সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নগদ-বিকাশের কোটি টাকা চুরি, ধরা পড়লো ৩ প্রতারক

ইসমাম পারভেজ কনক

নগদ ও বিকাশ এজেন্ট দোকান মালিকের এক কোটি টাকাসহ টাঙ্গাইল থেকে পালিয়ে কক্সবাজারে ডিবির হাতে ধরা পড়েছেন তিন কর্মচারি। 
আটকরা হলেন টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ির আনিসুল হকের ছেলে আতিকুর রহমান, তবানি টেকি এলাকার আবদুল হামিদের ছেলে নুরুল ইসলাম ও দরি হাসিল এলাকার আবদুল মান্নানের ছেলে শামীম হােসেন। 

বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের কলাতলী সেন্টমার্টিন রিসাের্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি শেখ মােহাম্মদ আলী।

তিনি বলেন, নগদ-বিকাশের দোকান থেকে ১ কোটি টাকাসহ তিন কর্মচারি পালিয়ে যাওয়ার অভিযােগে টাঙ্গাইলের খাটাইল থানায় একটা মামলা করেন দোকানের মালিক মাে . মহিউদ্দিন। সঠিক তথ্যের ভিত্তিতে শহরের কলাতলী সেন্টমার্টিন রিসাের্টে অভিযান চালিয়ে তিন কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে। তারা ৯৮ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারদের টাঙ্গাইলে পাঠানাে হবে বলে তিনি জানিয়েছেন ।

মন্তব্যসমূহ