সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৬ জন,মৃত্যু ৮২

ইসমাম পারভেজ কনক
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৬ নভেম্বর ২০২০ মোট ১১৩টি স্যাম্পলের (কুষ্টিয়া ১১৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২ জন ও খোকসা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ৩ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

কুষ্টিয়া জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷   

কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ চৌড়হাস ১ জন ও কোর্ট পাড়া ১ জন।

খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ
 কাদিরপুর ১ জন।

# এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৬ জন

, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮২ জন(আজকে কুমারখালী উপজেলার ১ জনের মৃত্যুসহ)।

ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

মন্তব্যসমূহ