সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ক্যান্সারে আক্রান্ত আরিশা বাঁচতে চাই,সহযোগীতা করার আহবান।

ইসমাম পারভেজ কনক



 আড়ুয়াপাড়ার মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোছাঃ আরিশা তাবাসসুম বাঁচতে চায়। দিনমনি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী শিশু আরিশা, তার যখন মাঠে খেলাধুলায় ব্যাস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। হত দরিদ্র সজিব শেখের একমাত্র কন্যা আরিশা বর্তমানে ঢাকাতে হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা খরচ যোগান দিতে সর্বস্বান্ত পিতা সজিব শেখ। এখন অনেক কষ্টেও আরিশার চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়ছে। তাই প্রতি মূহুর্তে আরিশার পিতা-মাতার উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র পিতা-মাতার পক্ষে আরিশার চিকিৎসার খরচ জোগাড় করা অসম্ভব। এ জন্য আরিশাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা। সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন: নাম আরিশা, পিতা মোঃ সজীব শেখ, মাতা মোছাঃ রিতা খাতুন। ঠিকানা ২৭/৪৩ এস,বি রোড আড়ুয়াপাড়া,কুষ্টিয়া। অঈ#১৬৪ ১৫৭ ০০০ ৩৭২৮ ডাচ বাংলা ব্যাংক লিঃ কুষ্টিয়া ব্যাঞ্চ। মোবাইল-০১৯১৬-৬৮৪৬৪৭। ০১৯১৩-২১৭২৬০(বিকাশ)।


অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১

অনলাইনে বাস্তব ইনকাম পর্ব -০২

মন্তব্যসমূহ