সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পাত্রপক্ষের চরম অভদ্রতায় বিয়ের আসরেই বরকে তালাক কনের!

ইসমাম পারভেজ কনক প্রতীকী ছবি বিয়েবাড়িতে খাবারে মাংস কম পড়তেই বেজায় চটলেন বরপক্ষ। এ নিয়ে কথা কাটিকাটির এক পর্যায়ে হাতাহাতি গড়াল প্যান্ডেল ভাঙচুরে। এরপর সব মিটমাটের দিকে এগোলেও বেঁকে বসেন কনে। বিয়ে হতে না হতেই বরপক্ষের চরম অভদ্রতায় বিয়ের আসরেই তৈরি হল ‘তালাকপত্র’। বিয়ের পর নতুন সংসার করার আগেই বিয়ে ভাঙলেন পাত্রী। শুনতে অবাক লাগলেও, রূপোলি পর্দার মত এমনই এক ঘটনা সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির বাহিরঘন্না গ্রামে ঘটেছে। যা শুনতে সিনেমার গল্প বলে মনে হলেও, বাস্তবে এমনই সিদ্ধান্ত নিলেন নববধূ। তার কথায়, যারা সামান্য মাংসের জন্য বিয়েবাড়িতে এমন হুলুস্থুল কাণ্ড ঘটাতে পারে, আর যাই হোক তাদের বাড়ির বউ হতে পারব না। জানা গেছে, ঘটনার দিন গলসির বামুনাড়া গ্রামের বাসিন্দা বর প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে দুপুরে মেয়ের বাড়ির এলাকায় দুপুরে মসজিদে বিয়ে করতে আসেন। কনের বাবা পেশায় দিনমজুর হলেও, মেয়ের বিয়ের জন্য যথাসাধ্য আয়োজন করেছিলেন। সব কিছুই ঠিকঠাক হচ্ছিলো। তবে বরপক্ষ খেতে বসতে না বসতেই উত্তপ্ত হয়ে ওঠে বিয়ের আসর। এদিকে, কনের এমন সিদ্ধান্তে প্রথমে কিছুটা চিন্তায় পড়লেও, পরবর্তীতে তাতেই সম্ম

ভোজ্যতেলের দাম বাড়ছে কেন?

ইসমাম পারভেজ কনক সমন্বয়ের কারণে বেড়েছে ভোজ্যতেলের দাম —বাণিজ্যমন্ত্রী   খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ২ টাকা ও বোতলজাত তেলের দাম ৪ টাকা বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেশি থাকায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। দাম কমলে আবার সমন্বয় করা হবে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষক যেন ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। এর কারণে এখন একটু দাম বেড়েছে। আগামী ২৪ তারিখের পর থেকে নতুন দেশী পেঁয়াজ বাজারে উঠবে। তখন দামও কমে যাবে। ভোক্তারা সর্বোচ্চ ৩৫ টাকায় পেঁয়াজ কিনতে পারবেন। অনুষ্ঠানে শিল্প সচিব কেএম আলী আজম বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যাবে না। কিন্তু দূষণ কীভাবে রোধ করা যায়, সেটাই এখন চিন্তার বিষয়। প্লাস্টিক শিল্প নীতিমালা করা হচ্ছে।  বাণিজ্য সচিব জাফর উদ্দিন বলেন, আগামী বাজেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য বাজেট ব

আজকে টিভিতে দেখুন!

ইসমাম পারভেজ কনক রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ইংল্যান্ড-দ.আফ্রিকা, সন্ধ্যা সাড়ে ৭টা সরাসরি : টি স্পোর্টস ইংল্যান্ড দলের ভারত সফর ৩য় টি-টোয়েন্টি, সন্ধ্যা সাড়ে ৭টা সরাসরি : স্টার স্পোর্টস ১ চ্যাম্পিয়ন্স লিগ, শেষ ষোল ২য় লেগ রিয়াল মাদ্রিদ-আতালান্তা, রাত ২টা সরাসরি : সনি টেন ২ ম্যান সিটি-ম’গøাবাখ, রাত ২টা সরাসরি : সনি টেন ১ স্প্যানিশ লা লিগা সেভিয়া-এলচে, রাত ১২টা সরাসরি : ফেসবুক লাইভ

৬৩টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল আ. লীগ

ইসমাম পারভেজ  ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ৬১টি চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে উল্লেখিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। আজ ৬১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এর আগে ১৩ মার্চ বাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীর তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। উল্লেখ্য, ৩৭১ ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোয় কাগজের ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। এছাড়া ষষ্ঠ ধাপে

বিজিবিতে অসামরিক পদে চাকরির সুযোগ

ইসমাম পারভেজ কনক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অসামরিক ০৬টি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম:  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পদের বিবরণ শারীরিক যোগ্যতা উচ্চতা:  পুরুষের ৫ ফুট, নারীর ৪ ফুট ৮ ইঞ্চি ওজন:  পুরুষের ৪৮.৬৩ কেজি, নারীর ৩৬.৩৬ কেজি বুকের মাপ:  পুরুষের ৩২-৩৪ ইঞ্চি, নারীর ৩০-৩২ ইঞ্চি দৃষ্টিশক্তি:  ৬/৬ আবেদনের নিয়ম:  আগ্রহীরা  www.jagojobs.com  এর মাধ্যমে রেজিস্ট্রেশনের নিয়ম জানতে পারবেন। ভর্তির স্থান ও তারিখ:  রেজিস্ট্রেশন করা প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। আবেদনের শেষ সময়:  ১৭ মার্চ ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: জাগোজবস ডটকম

যে আমলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন

ইসমাম পারভেজ কনক রিজিকের মালিক শুধু আল্লাহ তাআলা। তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন। আমাদের কাজ হল তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা। পবিত্র কুরআনের আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর। তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে।’ (সুরা আনকাবুত : আয়াত ১৭) যারা হালাল উপার্জনের চেষ্টা করে আর এ লক্ষ্যে কাজ করে তাদের রিজিকে আল্লাহ তাআলা বেশি বরকত দেন। যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘তুমি বল, নিশ্চয়ই আমার রব যার জন্য চান রিজিক সম্প্রসারিত করে দেন এবং সংকুচিতও করে দেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না।’ (সুরা সাবা : আয়াত ৩৬) হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহ তাআলা বলেন- হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না।’ (তিরমিজি) যেহেতু রিজিকে বরকতের মালিক আল্লাহ, তাই আমাদের কাজ হল হালাল উপার্জনের

ধীরগতির ইন্টারনেট পিছিয়ে দিচ্ছে দেশের উন্নয়ন

ইসমাম পারভেজ কনক বাংলাদেশে ইন্টারনেটের গতি যে উগান্ডার চেয়েও খারাপ, সেটা গত সপ্তাহের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে। অবস্থাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের মানুষ দুই উপায়ে ইন্টারনেট পেয়ে থাকে। একটি হলো ফাইবার অপটিক ব্রডব্যান্ড, আরেকটি হলো মোবাইল ইন্টারনেট। বাংলাদেশে পরিকল্পিত উপায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে ওঠেনি বর্তমানে বাংলাদেশ তার জীবদ্দশায় সবচেয়ে ক্রিটিকাল সময় পার করছে। বাংলাদেশের জন্য এই দশকটা খুবই গুরুত্বপূর্ণ এ জন্য যে, আমাদের তরুণ নাগরিকদের কাছ থেকে যে সুবিধাটুকু আমরা পেতে পারি, তার শ্রেষ্ঠ সময় হলো এই দশক। আগামী দশকে সেটা ম্যাচুউর হবে। এবং চল্লিশের দশকে গিয়ে বাংলাদেশ যেখানে দাঁড়াবে, সেটাই হবে পরবর্তী সময়ের বাংলাদেশ। তারপর গ্রোথ খুব ধীরগতির হবে। এটা আমার একার কথা নয়, বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, তারাও এর সঙ্গে একমত। এই দশকে এসে বাংলাদেশ যেমন তার ৫০ বছরে পা দিল, একইভাবে নতুন একটি দশক শুরু করেছে, যা তার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। এই দশকে যদি এই দেশ একই উন্নয়ন ধরে রাখতে না পারে, তাহলে আর হলো না। এই বিশাল জনসংখ্যার দেশটিকে উন্নত জীবনযাত্রার স্বাদ আর পাওয়া হবে না। তবে এই দশকের

কুষ্টিয়ায় নিঁখোজের দুই দিন পর গৃহবধুর লাশ উদ্ধার!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া মিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার জিকে সেচখালের পাশের এক তামাকখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রঙ্গিলা খাতুন উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তিন সন্তানের মা রঙ্গিলা খাতুন গতকাল শনিবার বিকেলে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গিয়ে ওই তামাকখেতে রঙ্গিলার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। রঙ্গিলার স্বামী শফিকুল ইসলাম বলেন, ‘রঙ্গিলার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। পারিবারিকভাবেও কোনো কলহ ছিল না। কারা এমন কাজ করছে বুঝতে পারছি না।’ মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকাল ১০টার দিকে নওদাপাড়ায় মাঠের মধ্যে ক্ষতবিক্ষত এক নারীর লাশ পড়ে আছে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণ

পবিত্র শবে-বরাতের তারিখ ঘোষণা

ইসমাম পারভেজ কনক আগামী ২৯ মার্চ সোমবার দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)। ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবে

কুষ্টিয়ায় ৯৯৯–এ সাহায্য চেয়ে হামলার শিকার যুবক,এসআই প্রত্যাহার!

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়ার পর সন্ত্রাসীদের হামলার শিকার যুবক মামলা করেছেন। সন্ত্রাসীদের কাছে তথ্য জানিয়ে দেওয়ার অভিযোগে ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রামে আসাদুল হক (২৮) নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। আসাদুলের অভিযোগ, শুক্রবার সকাল নয়টার দিকে জুনিয়াদহ এলাকায় তাঁর বাড়ির পাশে পদ্মা নদীতে হঠাৎ তিনটি গুলির শব্দ শুনতে পান। এরপর তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান। তবে এ ঘটনায় ব্যবস্থা না নিয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই অভিযোগ করার তথ্য সন্ত্রাসীদের জানিয়ে দেন। পরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আসাদুলকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় ভেড়ামারা থানায় ভুক্তভোগী আসাদুল হক (২৮) বাদী হয়ে মামলা করেন। রোববার সকালে এসআই জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুল

সরকারি কোন প্রতিষ্ঠান মেট্রোরেল প্রকল্পের দায়িত্বে রয়েছে?

ইসমাম পারভেজ কনক কুইজের উত্তর দিয়ে জিতে নিন ৫০ টাকা মোবাইল রিচার্জ। কুইজের উত্তর জানা না থাকলে উত্তর জেনে নিন। কুইজের উত্তর কীভাবে দিবেন সেইটা জানা না থাকলেও জেনে নিন। কুইজের উত্তর জানুন। কুইজের উত্তর দেওয়ার জন্য লেখার উপর ক্লিক করুন।

জেনে নিন মেট্রোরেল সম্পর্কে!

ইসমাম পারভেজ কনক ঢাকার যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মত যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল ব্যবস্থা। ২০.১ কিলোমিটারব্যপী একটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান সরকারের দাতা সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সঙ্গে আজ বুধবার এক ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের সরকার। ২০২১ সাল নাগাদ মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে এবং চলতি বছরের ১৬ই ডিসেম্বর উদ্ভোদন করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মাণকাজ শেষ হবার পর এটি ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। জাইকার সঙ্গে এই চুক্তির মধ্য দিয়ে কার্যত শুরু হল বহুল আলোচিত মেট্রোরেল স্থাপনের কার্যক্রম। প্রায় ২২,০০০ কোটি টাকার এই প্রকল্প দেশের দ্বিতীয় বৃহত্তম অবকাঠামো নির্মান প্রকল্প। "পরামর্শক প্রতিষ্ঠান বিস্তারিত ডিজাইন ও পরিকল্পনার কাজটি করবে। আগামী জুনের মধ্যেই আশা করি পরামর্শক প্রতিষ্ঠানের নিয়োগ চূড়ান্ত করতে পারবো।" মোহাম্মদ শফিকুল আযম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চুক্তি অনুযায়ী, জাইকা প্রকল্পের ৮৫ শতাংশ ব্যয় অর্থাৎ ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা দেবে কয়েকধাপে। এর মধ্যে প্রথ

কুষ্টিয়া ওয়ার্ড কাউন্সিলরের ছেলে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলের ছেলে ইয়াবাসহ র‍্যাবের জালে ধরা পড়েছে। কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে শহরের বাড়াদী এলাকা থেকে র‌্যাব-১২-এর সদস্যরা তাকে এক সহযোগীসহ আটক করেন। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। আটককৃতরা হলেন কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও শহরের বাড়াদী (কানা বিলের মোড়) এলাকার মৃত জিলাল হকের ছেলে রুবেল (২৯)। র‌্যাব-১২-এর সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সদর থানার বাড়াদী এলাকায় কেনাল রোডে মনির উদ্দিনের বাড়ির সামনে  ইয়াবা কেনাবেচার সময় মেহেদী হাসান ও তার সহযোগী রুবেলকে আটক করা হয়। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রাতে যেসব এলাকায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে!

ইসমাম পারভেজ কনক রাজধানীসহ দেশের বেশকিছু অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হয়েছে। আজ রাতসহ রোববারও (১৪ মার্চ) দেশের ৫ বিভাগের দুয়েক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকায় আজ ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৮ মিলিমিটার, মাদারীপুরে ১ মিলিমিটার, চাঁদপুরে ২ মিলিমিটার, ঈশ্বরদীতে ১ মিলিমিটার, বগুড়ায় ৬ মিলিমিটার, ডিমলায় ২ মিলিমিটার, রাজারহাটে ৬ মিলিমিটার ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর বাইরেও নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎস

ঢাকাসহ ৬ জেলায় কালবৈশাখীর আঘাত

ইসমাম পারভেজ কনক ঢাকাসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে। আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক। 

৬ দিনের সফরে ঢাকায় সুইডেনের মন্ত্রী

ইসমাম পারভেজ কনক ৬ দিনের সফরে (১৩ থেকে ১৯ মার্চ) ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পের ওলসন ফ্রিধ। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দেশের বাইরে এটিই মন্ত্রী পের প্রথম সফর। ঢাকা সফরে তিনি সরকারের একাধিক পর্যায়ের নীতি নির্ধারনী ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সুইডেনের অনুদানে পরিচালিত দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার কর্মসূচি এবং উন্নয়ন কাজ দেখবেন। মন্ত্রী পের ওলসন ফ্রিধ বলেন, সুইডেনের পক্ষে প্রথম দেশের বাইরে ঢাকা সফরে এসে রোমাঞ্চিত অনুভব করছি। এই সময়টা বাংলাদেশের জন্য ঐতিহাসিক সময়। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছর ছাড়িয়েছে এবং সামনের দিনে আমরা আরও নতুন ক্ষেত্রে আমাদের সম্পর্ক শক্তিশালী করবো। তিনি আরও বলেন, করোনা সংক্রমণের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বৈশ্বিক পরিবেশ আরও সবুজ এবং অন্তর্মুখী করা প্রয়োজন। সুইডেন এই বিষয়ে সহায়তা করতে প্রস্তুত।

২১ মার্চ পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বৃহৎ গ্রহাণু

ইসমাম পারভেজ কনক আগামী ২১ মার্চ একটি বৃহৎ আকৃতির গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এটির আকৃতি শূন্য দশমিক ৯ কিলোমিটার বা শূন্য দশমিক ৫৬ মাইল প্রস্থ। বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি দ্বারা পরিচালিত জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) তথ্যমতে, ওইদিন ২০০১এফও৩২ নামের গ্রহাণুটি পৃথিবীর খুবই নিকটতম স্থানে অবস্থান করবে। পৃথিবী এবং গ্রহাণুটির দূরত্ব থাকবে ২ মিলিয়ন কিলোমিটার বা ১ দশমিক ২৫ মিলিয়ন মাইল। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটুকু তারচেয়েও পাঁচগুণ বেশি দূরত্বে অবস্থান করবে গ্রহাণুটি। ফলে আমাদের গ্রহের সঙ্গে এটির সংঘর্ষ বাধার কোনো সম্ভাবনা নেই। তবে এটির কাছাকাছি আসা জ্যোতির্বিদদের এক দূর্লভ জিনিস দেখার সুযোগ এনে দিবে, জেপিএল জানায়। বিবৃতিতে প্রতিষ্ঠানটির সেন্টার ফর নয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের পরিচালক ও গবেষক পল চোদাস বলেন, ১ দশমিক ২৫ মিলিয়ন মাইলের মধ্যে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ বাধার মতো কাছাকাছি আসার কোনো সুযোগ নেই। গ্রহাণুটি আনুমানিক ঘণ্টায় ১ লাখ ২৪ হাজার বা ৭৭ হাজার মাইল বেগে পৃথিবীকে

পাঁচ বছরের মধ্যে বিশ্বে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ

ইসমাম পারভেজ কনক করোনাকালে বাংলাদেশেও পণ্যভেদে দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত   করোনাকালে সারাবিশ্বে খাদ্যশষ্যের দাম বেশ বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে খাদ্যশষ্যের দাম ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব পরিস্থিতির মধ্যে বাদ যায়নি বাংলাদেশও। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা হানা দেয়। এরপর থেকে অন্যান্য পণ্যের সঙ্গে খাদ্যশষ্যের দামও বাড়তে থাকে। দর বৃদ্ধির এই হার কোনো কোনো ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত। জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (ফাও) বিশ্বব্যাপী খাদ্য পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে খাদ্যশষ্যের দাম নিকট ভবিষ্যতে আরো বাড়তে পারে। ফাওয়ের পর্যবেক্ষণে দেখা যায়, করোনা মহামারি শুরু হবার পর থেকে বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়তে থাকে। চাল, ডাল, ভোজ্যতেল, গম, বার্লি, বিভিন্ন ডেইরি পণ্য, মাছ, মাংস সবকিছুর দাম বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে পণ্যগুলোর উত্পাদন কমে যাওয়া আবার কোনো ক্ষেত্রে দেশগুলোর অতিরিক্ত মজুতদারি বাড়ানোর কারণে দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে দেখা যায়, এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে মাংসের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশে

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনের কর্মসূচি

ইসমাম পারভেজ কনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ বিকাল সাড়ে ৪টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যহানি না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে আমাদের বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার এবং আসার আগ্রহ প্রকাশ করেছেন। এতে আমাদের পুরো অনুষ্ঠানটি নতুন করে বিন্য

যেসব কারণে ত্বক কালো হয়

ইসমাম পারভেজ কনক ত্বক যেন পুড়ে ছাই। যেখানে সেখানে কালো দাগ। সেই দাগ ছোপের আড়ালে যেন আসল চেহারাটাই ঢেকে যায়। বেশিরভাগ নারীদের কাছে এটি সাধারণ একটি সমস্যা। তবে শুধুমাত্র রোদে পুড়ে ত্বক কালো হয় না। আরো বিভিন্ন কারণ রয়েছে স্কিন কালো হয়ে যাওয়ার পিছনে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে তাই আগে থেকেই জেনে রাখুন, কি কি কারণে ত্বক কালো হয়ে যায়- হাইপার পিগমেন্টেশন: ত্বকের মধ্যে থাকে কোষ দ্বারা উত্‍পন্ন মেলানিন। এই রঞ্জক পদার্থটির পরিমাণের উপর নির্ভর করে ত্বকের রং কেমন হবে। সাদা না শ্যামলা নাকি কালো। ত্বকে মেলানিনের মাত্রা অতিরিক্ত হলে, তখন ত্বক কালো হয়ে যায়। ভিটামিনের অভাব: ত্বকের উজ্জ্বলতা ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন এ, বি, সি এবং বি-কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ। যদি শরীরে এইসব উপাদানের অভাব থাকে, তা হলে ত্বক কালো হয়ে যায়। ম্লান দেখায়। চামড়ার অসুখ: চর্মরোগের কারণেও অনেকসময় ত্বক পুড়ে যায় এবং কালো হয়ে যায়। লিচেন সিমপ্লেক্স ক্রনিকাসের মতো সমস্যার কারণে ত্বক মোটা হয়ে যায়। জ্বালা যন্ত্রণা দেখা দেয়। চামড়া কালো হয়ে যায়। অপুষ্টি: শরীরে যদি সঠিক পুষ্টি না পৌঁছায়, তা হলেও ত্বক কালো হয়ে যেতে পারে। লিভারের