সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহে যুবক কে পিটিয়ে আহত

ইসমাম পারভেজ কনক



আপডেট কুষ্টিয়া, ২৩ নভেম্বর ২০২০।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের নীজপাড়ায় গতকাল রাতে ছবির এই যুবককে কে বা কাহারা পিটিয়ে রক্তাত্ত আহত ফেলে যায়। পরে ওই যুবককে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। কি কারনে সে আহত হলো,কারা তাকে পেটালো তা জানা না গেলেও নেপথ্যে পরোকীয়া সংক্রান্ত কোনো ঘটনা থাকতে পারে বলে জানান স্থানীয়রা।

মন্তব্যসমূহ