সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় ভাইরাল হওয়া কিশোর - কিশোরী গ্যাং এর নেতৃত্বকারীদের দেখুন

ইসমাম পারভেজ কনক






বেশ কিছু দিন আগে শহরের হাউজিংয়ে এক কিশোরকে চরম মারধর করে " সবুজ পাখির দলের" কিশোরী গ্যাং এর নেএীরা। খোজ নিয়ে জানা যায় ঐ নেএীরা মাদক সেবনকারী ও পরে তাদের ছবিসহ ( ভিডিও ভাইরাল) হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সবুজ পাখির দলের প্রধান ঊপদেস্থা সজীব এবং জীবন আহামেদ অমি কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি: রবিউল ইসলামকে  আমন্ত্রন করে কেক কাটার মধ্য দিয়ে সবুজ পাখির দলকে সামনে আনেন। 

গোয়েন্দা পুলিশের তথ্য মতে, শহরে ১১ টির মত কিশোর গ্যাং রয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। গত তিন বছরে জেলা ছাএলীগের ৫ জন নেতাকে নানা অপকমের জন্য দল থেকে বহিঃকার করা হয়। এ ছাড়া পুলিশের তথ্য মতে শহরে " বেড বয়েজ, ০০৭, বিএসবি, গ্রুপ সহ আরো বড় চারটি গ্রুপ রয়েছে যাদের সদস্যা সংখ্যা ৫০ এর অধিক।

মন্তব্যসমূহ