কুষ্টিয়া সদর উপজেলা থেকে আজ সকালে হরিপুর বোয়ালদাহ মোড়ের চিত্র। নেই কোন মাক্স নেই কোন সামাজিক দুরত্ব। মূলত করোনা সংক্রমণ রোধে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ তার প্রথম দিন।কিন্ত পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে কি উদ্দেশ্যে এই লকডাউন। হয়তো তারা ভাবছে সরকারি ভাবে কোন কার্যক্রম করলে সেখান থেকে করোনা ভাইরাস ছড়াবেনা।এলাকাবাসী মনে করছে করোনা সংক্রমণ রোধে টিসিবি'র পণ্য বিক্রয়কারীদের অনেক সচেতনতার সাথে স্বাস্থ্য বিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিৎ বলে মনে করেন তারা।

ব্রেকিং নিউজের সকল পোস্ট ও বিস্তারিত জানতে ডানের সাইডে ৩ দাগের উপর ক্লিক করুন।পৃথিবীর যেকোন ভাষায় পোস্ট পড়তে সেটিংসে ভাষা পরিবর্তন করুন।ব্রেকিং নিউজ টিভি দেখতে "ব্রেকিং নিউজ টিভি" তে ক্লিক করুন।ব্রেকিং নিউজের ফেইসবুক পেইজ ও গ্রুপে জয়েন করতে "আরও" বাটনে ক্লিক করুন।প্রতিদিনের সকল শীর্ষ খবরা-খবর জানতে আমাদের সাথেয় থাকুন।ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন