সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুষ্টিয়াতে আজ নতুন সনাক্ত ৭ জন ও সদরে ২ জনের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৭ নভেম্বর ২০২০ মোট ১৪৬টি স্যাম্পলের (কুষ্টিয়া ৮৮, চুয়াডাঙ্গা ২০, ঝিনাইদহ ২২ ও মেহেরপুর ১৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার  ৫ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও কুমারখালী উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৭ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৩ জন, ঝিনাইদহ উপজেলার ৪ জন  ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ আড়ুয়া পাড়া ১ জন, কেজিএইচ ২ জন, কমলাপুর ১ জন, গোশালা রোড ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ বোয়ালিয়া ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ রামচন্দ্রপুর ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৭৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৪ জন(আজকে কুষ্টিয়া সদর উপজেলার ২ জনের মৃত্যুসহ)। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী নিহত

ইসমাম পারভেজ কনক সৌদি আরবের তায়েফ তুরাবায় কাজে যাওয়ার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। নিহতরা হলেন, মারা কানাইঘাট উপজেলার ৪নং সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২)।  জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল অনুমান ৭টায় সৌদি আরবের তায়েফ তুরাবায় এই মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিনা ওয়ারেন্টে বা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না

ইসমাম পারভেজ কনক ( CRPC ACT.54 ব্যাতিত) বিনা ওয়ারেন্টে অথবা নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারবে না । গ্রেফতারের সময় গ্রেফতারের কারন,গ্রেফতারকারী অফিসারের নাম,গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো আপনাকে অথবা আপনার পরিবারকে পুলিশ দিতে বাধ্য। এটা অবশ্যই চেয়ে নিতে হবে, মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ । গ্রেফতার করার সময় ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আবাসিকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অতিরিক্ত একদিনও আপনাকে আটক রাখতে পারবে না। মহিলা পুলিশ ছাড়া কোনো ভাবেই,কোনো মহিলাকে তল্লাশী বা গ্রেফতার করতে পারবে না। আইন অনুযায়ী পুলিশ লকআপে,আপনাকে শারিরীক বা মানুষীক কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করতে পারবে না। আদেশ ক্রমে বাংলাদেশ পুলিশ-- ---আইজিপি ড: বেনজির আহমেদ---

কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৬ জন,মৃত্যু ৮২

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৬ নভেম্বর ২০২০ মোট ১১৩টি স্যাম্পলের (কুষ্টিয়া ১১৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২ জন ও খোকসা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৩ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ চৌড়হাস ১ জন ও কোর্ট পাড়া ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ  কাদিরপুর ১ জন। # এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৬ জন , এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮২ জন(আজকে কুমারখালী উপজেলার ১ জনের মৃত্যুসহ)। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

একমাস পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের পরীক্ষা শুরু হবে

ইসমাম পারভেজ কনক একমাস পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, অনার্সে অটোপাস দেয়ার সুযোগ নেই। এতে চাকরিজীবনে প্রভাব পড়তে পারে। সেজন্য একমাস পরেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। একমাস প্রস্তুতি নেয়ার জন্য সুযোগ দেয়া হচ্ছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে অটোপাস দেয়া হচ্ছে বিশেষ কারণে। কারণ তাদের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপার রয়েছে। এরপর আর তাদের তেমন কিছু করার নেই। কিন্তু অনার্সের অনেকে অটোপাস দেয়ার দাবি করছেন। সেটা করার সুযোগ নেই। কারণ এতে পরে কর্মজীবনে প্রভাব পড়তে পারে। এসময় এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে তিনি বলেন, আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষা নিতে চাই। তিন মাসের ক্লাস নিয়ে পরীক্ষা হবে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না। দুই/এক মাস হয়তো পেছাবে। এরমধ্যে তিন মাসে যতটুকু পড়ানো হবে ততটুকু নিয়েই পরীক্ষা নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সপ্তাহে ৬দিন তাদের ক্লাস করানো হবে। এছাড়া

কুষ্টিয়াতে আগুনে পুড়ে ছাই ১০ টি দোকান,ক্ষতি ৫ লক্ষ টাকা

ইসমাম পারভেজ কনক কুমারখালী জিলাপি তলা আজিজ মার্কেটে (২৫) নভেম্বর দুপুর ১:৪০ সময় আগুনে পুড়ে ১০ টি  দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আগুনে পুড়ে যাওয়ার কারণে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো বুধবার দুপুরে বেচাকেনা করতে যখন ব্যাস্ত। সেই সময় দোকানে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন দোকানদারিরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কুমারখালী ইউনিট ও খোকসা ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানে থাকা নগদ ২০ হাজার টাকাসহ ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া মুদি দোকানদার শরিফুল বলেন আমার ৫০ হাজার টাকার  মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। ।এতথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস দলের লিডার লুৎফর রহমান । তিনি আরো জানান, খবর পেয়ে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি।তিনি আরো বলেন, এতে ১০ টি দোকানে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই

ইসমাম পারভেজ কনক আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজ বাসায় মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি। মৃত্যুকালে ম্যারাডোনার বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারা নেক বিশেষজ্ঞ, ফুটবল সমালোচক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থক তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। তিনি বিশ্বফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় পেলের সঙ্গে যৌথভাবে ছিলেন। ম্যারাডোনাই একমাত্র খেলোয়াড় যিনি দুইবার স্থানান্তর ফির ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েন। প্রথমবার বার্সেলোনায় স্থানান্তরের সময় ৫ মিলিয়ন ইউরো এবং দ্বিতীয়বার নাপোলিতে স্থানান্তরের সময় ৬.৯ মিলিয়ন ইউরো।  পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা আর্জেন্টিনা জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং

কুষ্টিয়াতে আজ নতুন সনাক্ত ১১ জন ও ১ জনের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৫ নভেম্বর ২০২০ মোট ১৯০টি স্যাম্পলের (কুষ্টিয়া ১১৮, চুয়াডাঙ্গা ৩১, ঝিনাইদহ ১৫ ও মেহেরপুর ২৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার  ১০ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ১১ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ হাউজিং ডি ১ জন, চৌড়হাস ১ জন, কেজিএইচ ৩ জন, থানা পাড়া ২ জন, উপজেলা মোড় ১ জন, লাহিনী পাড়া ১ জন ও দহকোলা ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সাতবাড়িয়া ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮১ জন(আজকে কুমারখালী উপজেলার ১ জনের মৃত্যুসহ)। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা এনজিও কর্মকর্তা

ইসমাম পারভেজ কনক জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ নামের কথিক বেসরকারী এনজিও’র কর্মকর্তা চন্দ্রলাল রবিদাস গ্রাহকের প্রায় ৫ কোটিরও অধিক টাকা  নিয়ে রাতের আধারে উধাও হয়েছে।  এতে বিপাকে পড়েছে ঐ এনজিও’র নিকট সঞ্চয় রাখা কয়েক শত গ্রাহক। তবে সংশ্লিষ্ট নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষ বলছে, বিষটির তদন্ত চলছে, তদন্ত রির্পোট সাপেক্ষে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ নামের এনজিওটি ২০১৩ সালে উপজেলা সমবায় কর্তৃক নিবন্ধন (যার নং ৫৪৯/১৩) নিয়ে উপজেলার কৃষি ব্যাংক মোড় সংলগ্ন সুহেল বাবুর ভবনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে এর কার্যক্রম শুরু করে। এনজিওটিতে ৪জন আদায়কারী নিয়োগ করে এলাকার সাধারণ মানুষের মাঝে ডিপিএসে ১৫% এবং এফডিআরে দ্বিগুন অর্থ প্রদানের লোভনীয় লাভ্যাংশের অফার দিয়ে গ্রাহক সংগ্রহ করে। এদের সরল কথায় বিশ্বাস করে এলাকার অনেক মানুষ নিজের কষ্টার্জিত টাকা সেখানে লাভের আশায় ডিপিএস, এফডিআর ও সঞ্চয় হিসাবে রাখে। এরই মধ্যে কিছু গ্রাহক তাদের সঞ্চয় ফেরত চাইলে এনজিওটির কর্মকর্তা চন্দ্রলাল রবিদাস বিভিন্ন ধরনের তালবাহনা করতে থাকে

নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান,মুদি দোকান,খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসমুহকে জরিমানা ও দন্ড

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া জেলা কার্যালয়ের বাজার তদারকি: ২৫ নভেম্বর ২০২০ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, মুদি দোকান, খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযান পরিচালনাকালে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত অপরাধে ০১ (এক) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রাস্তাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কবুরহাটে স্কুল শিক্ষকের উপর বর্বরোচিত হামলা

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া, ২৪ নভেম্বর ২০২০।। রাস্তা কে কেন্দ্র করে চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন এন্ড হাই স্কুল, কবুরহাট কুষ্টিয়া এর বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো: আজিজুর রহমান, পিতা: মোঃ কলিম উদ্দিন শেখ ও তার সেজ ভাই মোঃ আবুল কাশেম বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় স্কুল শিক্ষক মোঃ আজিজুর রহমানের ডান হাত ভেঙে যায়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টার সময় কবুরহাট স্কুলপাড়ার শান্তি আইটি ফার্ম এর পিছনের রাস্তার উপরে। আজিজুর রহমানের প্রতিবেশী শহিদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু এ হামলা করেন। শহিদুল ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু অমানবিক ভাবে বাশের লাঠি, ইট দিয়ে স্কুল শিক্ষক আজিজুর রহমানের হাত ভেঙে দেয়। তার বড় ভাই মোঃ আবুল কাশেম ও তার পিতা মোঃ কলিম উদ্দিন শেখ উক্ত ঘটনা ঠেকাইতে গেলে শহিদুল ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু বাঁশের লাঠি এবং ইট দিয়ে তাদের উপরও বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। মো: আবুল কাশেম চোখের অবস্থা আশঙ্কাজনক। এই ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় মোঃ শহিদুল ইসলাম ও তার স্ত্রী রুপালি খাতু

কুষ্টিয়ায় ভাইরাল হওয়া কিশোর - কিশোরী গ্যাং এর নেতৃত্বকারীদের দেখুন

ইসমাম পারভেজ কনক বেশ কিছু দিন আগে শহরের হাউজিংয়ে এক কিশোরকে চরম মারধর করে " সবুজ পাখির দলের" কিশোরী গ্যাং এর নেএীরা। খোজ নিয়ে জানা যায় ঐ নেএীরা মাদক সেবনকারী ও পরে তাদের ছবিসহ ( ভিডিও ভাইরাল) হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবুজ পাখির দলের প্রধান ঊপদেস্থা সজীব এবং জীবন আহামেদ অমি কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি: রবিউল ইসলামকে  আমন্ত্রন করে কেক কাটার মধ্য দিয়ে সবুজ পাখির দলকে সামনে আনেন।  গোয়েন্দা পুলিশের তথ্য মতে, শহরে ১১ টির মত কিশোর গ্যাং রয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। গত তিন বছরে জেলা ছাএলীগের ৫ জন নেতাকে নানা অপকমের জন্য দল থেকে বহিঃকার করা হয়। এ ছাড়া পুলিশের তথ্য মতে শহরে " বেড বয়েজ, ০০৭, বিএসবি, গ্রুপ সহ আরো বড় চারটি গ্রুপ রয়েছে যাদের সদস্যা সংখ্যা ৫০ এর অধিক।

বদলাবে বই,কমবে পরীক্ষা,সাপ্তাহিক ছুটি ২ দিন!বিস্তারিত দেখুন

ইসমাম পারভেজ কনক বদলাবে বই, কমবে পরীক্ষা।    # সাপ্তাহিক ছুটি ২ দিন।  # ক্লাস টেন কোনো পাবলিক পরীক্ষা নেই।  # ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই।  # এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ। # সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।  হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :  - বাংলা,  - ইংরেজি,  - গণিত,  - জীবন ও জীবিকা,  - বিজ্ঞান,  - সামাজিক বিজ্ঞান,  - ডিজিটাল প্রযুক্তি,  - ধর্মশিক্ষা,  - ভালো থাকা,  - শিল্প ও সংস্কৃতি। # ২০২৬ এর ইন্টারমিডিয়েট, # ২০২৪ এর ক্লাস নাইন, # ২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে। ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা, প্রত্যেকটার পত্র ৩ টা করে।  ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্ট। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

কুষ্টিয়ার কিশোরী গ্যাং,কিশোর গ্যাং এর থেকে অনেক গুণ এগিয়ে এই কিশোরী গ্যাং

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় শুধু কিশোর গ্যাং নয় এদের সাথে জড়িয়ে কিছু কিশোরী উচ্ছশৃংখল হয়ে উঠছে! ভিডিও ভাইরাল হাওয়া কিশোরী গ্যাংয়ের মেয়েদের ধুমপানের চিত্র......!!

কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহে যুবক কে পিটিয়ে আহত

ইসমাম পারভেজ কনক আপডেট কুষ্টিয়া, ২৩ নভেম্বর ২০২০।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের নীজপাড়ায় গতকাল রাতে ছবির এই যুবককে কে বা কাহারা পিটিয়ে রক্তাত্ত আহত ফেলে যায়। পরে ওই যুবককে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। কি কারনে সে আহত হলো,কারা তাকে পেটালো তা জানা না গেলেও নেপথ্যে পরোকীয়া সংক্রান্ত কোনো ঘটনা থাকতে পারে বলে জানান স্থানীয়রা।

ভূমিহীনদের গৃহ নির্মাণের শুভ উদ্ভোধন

ইসমাম পারভেজ কনক আজ ২৩ নভেম্বর ২০২০ খ্রি. তারিখে   কুষ্টিয়া জেলার মান্যবর  জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়  মিরপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।  এসময় জেলা প্রশাসক মহোদয় উপজেলা প্রশাসন, মিরপুরের আয়োজনে  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।  এরপর তিনি মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং চিথলিয়া ইউনিয়ন পরিষদে মুজিববর্ষে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ,করোনা, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধসহ  সমসাময়িক প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার ব্যবস্থাপনায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে  বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। পরিদর্শনের সময় মিরপুর  উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান; উপজেলা নির্বাহী অফিসার, মিরপুর উপজেলা;  মেয়র, মিরপুর পৌরসভা  ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার খোকসাসহ ২৫ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ ডিসেম্বর

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়াসহ ২৫ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্

একটি মৃত্যুর সংবাদ....!!

ইসমাম পারভেজ কনক                                      গোপালপুর মধ্যপাড়া নিবাসী মরহুম আতর আলী মোল্লার বড় ছেলে, আব্দুল মান্নান বাদশা ও মরহুম আব্দুল হান্নান মোল্লার পিতা আনছার আলী মোল্লা আজ রবিবার (২২.১১.২০২০) আজ বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকায় চিকিৎসাধীণ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)  তিনি দীর্ঘ যাবত বিভিন্ন রোগে ভূগছিলেন। গোপালপুর কমলাপুরবাসীর পক্ষ থেকে মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি মহান আল্লাহ পাক মরহুমের দুনিয়াতে থাকাকালীন গুনাহসমূহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল (২৩-১১-২০২০) রোজঃ- সোমবার সকাল ৯ঃ৩০ ঘটিকায় গোপালপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।  উক্ত জানাযার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানকে অংশগ্রহণ করার জন্য তার পরিবার থেকে অনুরোধ করা হইলো।

কুষ্টিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে,র‌্যাবের অভিযানে ২২ লাখ টাকা জরিমানা!

ইসমাম পারভেজ কনক  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত ২১ নভেম্বর কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে বৈশাখী ক্লিনিকের সামনে গিয়ে দাঁড়াল। গাড়ি থেকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী হাকিম ও আইন কর্মকর্তা গাউছুল আজম উঠে গেলেন ক্লিনিকের দোতলায়। সেখানে কয়েকটি কক্ষ ঘুরে দেখে ক্লিনিকের মালিকের সঙ্গে কথা বললেন। কত বেডের অনুমোদন নেওয়া তা জানতে চাইলেন আদালত। জবাবে মালিক জানালেন ২০ বেড। আর র‌্যাবের সদস্যরা পুরো ভবনের কক্ষগুলো ঘুরে পেলেন ৫০ বেড। এসব বেডের অধিকাংশতেই রোগী রয়েছে। বেশির ভাগই অস্ত্রোপচারের রোগী।  ২০ বেডের এই ক্লিনিকে নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক ছয়জন এমবিবিএস চিকিৎসক থাকার কথা। সেখানে একজনকেও পেলেন না নির্বাহী হাকিম। অথচ এই ক্লিনিকে রয়েছে তিনটি অস্ত্রোপচার কক্ষ। সেখানে দায়িত্বে আছেন একজন এসএসসি পাশ তরুণ। তার কোনো ডিপ্লোমা কোর্সও করা নেই। ক্লিনিকের এমন চিত্র দেখে হতবাক হলেন নির্বাহী হাকিম গাউছুল আজম। তিনি ঢাকা র‌্যাবের সদর দপ্তর থেকে কুষ্টিয়ায় এসেছেন। তাৎক্ষণিকভাবে ক্লিনিকের মালিককে দুই লাখ ও ওটি ইনচার্জের দায়িত্বে থাকা তরুণকে এক লাখ টাকা জরিমানা করেন তিনি। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প

৪ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-চাষী আন্দোলন কর্মসূচী

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়াতে ৪ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-চাষী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চিনিকলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকল আখচাষী ফেডারেশন ও শ্রমিক-কর্মচারী ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। এটা না হলে কোন চিনিকল চালাতে দেওয়া হবে না। পাশাপাশি শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের পাওনা টাকা পরিশোধ করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আখচাষী ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতু, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক নেতা সাগর, শ্রমিক নেতা সুমন, রেনউইক যজ্ঞেশ^র শ্রমজীবি ইউনিয়নের সভাপতি রিপন হোসেন, সাধারন সম্পাদক জাফর ইকবাল, যুগ্ন-সাধারন সম্পাদক শাফিকুর রহমান প্রমুখ।