়ার বয়স ২৩ বছর। গায়ের রং ফর্সা। লম্বা অনুমান ৫ ফুট ৩ ইঞ্চি। মাথার চুল লম্বা অনুমান ১২ ইঞ্চি। চুলের রং বাদামি। মুখমণ্

বসুন্ধরা এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা,কঠোর শাস্তির দাবী জনগণের

ইসমাম পারভেজ কনক  রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাটে উদ্ধার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার (২১) মরদেহ কুমিল্লায় তার মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর জানাজা শেষে কুমিল্লা শহরের টমছমব্রিজ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুনিয়ার মরদেহের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে কুমিল্লার পথে রওয়ানা হন। বিকেলে শহরের উত্তর বাগিচাগাঁও এলাকায় নিজেদের বাড়িতে পৌঁছায় মুনিয়ার মরদেহবাহী গাড়ি। সেখানে স্বজনরা তাকে শেষ বিদায় জানান। গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশান ২-এর ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একাই থাকতেন ওই ফ্ল্যাটে। এক লাখ টাকা ভাড়ায় মাস দুয়েক আগে ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি। তবে তার পরিবার থাকে কুমিল্লা শহরে। মামলার প্রতিবেদন দাখিল ৩০ মে ============= মরদেহ উদ্ধারের পর রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। মামলা নম্বর-২৭

কুষ্টিয়ায় ৫০ টাকার তরমুজ ৫৫ টাকা কেজি বিক্রির দায়ে ১১,০০০ টাকা অর্থদন্ড ও আদায়

ইসমাম পারভেজ কনক জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে আজ ২৬/০৪/২০২২ তারিখে  কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য ও ফলের বাজারে মনিটরিং কার্যক্রম  এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে  ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করা এবং তরমুজের মূল্য বেশি রাখার দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর  ১৯ ধারায় ৪ টি মামলায় ৪ টি প্রতিষ্ঠান কে মোট ১১,০০০/ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে একই সাথে রমজান মাসকে উপলক্ষ্য করে অন্যায্যভাবে দাম বৃদ্ধি না করতে তরমুজ ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে৷  জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিজু তামান্না ও জনাব মোঃ বনি আমিন এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়।  ইফতার সামগ্রী ও মৌসুমী ফলের অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে এক ভুয়া ডাক্তারকে আটক!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন এর কোর্ড জাল করে মানুষের সাথে প্রতারণার অপরাধে কে এইচ খান বিজয় নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। আজ দুপুরে শহরের মোল্লাতেঘরিয়া এলাকার কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ঐ ডাক্তারকে আটক করা হয়। এ সময় তার সাটিফিকেট যাচায়-বাছায় করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল জাল কোর্ড জালিয়াতির প্রমান পাওয়া এম কে এইচ খান বিজয় নামে ভুয়া ডাক্তার কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ডাক্তার কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে মালিক সাইদুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মাহাফুজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিল!

অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত

ইসমাম পারভেজ কনক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনতিবিলম্বে ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ( www.nu.ac.bd ) মাধ্যমে সকলকে জানানো হবে।   আজ শনিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।   দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ অনেকেই যুক্ত ছিলেন। মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয়।   উপাচার্য জানান, ‘শিক্ষার্থীদের শ

কুষ্টিয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে নির্যাতন ১

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হয়েছেন নন্দলালপুর ইউনিয়নের মজিবর জোয়ার্দারের স্ত্রী শিল্পী খাতুন(৪০) ও তার মেয়ে সুমী খাতুন(২৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দলালপুর গ্রামে মজিবরের বাড়িতে  প্রতিপক্ষ হামলা চালিয়ে  তার স্ত্রী ও মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে বলে জানা যায়।  ভুক্তভোগী মজিবর জোয়ার্দার জানান, তার ছেলে সিহাব জোয়ার্দারের(১৬) সাথে একই এলাকার জনাব মালিথার ছেলে ফিরোজের গত মঙ্গলবার বাইসাইকেল সাইড দেয়া নিয়ে বাকবিতন্ডা হয়। পরেরদিন তাদের প্রতিবেশী আশিক শিহাবের বাইসাইকেল নিয়ে নদীতে গোসল করতে গেলে ফিরোজ বাইসাইকেলটি ভাংচুর করে। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে সিহাব ও ফিরোজের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে ফিরোজের পরিবারের লোকজন বানাত মালিথা,অনাথ মালিথা, সুরুজ মালিথা, মুজাম মালিথা জনাব মালিথা, আজিজুল মালিথা ও কুটি মালিথা সহ ১৫/২০ জন দেশিয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে তার ছেলেকে মারধর শুরু করলে সে দৌড়ে গিয়ে ঘরে দরজা লাগিয়ে দেয়। এবং এসময় তার স্ত্রী ও মেয়ে ঠেকাতে গেলে হামলাকা

বাঁশবাগানে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার!!

ইসমাম পারভেজ কনক মাদারীপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের নামে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। . স্বজনরা জানায়, শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির উঠানে বের হয় মাদারীপুর সদরের কালিকাপুরের ষষ্ঠ শ্রেণির ওই মাদ্রাসাছাত্রী। ওত পেতে থাকা একই গ্রামের জাকির মোড়ল, বাদল মাতুব্বরসহ ৪ জন মুখ চেপে ধরে ওই শিক্ষার্থীকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে জাকিরসহ তার সহযোগীরা ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনার ৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় বাগান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ভর্তি করে জেলা সদর হাসপাতালে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। প্রাথমিক পর্যায়ে গুরুতর হলেও বর্তমানে মাদ্রাসাছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে এখনো চিকিৎসা চলছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ। এদিকে ধর্ষণের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের

কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুন্ডুপাড়া এলাকায় ফারজানা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী ফারজানা জানান, আমার স্বামী এস এম আতি বিন বাপ্পি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য আমাকে চাপ দিয়ে আসছিলো। আমি আমার বাবার বাসা থেকে যৌতুক না এনে দেওয়ায় মাঝে মাঝেই আমাকে আমার স্বামী এবং তার পরিবারের সদস্যরা অত্যাচার নির্যাতন করে। আমি এই অত্যাচার সহ্য করতে না পেরে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছি।  গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত দশটার সময় আমার স্বামী ও তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এক লক্ষ টাকা যৌতুক দাবি করে। আর এতে আমি অপারগতা প্রকাশ করলে সেলিম রেজা, সেলিম রেজার স্ত্রী মিনা খাতুন, উবায়েদ হাসান পাপ্পুর স্ত্রী কেয়া খাতুন, সেলিম রেজার ছেলে ওবায়েদ হাসান পাপ্পু ও আমার স্বামী লোহার রড লাঠি ও কাঠের বাটাম দিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে ফেলে চলে যায়।  খোঁজ নিয়ে জানা গেছে ফারজানা ইয়াসমিন এবং এস এম আতি ব

কুষ্টিয়ায় কলেজ ছাত্রীর ঘরে ধরা পরায় প্যান্ট ফেলে পালালো যুবদল সভাপতি!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ায়  কলেজ ছাত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে গভীর রাতে ঐ ছাত্রীর সাথে কু-কর্মে লিপ্ত থাকা অবস্থায় ধরা খেয়ে পরনে থাকা প্যান্ট ফেলেই পালালো এক ইউপি যুবদলের সভাপতি। এ ঘটনার পর স্থানীয়রা শালিসি বৈঠক করে সমোঝতা করার কথা বল্লেও লকডাউনের কারনে হচ্ছে না শালিসি বৈঠক। এ দিকে ঘটনার পর থেকে পালিয়ে গাঢাকা দিয়েছে ওই যুব দল সভাপতি আশরাফুল আলম। এ বিষয় নিয়ে এলাকায় চলছে চাপা গুঞ্জন। স্থানীয়রা জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কুন্টিয়ারচর গ্রামের মোজাম শেখের ছেলে (শেখ,ফেসবুকে সৈনিক আলম নামে পরিচিত) কুর্শা ইউপি যুবদলের সভাপতি আশরাফুল আলম দুই স্ত্রী থাকার পরও পরকীয়ায় জড়িয়ে ১০ এপ্রিল রাত ২ টার দিকে একই এলাকার এক কলেজ ছাত্রীর ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে কুকর্মে লিপ্ত থাকা অবস্থায় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে আশপাশের লোকজন। এ সময় আশরাফুল আলম জামা প্যান্ট ফেলে শুধু জাঙ্গিয়া পরেই দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য শাহাজাহান আলী ভেল্টু( মেম্বর) এর কাছ থেকে লুঙ্গি নিয়ে সটকে পড়ে। এ দিকে এ ঘটনার পর স্থানীয়রা একটি শালিসি বৈঠক করে ঘটনার সমাধানের কথা বললেও লকডাউ

সামান্য বেতনে কাজ করা মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী !

ইসমাম পারভেজ কনক ছবিটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন না। অবশ্য না চেনারই কথা। কেননা হ্যাংলা-পাতলা সেই যুবকের ছিল না তখন কাড়ি কাড়ি টাকা, ছিল না কোনো জশ-খ্যাতি। তখনকার সেই যুবক সামান্য বেতনে একটা কোম্পানিতে চাকরি করতেন। তবে স্বপ্ন এবং কাজের প্রতি ডেডিকেশনটা ছিল তার। সেই স্বপ্নই তাকে বানিয়েছে বিশ্বের শীর্ষ ধনী। বলছিলাম বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও স্পেসএক্সের মালিক এলন মাস্কের কথা। এলন মাস্কের পুরনো এ ছবিটি টুইটার দুনিয়ায় ভাইরাল। ছবিটি শেয়ার করেছেন প্রণয় পাথলে নামের এক ব্যক্তি। এরপই সেটি হাজার হাজার মানুষ রিটুইট করেছেন। বিষয়টি নজরে এসেছে এলন মাস্কেরও। সেটিকে তিনি সোনালি অতীত হিসেবে অভিহিত করেছেন। ভাইরাল হওয়া ছবিটি ৯০ এর দশকের। তখন এলন মাস্ক ‘রকেট সায়েন্স’ নামের এক কোম্পানিতে জুনিয়র কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এই যুবকই নিজ কর্মগুণে পরে হয়ে উঠলেন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। জানা গেছে, ৯০ এর দশকে ওই ভিডিও কোম্পানির চাকরিটি এক সময় ছেড়ে দেন এলন মাস্ক। পরে তৈরি করেন নিজের কোম্পানি স্পেসএক্স। পরে প্রতিষ্ঠা করেন টেসলা নামে আরও একটি প্রতিষ্ঠান। এরপর আর কখনও পেছন ফিরে তাকাতে হয়নি। এলন মাস্ক বনে গেছেন বিশ্ব

কুষ্টিয়ায় ইউপি সদস্যের ছেলে ৫২ পিস ইয়াবাসহ আটক

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ পুকাড়ী মেম্বারের ছোট ছেলে আবির মাহমুদ প্রান্ত ওরফে রিয়েল রকি (২৮) ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় মডেল থানার ওসি অপারেশন মামুনুর রশিদের নেতৃত্বে মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও মডেল থানার এএস আই আসাদ মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৯ এপ্রিল  আনুমানিক রাত ১২ টা ৪৫ মিনিটের সময় শহরের পূর্ব মিলপাড়া এলাকার রেজাউলের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ আসামী রিয়েল মাহমুদ রকিকে গ্রেফতার করে। রকি কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ী মেম্বারের ছোট ছেলে। বিভিন্ন সুত্রে জানা যায়, রকি দীর্ঘ দইন যাবত ছেঊড়িয়া মন্ডল পাড়া এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো। পুলিশ একাধিকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেও সক্ষম হয়নি।

কুষ্টিয়ায় সাংসদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট শেয়ার দেয়ায় যুবক আটক

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া ০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কুমারখালী থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর থেকে  দায়েরকৃত মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ। ফেসবুকে পোস্টকারী জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মধ্যেপাড়ার মৃত দিরাজ আলীর ছেলে  রফিকুল ইসলাম (৩০)। তিনি পেশায় একজন সিএনজি চালক।এবিষয়ে মামলার বাদী সাংদের চাচাতো ভাই আবু সাইদ জনি বলেন, আসামী ইচ্ছাকৃতভাবে ভাইয়ের সম্মান ক্ষুন্ন করার জন্য নাম ও ছবি সম্বলিত আপত্তিকর পোষ্ট শেয়ার দিয়েছেন। যে কারনে থানায় মামলা দায়ের করেছি।এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন,  স্থানীয় সাংসদকে নিয়ে " বাঁশেরকেল্লা " নামক আইডিতে পোষ্টকৃত একটি আপত্তিকর পোষ্ট Md. Rafiqul Islam নামক আইডিতে শেয়ার দেওয়ায় হয়। বিষয়টি ফেসবুকে দেখতে পেয়ে সাংসদের চাচাতো ভাই ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৬। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়। উল্লেখ্য থানায় দা

কুষ্টিয়ার কুমারখালীতে হাত পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালীতে আবাদি জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিহতের বাড়ির অদুরে আবাদি জমি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।  নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হায়াত আলীর ছেলে নজিরউদ্দিন (৫৯)।  এলাকাবাসী জানায়,স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ গ্রুপের সাথে বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৫ জানুয়ারি বাবলু গ্রুপের সবুর নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে থানায় সরোয়ার গ্রুপের সমর্থিতদের আসামী করে মামলা দায়ের করেন। মামলা নিয়েও দুইপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল। এরমধ্যে আজ শনিবার সকাল ৬ টার দিকে সরোয়ার গ্রুপের সমর্থিত নজির উদ্দিনের মরদেহ নিজ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ পশ্চিমে রজব মোল্লার আবাদি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেওয়া হয়।   নিহতের ছেলে মিরাজ জানান, তার বাবা প্রায় দিনই  পুকুর পাড়ের বাঁশের চরাটের উপর রাতে শুয়ে থাকত। গতকাল রাত ১২ টার দিকেও সেখানে ছিলো।  সকাল ৬ টার দিকে তার চাচী শিউলী খাতুন জানায় আমার বাবা বাড়ির অদুরে  রজব মোল্লা

কুষ্টিয়া মোল্লাতেঘরিয়া থেকে এক গৃহবধূর মাটি চাপা লাশ উদ্ধার করেছে পুলিশ

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া শহরতলীর মোল্লা তেঘড়িয়া ক্যানেলপাড়া রান্না ঘর থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় রিমি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ এপ্রিল রাত ৮টার সময় রুবিনা নামে এক প্রতিবেশী বাড়ির ভিতরে পানি আনতে গেলে পচা গন্ধ পায়।  বিষয়টি ঐ মহিলা বাড়ির মালিক মুরাদ হোসেনকে জানালে সে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে গৃহবধূর অর্ধগলিত মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে। পুলিশের ভাস্যমতে আনুমানিক এক মাস পূর্বে মৃত দেহটি মাটি চাপা দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মৃত দেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  বাড়ির মালিক মুরাদ হোসেনের দেওয়া তথ্যমতে গত ফ্রেব্রুয়ারি মাসে খোকসার বাসিন্দা আলামিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসা ভাড়া নেয়। ওই বাসায় আলামিন ও তার স্ত্রী রিমি থাকত। কুষ্টিয়া জাহাঙ্গীর হোটেলের মিষ্টি বানানোর কারিগর হিসাবে কাজ করত আলামিন। আলামিন গত এক মাস যাবৎ ওই বাসায় ভাড়া থাকলেও আসত না।  বাড়ির মালিক একাধিকবার মোবাবাইল ফোনে আলামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পায়নি। তিন মাস আগে বাসা ভাড়া নেওয়ায় প্রতিবেশীরাও তেমনভাবে চিনতো না আলামিন ও তার স্ত্রী রিমিকে

কুষ্টিয়ায় আজ ১১টি মোবাইল কোর্টে ৫১টি মামলায় ৫৪জনকে ৭৮,৪৫০ টাকা জরিমানা আরোপ ও আদায়

ইসমাম পারভেজ কনক আজ ১৫/০৪/২০২১ তারিখে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের নিমিত্ত সংশ্লিষ্ট আইনসহ তফসিলভূক্ত অন্যান্য আইনে  কুষ্টিয়া জেলা শহর ও  উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। আজ কুষ্টিয়া জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্যাদি নিম্নরুপঃ    *মোবাইল কোর্ট অভিযানঃ ১১ টি  *মামলার সংখ্যাঃ  ৫১ টি  *অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ  ৫৪ জন *আদায়কৃত জরিমানার পরিমানঃ ৭৮,৪৫০/- টাকা  *আইন ও ধারাঃ  সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা / দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা/ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা৷    জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷  #

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে দেশি মদ ও বিয়ার সহ একজন আঁটক

ইসমাম পারভেজ কনক  র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাবের একটি চৌকষ অভিযানিক  ১৫ এপ্রিল ২০২১ ইং তারিখ দুপুর দেড়টার  সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ আমলাপাড়া স্পোটিং ক্লাবের সামনে পঁাকা রাস্তার উপর” একটি মাদক অভিযান পরিচালনা করে ৭৫০মিঃলিঃ দেশি মদ,৩ পিচ বিয়ার যার আনুমানিক মুল্য ৩৯০০/-(তিনহাজার নয়শত) টাকা, ০১টি মোবাইল ফোন-, ০১টি সীমকার্ড সহ আসামী গোপাল চন্দ্র সরকার @ গোপেন (৬০), পিতা-মৃত-তারাপদ সরকার, সাং-আমলাপাড়া (বড় বাজার), থানা-সদর, জেলা-কুষ্টিয়া গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

পবিত্র কুর'আনের কিছু গুরুত্বপূর্ণ কথা

ইসমাম পারভেজ কনক ০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯) ০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)। ০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬) ০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩) ০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯) ০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪) ০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯) ০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১) ০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩) ১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩) ১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮) ১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২) ১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০) ১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০) ১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫) ১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮) ১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭) ১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩) ১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২) ২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮) ২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫) ২২. মৃতদের সম্পদ তাদ

কুষ্টিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির পোড়ানো মরদেহ উদ্ধার

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাতনামা (৪৫) নামে এক ব্যক্তির পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আজ সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসছিল মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির পোড়ানো মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান,মরদেহটি কার, তা সনাক্ত করা যায়নি,ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভুলবশত অন্য বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করলো কুষ্টিয়া জেলা পুলিশ

ইসমাম পারভেজ কনক মোঃ হারুন-অর-রশিদ(পেশা-মুদিও বিকাশ ব্যবসায়ী), পিং-মোঃ একরাম আলী বিশ্বাস, সাং-সুধিরাজপুর(পোড়াদহ), থানা-মিরপুর,জেলা-কুষ্টিয়া, গত ০২/০৪/২০২১ তারিখ রাত্র ০৮.৫৯ ঘটিকারসময় তাহার নিজ নামীয় পার্সোনাল বিকাশ একাউন্ট হতে ভূলবসত অন্য একটি বিকাশ নাম্বারে২০,৪০০/- (বিশ হাজার চারশত) টাকা চলিয়া যায়। এতদসংক্রান্তে মিরপুর(কুষ্টিয়া) থানায় একটি সাধারণ ডায়েরী করার আবেদনের প্রেক্ষিতে মিরপুর থানার সাধারণ ডায়েরীভুক্ত করা হয়। যাহার (জিডি) নং-১৬৯ তারিখ-০৫/০৪/২০২১। পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও নির্দেশে জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার এএসআই(নিঃ) মোঃ মামুনুররশিদ ঘটনাটি উদঘাটন পূর্বক দিনাজপুর জেলার সদর থানার অফিসারও ফোর্সের সহায়তায় পারগাঁও গ্রাম হতে ০৯/০৪/২০২১ তারিখরাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময় উক্ত ২০,৪০০/- (বিশ হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।অতঃপর অদ্য ১০/০৪/২০২১ তারিখ ১৩.৪০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালি

সাভারে পোশাক কারখানায় আগুণ

ইসমাম পারভেজ কনক ঢাকার সাভারে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলভার গার্মেন্টস নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনী জানিয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সদস্যরা এখনও ঘটনাস্থলে আছেন, পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া-চরপাড়া গ্রামে ট্রাকচাপায় মোঃ সিফাত (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃসিফাত স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে পার্শ্ববর্তী গড়েরবাড়ি-কাঞ্চনপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। চাঁদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ডাবলুজ্জামান জানান, সিফাত সাইকেলে করে লক্ষ্মীপুর-পান্টি গ্রাম্য সড়কে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় পান্টি ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়ায় গরু চুরির অভিযোগে তিন চোর আটক!

ইসমাম পারভেজ কনক গত ইং-০৭/০৪/২০২১ তারিখ রাত্র ০২.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন বাড়াদী মন্ডল পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনছার আলী শেখ এর গোয়াল ঘরে থাকা ০৩(তিন) টি গরু। যার মধ্যে একটি শ্যামলা কালারের গাই গরু, ছোট হালকা লাল কালারের বাছুর গরু ও অপরটি কালো কালারের একটি বকন গরু। একটি শ্যামলা কালারের গাই গরু মূল্য ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা, ছোট হালকা লাল কালারের বাছুর গরু, মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং অপরটি কালো কালারের একটি বকন গরু মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা সর্বমোট মূল্য ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা অজ্ঞাতনামা চোর/চোরেরা বাড়ীর সকলের অগোচরে ইং-০৭/০৪/২০২১ তারিখ রাত্র অনুমান ০২.৩০ ঘটিকা হতে ০৪.৩০ ঘটিকার মধ্যবর্তী সময়ে গোয়াল ঘরের তালা ভেঙ্গে উক্ত ০৩টি গরু চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-১২, তারিখ-০৭/০৪/২০২১ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হলে উক্ত মামলাটি পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মামুনুর রশিদ তদন্তভার গ্রহণ করেন। মামলাটি তদন্ত কালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উক্ত গরুগুলো চুয়াডাঙ্গা জেলায় নিয়ে যাওয়ার পথিমধ্যে আলমডাঙ

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশুবক্তা রফিকুল ইসলাম আটক

ইসমাম পারভেজ কনক  রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র‌্যাব ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান। এদিকে, বিকেলে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এরপর রফিকুল ইসলাম মাদানীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। সেসময় তল্লাশি করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোনও।  র‌্যাবের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রফিকুল ইসলাম মাদানীকে। প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে বেশকিছু পর্ন ভিডিও পাওয়া গেছে তার ব্যবহৃত ফোনে। এমনকি তার বিয়ে নিয়েও অস্পষ্টতা রয়েছে। আসমা বেগম নামে যে নারীকে বিয়ে করেছেন বলে তার যে দাবি, তা নিয়েও পাওয়া গেছে নানা তথ্য। সামাজিকভাবে রফিকুলের সঙ্গে বিয়ে হয়নি ওই নারীর।

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস,আপনারটি যাচাই করবেন যেভাবে

ইসমাম পারভেজ কনক সারাবিশ্বের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর পরিচয়, ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর সুপরিচিত একটি অনলাইন ডেটাবেজে ফাঁস করেছে হ্যাকাররা। এরমধ্যে বাংলাদেশ থেকে ৩৮ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে। ফেসবুকে আপনার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস হয়েছে কিনা একটি টুল ব্যবহার করে তা আপনি এখন যাচাই করতে পারবেন। ফেসবুক ব্যবহারকারীরা এই ওয়েবসাইট: Have I Been Pwned থেকে এখন জেনে নিতে পারবেন তাদের ইমেইল ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বারও ফাঁস হয়েছে কিনা। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তথ্য ফাঁসের ঘটনাটি পুরনো এবং এটি ২০১৯ সালে ঘটেছে। বিভিন্ন দেশের সরকার এখন এ নিয়ে তদন্ত চালাচ্ছে। ব্লিপিংকম্পিউটারডটকম নামে একটি সাইটে সাইবার নিরাপত্তা নিয়ে এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২০ সালের জুন মাস থেকে হ্যাকারদের একটি ফোরামে এসব তথ্য প্রকাশ হতে শুরু করে। ফোরাম সদস্যদের মধ্যে এই ডেটাবেজ বেচাকেনা শুরু হয়। ফাঁস হওয়া ডেটাবেজে রয়েছে- ব্যবহারকারীর ফেসবুক আইডি, মোবাইল ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অবস্থানের ঠিকানা, পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য। ফেসবুকের দাবি, বছর দেড়েক আ

কুষ্টিয়ায় বাইসাইকেল চুরির অভিযোগে চোর গ্রেপ্তার

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদাআজমপুর গ্রাম থেকে বাইসাইকেল চুরির চেষ্টার অভিযোগে এক চোর আটক করেছে পুলিশ।  আজ বুধবার বেলা ২ টার সময় নওদাআজমপুর মালিথা পাড়া ছুব্বাস মোল্লার ছেলে হাসিবুল(৯) কে ফুসলিয়ে তার বাইসাইকেল টি চুরি করে পালানোর চেষ্টাকালে সাধারণ জনতা গণধোলাই দিয়ে পুলিশ কে খবর দিলে আমলা পুলিশ ক্যাম্পের আইসি এসআই হাফিজ ও এএসআই কামরুজ্জামান  সঙ্গীয় ফোর্সসহ চোর আটক করে নিয়ে যায়। আকটকৃত চোর দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাসেম আলীর ছেলে ঈসরাইল।

নগদ-বিকাশের কোটি টাকা চুরি, ধরা পড়লো ৩ প্রতারক

ইসমাম পারভেজ কনক নগদ ও বিকাশ এজেন্ট দোকান মালিকের এক কোটি টাকাসহ টাঙ্গাইল থেকে পালিয়ে কক্সবাজারে ডিবির হাতে ধরা পড়েছেন তিন কর্মচারি।  আটকরা হলেন টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ির আনিসুল হকের ছেলে আতিকুর রহমান, তবানি টেকি এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম ও দরি হাসিল এলাকার আবদুল মান্নানের ছেলে শামীম হােসেন।  বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের কলাতলী সেন্টমার্টিন রিসাের্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি শেখ মােহাম্মদ আলী। তিনি বলেন, নগদ-বিকাশের দোকান থেকে ১ কোটি টাকাসহ তিন কর্মচারি পালিয়ে যাওয়ার অভিযােগে টাঙ্গাইলের খাটাইল থানায় একটা মামলা করেন দোকানের মালিক মাে . মহিউদ্দিন। সঠিক তথ্যের ভিত্তিতে শহরের কলাতলী সেন্টমার্টিন রিসাের্টে অভিযান চালিয়ে তিন কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে। তারা ৯৮ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারদের টাঙ্গাইলে পাঠানাে হবে বলে তিনি জানিয়েছেন ।

স্বাধীনভাবে মনেরভাব প্রকাশ করা অন্যায়

ইসমাম পারভেজ কনক হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। প্রত্যাহারের আগের দিন শনিবার (০৩ এপ্রিল) তিনি পুলিশের পোশাক পরে ফেসবুক লাইভে আসেন। পরে তার লাইভটি ভাইরাল হয়ে যায়। রোববার (০৪ এপ্রিল)এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।  ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের প্রশংসা করে এএসআই গোলাম রাব্বানী বলেন, মামুনুল হক হুজুরের একটি ভিডিও দেখলাম। যে ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন তিনি। বেশির ভাগ সাংবাদিক সেখানে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আমার প্রশ্ন, সাংবাদিককে এই অধিকার কে দিয়েছে। আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? আমি

কুষ্টিয়ায় টিসিবি'র পণ্য দিতে করোনা ছড়ায় না,মাস্কেরও প্রয়োজন পরে না!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলা থেকে আজ সকালে হরিপুর বোয়ালদাহ মোড়ের চিত্র। নেই কোন মাক্স নেই কোন সামাজিক দুরত্ব। মূলত করোনা সংক্রমণ রোধে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ তার প্রথম দিন।কিন্ত পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে কি উদ্দেশ্যে এই লকডাউন। হয়তো তারা ভাবছে সরকারি ভাবে কোন কার্যক্রম করলে সেখান থেকে করোনা ভাইরাস ছড়াবেনা।এলাকাবাসী মনে করছে করোনা সংক্রমণ রোধে টিসিবি'র পণ্য বিক্রয়কারীদের অনেক সচেতনতার সাথে স্বাস্থ্য বিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিৎ বলে মনে করেন তারা।

কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নির্মাণাধীন দোকানঘরের উড়ন্ত টিনে গলা কেটে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশিধরপুর এলাকার সাদ মন্ডলের বড় ছেলে। রবিউল পেঁয়াজের ব্যবসা করতেন।  নিহত রবিউল ইসলামের মেজ ভাই সুরমার আলী প্রতিবেদককে জানান, সন্ধ্যার দিকে ভেড়ামারার মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনের সামনে কালবৈশাখী ঝড়ে উড়ন্ত টিনে গলা কেটে গুরুতর আহত হন রবিউল। উক্ত স্থান থেকে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  নিহত ব্যক্তির পরিবার জানা গেছে, রোববার দুপুরে রবিউল ইসলাম বাড়ি থেকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় পেঁয়াজ কিনতে যান। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রবিউল পেঁয়াজবাহী ট্রলির ওপর বসে ছিলেন। চলন্ত অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই নির্মাণাধীন একটি দোকানের টিন উড়ে এলে গলা কেটে গুরুতর আহত হলে দ্রুত তাকে কুষ্টিয়া স

বিয়ের প্রলোভনে সহবাস,বিয়ে না করাই তরুনীর আত্মহত্যা।

ইসমাম পারভেজ কনক বিয়ের আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক করে বিয়ে না করাই তরুণী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার  বটতৈল ইউনিয়ন এর চার মাইল  আনছার ক্যাম্প এলাকায়। এলাকাবাসী সুত্রে জানা যায়,স্থানীয় হাবির ছেলে বাদল রহমান এর সাথে কবিরাজ পারার শরিফুল ইসলাম এর মেয়ে সুমায়া আক্তার শরিফার প্রায় দুই বছর যাবত প্রেম ছিলো।ঘটনার দিন বাদল বলে আমার পরিবার তোমাকে মেনে নিতে চায়না।তুমি আমার সাথে আর যোগাযোগ করবেনা।আমি বৈশাকি কে ভালো বাসি।মেয়ে বলে শারিরিক সম্পর্ক করার পর কেন এই কথা বলছো,আগে বলতে পারতে।তাই বলে সে কানতে কানতে চলে আসে।এসে কাওকে কিছু না বলে নিরবে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।অন্য প্রেমিকাকে তার কাছে এনে দেওয়ার কথাও জানায় বাদল।মৃতের ফুফি রুপালি আক্তার রুপা বলে, আমার ভাইয়ের মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যেতে এসেছিলাম কিন্তুু এখন আমি কাকে নিয়ে যাবো,তাই বলে কেদে ওঠে।ওকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে,ওকে যারা বাধ্য করেছে তাদের আমি ও আমার পরিবার দৃষ্টান্তমূলক মৃতুদ্ন্ড শাস্তি দাবি করছি। এর সাথে ছেলের চাচা ও পিতাও প্ররোচনাকারী।কারন ছেলের চাচা তার পিতার কথা মত আমাদের

মুক্তির পর ফেসবুকে স্ট্যাটাস দিলেন মামুনুল হক

ইসমাম পারভেজ কনক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন। মুক্তির পর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় তিনি মুক্ত হন। তার অবরুদ্ধের খবর পেয়ে হেফাজতকর্মীরা রিসোর্টতে জড় হন। এ সময় তিনি হেফাজতকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। পরবর্তীতে তিনি তার ফেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !!’  এর আগে সন্ধ্যায় মুক্ত হয়ে হেফাজত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। আপনারা শান্ত থাকুন।’ মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়ব। তিনি তার দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি। এর আ

কেমন হবে এবারের লকডাউন

ইসমাম পারভেজ কনক দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে এক সপ্তাহের ‘লকডাউনের’ খবর এলেও তার ধরন কেমন হবে তা স্পষ্ট হয়নি এখনও। এবার কী কী খোলা থাকবে, কতটা কড়াকড়ি হবে- সেসব প্রশ্ন ঘুরছে সব মহলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সকালে বলেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের ‘লকডাউন’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় লকডাউন পরিকল্পনা নিয়ে সামান্য আভাস দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর। তিনি বলেন, “লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফটে কাজ করতে পারে।" এই লকডাউন গতবছরের ‘সাধারণ ছুটির মত হবে, নাকি মিরপুরের টোলারবাগ বা অন্য এলাকায় যেভাবে সব কিছু বন্ধ ছিল এবং চলাচল নিয়ন্ত্রিত ছিল- তেমন হবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। গতবছর এপ্রিলে সারা দেশে সাধারণ ছুটির মধ্যে চট্টগ্রামের বিপণি বিতানগতবছর এপ্রিলে সারা দেশে সাধারণ ছুটির মধ্যে চট্টগ্রামের বিপণি বিতানলকডাউন কেমন হতে পারে- সেই প্রশ্নে স্বাস্থ্যমন্ত

সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা

ইসমাম পারভেজ কনক সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শনিবার (৩ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সময়নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।  বিস্তারিত আসছে।পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।

বাংলাদেশ ব্যাংকসহ ২ শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা

ইসমাম পারভেজ কনক বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুইশতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এরমধ্যে সরকারি, বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হাফনাম’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, স্ট্যান্ডার্ড ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাইবার হামলায় হ্যকাররা প্রতিষ্ঠানগুলির কি পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ এদের আক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী হাজারো প্রতিষ্ঠান হাফনামের হামলার শিকার হয়েছে।  

করোনা বাড়তে থাকায় সব ভোট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত

ইসমাম পারভেজ কনক করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ও লক্ষ্মীপুর–২ সংসদীয় আসনের উপনির্বাচনসহ সব ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও জানান, পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন ছিল ৩১ মার্চ। ওই পৌরসভায় নির্বাচনের ব্যাপারে আদালতের রায়ও ওই দিনই পাওয়া গেছে। শুধু ওই নির্বাচনটি অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল। ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এ ছাড়া ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ বাড়তে থাকায় এসব ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো টিসিবি

ইসমাম পারভেজ কনক চাল ও ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকদিন ধরেই বাড়ছে। এরমধ্যে রমজানকে ঘিরে আরও চড়া হচ্ছে নিত্যপণ্যের বাজার। এমন পরিস্থিতির মধ্যে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা সরকারি বিপণন সংস্থা টিসিবিও ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে টিসিবি থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে গেলে প্রতি লিটার ভোজ্যতেলে অতিরিক্ত ১০ টাকা ও প্রতিকেজি চিনিতে অতিরিক্ত ৫ টাকা গুণতে হবে নিম্ন আয়ের মানুষদের। তবে টিসিবি বলছে: এটা ঠিক দাম বাড়ানো নয়, বাজার মূল্যের সাথে টিসিবির পণ্যের দাম সমন্বয় করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার থেকে প্রতি লিটার তেল ১০ টাকা বাড়িয়ে ১০০ এবং ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির চ্যানেল আই অনলাইনকে বলেন: পণ্যের দাম বাড়ানো হয়েছে- এই কথাটি ঠিক নয়। বাজারের মূল্যের সঙ্গে তেল ও চিনির দাম সমন্বয় করা হয়েছে। মাঝে-মধ্যে টিসিবি এভাবে দাম সমন্বয় করে থাকে। কারণ বাজারের তুলনায় পণ্যের মূল্য বেশি ব্যবধান থাকলে অবৈধভাবে বিক্রির সম্ভাবনা থাকে। সে কারণে নতুন করেভোজ্যতেল ও চিনির দাম পুন:নির্ধারণ করা হয়েছ

ঈদে এক কোটি পরিবার পাবে ৪৫০ কোটি টাকা

ইসমাম পারভেজ কনক মুজিববর্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক কোটি নয় হাজার ৯৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে ৪৫০ কোটি ৪৪ লক্ষ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া দেওয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টি-সহ মোট এক কোটি নয় হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবারপ্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলাসমূহের জন্য ৩৯৫ কোটি ছয় লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাগুলোর জন্য ৫৫ কোটি ৩৮ লক্ষ ৩৫ হাজার সাত শত টাকা অর্থাৎ সর্বমোট ৪৫০ কোটি ৪৪ লক্ষ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর আনন্দের সঙ্গে উদযাপনে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হব