সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আদালতে কান্না শেষে সবার উদ্দেশ্যে যা বললেন পরীমণি

ইসমাম পারভেজ কনক


 মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বহুল সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি আজও আদালত প্রাঙ্গণে কাঁদলেন। রিমান্ড শুনানি চলাকালীন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদছিলেন আর চশমার নিচ দিয়ে চোখ মুছছিলেন। আদালত থেকে চলে যাওয়ার সময় পরীমণি বলেন,  আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর আপনারা হাসছেন।

জানা যায়, আজ মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে লিফটে উঠার আগে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে এই কথা বলেন উৎকন্ঠিত ও বিমর্ষ পরীমণি।

এর আগে পরীমণিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন।

চারদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমণির ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷

পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও এই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানা গেছে।
 
জানা যায়, রিমান্ড শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো পরীমণি  চশমার নিচে হাত দিয়ে চোখ মুছছিলেন। প্রযোজক নজরুল ইসলাম রাজ ছিলেন খুবই বিমর্ষ। আরেক আসামি আশরাফুল ইসলাম দীপুকে কাঁদতে দেখা যায়।

Online Job

অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।

মন্তব্যসমূহ