সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

★★★ব্রেকিং নিউজ সাম্প্রতিক প্রকাশিত★★★

কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে সলিং ও ড্রেন নির্মাণ কাজে অনিয়ম

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়ন পরিষদের বিত্তিপাড়া বাজারে  সলিং ও নিম্ন মানের কাজের অভিযোগ উঠেছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এ বিষয়ে অভিযোগ তুলেছে। স্থানীয় ইউপি দুই মেম্বর  ফরিদা ও স্কেন্দার বাজারটিতে এডিবির অর্থায়নে সলিং বাবদ-১০৭,৭০০/ =ড্রেন বাবদ ১৫৯,০০০/=  টাকার নির্মান কাজ পরিচালনা করছে।  কিন্তু নিম্নমানের ইট কাদা মিশ্রিত বালি দিয়ে নিম্নমানের কাজ করায় স্থানীয়রা ক্ষুব্ধ। সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্ন মানের ইট কাদা মিশ্রিত বালি যেটা নির্মান কাজের জন্য মোটেও উপযুক্ত নয় আর ইটের মাঝখানে কোন মশলা ছারাই কাজ করে ফেলছে এতে করে মজবুত না হওয়ায় সাথে সাথে ভেঙ্গে পরে যাওয়ার আশঙ্কা রয়েছে। । তারা ভাল মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার দাবি জানান। নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার কারনে স্থানীয়রা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর সাংবাদিক সরজমিনে গেলে এই চিত্র ফুটে উঠে।
সাম্প্রতিক পোস্টগুলি

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জাতীয় নগর দারিদ্র‍্য হ্রাসকরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসমাম পারভেজ কনক আজ ২৬/১০/২০২১ তারিখ মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভার ম. আ. রহিম মিলনায়তনে আজ ২৬/১০/২০২১ তারিখ বুধবার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় ভোগদখলী   স্বত্ব  ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব আনোয়ার আলী, মেয়র, কুষ্টিয়া পৌরসভা।

কুষ্টিয়ায় ৯ মাসের শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া শহরে মা ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার গড়াই নদ সংলগ্ন বাঁধপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতেরা হলেন- আকলিমা খাতুন (৩২) ও তার ৯ মাস বয়সী ছেলে জ্বীম। আকলিমা বাঁধপাড়া এলাকার মাজেদ মোল্লার মেয়ে ও একই এলাকার অটোরিকশাচালক রতনের স্ত্রী। আকলিমা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।  নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের কোনো এক সময় বাড়ির সবার অজান্তেই শিশুটিকে হত্যা করে মা। তারপর ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠার পর বিষয়টি জানাজানি হয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আকলিমা ও তার ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের স্বামী রতন বলেন, আমার স্ত্রী আকলিমা মানসিক ভারসাম্যহীন ছিল। কয়েকদিন আগে সে তার বাবার বাড়িতে যায়। সেখানে শ্বাসরোধে শিশুকে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। স্থানীয় রেহেনা খাতুন বলেন, দীর্ঘ দিন ধরে আকলিমা মানসিক ভারসাম্যহী

কুষ্টিয়া ই,বি থানা ঝাউদিয়া ইউনিয়ন থেকে গাঁজা সহ আটক ১ জন

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া জেলা ই,বি থানাধীন ঝাউদিয়া ইউনিয়ন  খোদ্দ বাখইল গ্রাম থেকে গাঁজা  গাছসহ মোঃ হাসিবুল  (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গল বার ভোর ৬ ঘটিকার সময়  ই,বি থানা ঝাউদিয়া  ইউনিয়ন খোদ্দ বাখইল গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় থানায় একটি   মামলা দায়ের করা হয়েছে  মামলা নং ০৫ , ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৮ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়  ই,বি থানা ঝাউদিয়া ক্যাম্প পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  ঝাউদিয়া ক্যাম্প অফিসার ইনচার্জ মোঃ গোলাম হোসেন  এস আই  এর নেতৃত্বে একটি পুলিশ টিম মঙ্গল বার ভোর  ৬টার সময়  খোদ্দ বাখইল গ্রামে অভিযান চালিয়েছিলি  জাবেদ মন্ডলের  ছেলে হাসিবুলকে  আটক করা হয়। এসময় আটককৃতর বসত বাড়ির ভিতর  থেকে একটি কাচা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। ই,বি থানা পুলিশ গাঁজা গাছসহ আটককৃত হাসিবুলের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য  রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়ছে।

আজ জাতীয় শোক দিবস

ইসমাম পারভেজ কনক  আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে। তবে, এবারও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হবে।   ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জা
ইসমাম পারভেজ কনক একাউন্ট খুললেই পাচ্ছেন 4.5 dollar  বোনাস।   আমার দেখা সবচেয়ে সেরা সাইড হলো Tolike ডেইলি উইথড্র কাজের ঝামেলা খুব ই কম( ফেইসবুক/টিকটক ভিডিও তে জাস্ট লাইক দেওয়া )  খুব অল্প সময়ে কাজ করতে পারবেন। নিজে নিজেই প্যাকেজ কিনা বা উইথড্র করা ! কোন প্রকার ইনভেস্ট ছাড়াই রেজিস্ট্রেশন করলেই 4.5 ডলার বোনাস।। ফ্রীতে  কাজ করার সুযোগ আছে! 1. Free প্যাকেজঃ প্রতিদিন ইনকাম 40 টাকা 2. vip1 প্যাকেজঃ 2100 টাকা, প্রতিদিন ইনকাম 1.1 dollar =100 টাকা। 3. Vip2 প্যাকেজঃ 11000 টাকা, প্রতিদিন 6.6 dollar =600 টাকা। 4. Vip3 প্যাকেজঃ 25,000 টাকা, প্রতিদিন ইনকাম 26.6 dollar =1600 টাকা। 5. Vip3 প্যাকেজঃ 81,000 টাকা, প্রতিদিন ইনকাম 49.5 dollar =4500টাকা। বিঃদ্রঃ  ১.   1 dollar =90 টাকা হইলে টাকা উঠানো যায়। ২. এক দিনেই পেমেন্ট পাওয়া যায়। ৩. ফ্রী একাউন্ট এর টাকা একাউন্ট VIP(Package) করে টাকা উঠাতে হবে বিকাশ এবং নগদ একাউন্টের মাধ্যমে Withdraw করতে পারবেন খুব  সহজেই 😑  ✓Account করতে এই লাংকে ক্লিক করুন:https://gold.tolikeweb.com/?sc=ijhGXOgx ✓অ্যাপস লিংক : https://download.tolikeweb.com ✓Binance লিংক : htt

পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ

ইসমাম পারভেজ কনক বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হওয়া সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেওয়া হয়। শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে, পরীমণির আইনজীবী তার জামিন  আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পরীমণির জামিন আবেদন করে আইনজীবী মজিবুর রহমান আদালতকে বলেন, পরীমণি ‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’ এর রোগী। তিনি দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে (হেফাজতে) অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি পুলিশ হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়নি। জ

কুষ্টিয়ায় ফুফু কর্তৃক ভাইজীকে হত্যা মামলার আসামী আটক

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় ফুফু কর্তৃক ভাইজীকে হত্যা মামলার আসামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১২ আগস্ট)  দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম। সংবাদ সম্মেলনে এসপি মোঃ খাইরুল আলম জানান, গতকাল বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯ টার পরে কুষ্টিয়ার মিরপুর থানায় ৯৯৯ থেকে একটি ফোন আসে। সেই ফোনের মেসেজ ছিল মিরপুর থানার মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামে ৫/৭ বছরের একটি বাচ্চা মারা গেছে। মিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামের আনিরুলের বাড়ীর দক্ষিণ পার্শ্বের ক্যানেলের পাড় থেকে ৬ বছরের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করে।পরে পুলিশ কন্যা শিশুর পরিচয় উদঘটন করে জানতে পারে তার নাম জান্নাতুল খাতুন।সে শাহাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের কন্যা।এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে শিশুটির আপন ফুফু জোহরা খাতুন(২৫) ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পরে পুলিশি গোয়েন্দা তৎপরতা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানাযায় তার আপন ফুফু জোহরা শিশুটিকে হত্যা করেছে। এসপি মোঃ খাইরুল আলম আরও জানান, হত্যাকান্ডের কারণ হ

কুষ্টিয়ায় শিশু কন্যাকে হত্যার ঘটনায় ফুফু সহ আটক ২

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামে জান্নাতুল ফেরদৌস নামে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত সন্দেহে ফুপু জহুরা খাতুন এবং শহিদুল নামের দুইজনকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস রাত সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস আজ বুধবার বিকেলে মিরপুর উপজেলার মশান শাহপাড়ার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।   পুলিশ প্রাথমিকভাবে সন্দেহভাজন দুজনকে আটক করেছে। তদন্তের পর এ হত্যার কারণ বিস্তারিত জানাতে পারবে বলে ওসি তদন্ত জানিয়েছেন। অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।প্রতিদিন ১০ ডলার বা ৯০০ টাকা ইনকাম।

কুষ্টিয়ায় ৫ বছরের শিশু কণ্যাকে গলাকেটে হত্যা

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের ৫ বছর বয়সী এক শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মিরপুর উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।  জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের কণ্যা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেলে মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের কণ্যা জান্নাতুল ফেরদৌস থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯ টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।প্রতিদিন ১০ ডলার বা ৯০০ টাকা ইনকাম।

আফরান নিশো,মেহজাবিন,ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা,তদন্তের নির্দেশ আদালতের

ইসমাম পারভেজ কনক  ঈদে চ্যানেল আইতে প্রচারিত নাটক 'ঘটনা সত্য'  এবং একই চ্যানেলে প্রচারিত আলোচনা অনুষ্ঠান 'টু দ্য পয়েন্ট' নিয়ে বিতর্ক যেনো পিছু ছাড়ছে না। উল্লিখিত নাটক এবং আলোচনা অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সম্পর্কে 'নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর' ধারণা প্রধান এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে দুটি মামলার আবেদন হয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকী বুধবার শুনানি শেষে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের এই আদেশ দেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা দুটি তদন্ত করার জন্য নির্দেশ দেন। জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন অধিকারকর্মী বশির আল হোসাইনের পক্ষে আদালতে মামলার আবেদন করেন আইনজীবী জীবনান্দ চন্দ জয়ন্ত। একটি আবেদন করা হয় 'ঘটনা সত্য' নামের একটি নাটক নিয়ে, যেটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই সম্প্রচার হয়। মামলার আবেদন

একাউন্ট খুললেয় পাবেন ৫ ডলার বা ৪৫০ টাকা,বিকাশে বা নগদে

ইসমাম পারভেজ কনক আমার দেখা সবচেয়ে সেরা সাইট, ডেইলি উইথড্র কাজের ঝামেলা খুব ই কম( ফেইসবুক/টিকটকে এট দেখা)  সর্বোচ্চ ২/৫ মিনিট! নিজে নিজেই প্যাকেজ কিনা বা উইথড্র করা ! কোন প্রকার ইনভেস্ট ছাড়াই রেজিস্ট্রেশন করলেই 5 dollar=450 টাকা বোনাস।। ফ্রীতে  কাজ করার সুযোগ আছে! 1. Free প্যাকেজঃ প্রতিদিন ইনকাম 40 টাকা 2. vip1 প্যাকেজঃ 2100 টাকা, প্রতিদিন ইনকাম 1.1 dollar =100 টাকা। 3. Vip2 প্যাকেজঃ 11000 টাকা, প্রতিদিন 6.6 dollar =600 টাকা। 4. Vip3 প্যাকেজঃ 25,000 টাকা, প্রতিদিন ইনকাম 26.6 dollar =1600 টাকা। 5. Vip3 প্যাকেজঃ 81,000 টাকা, প্রতিদিন ইনকাম 49.5 dollar =4500টাকা। বিঃদ্রঃ  ১.   1 dollar =90 টাকা হইলে টাকা উঠানো যায়। ২. এক দিনেই পেমেন্ট পাওয়া যায়। ৩. ফ্রী একাউন্ট এর টাকা একাউন্ট VIP(Package) করে টাকা উঠাতে হবে বিকাশ এবং নগদ একাউন্টের মাধ্যমে Withdraw করতে পারবেন খুব  সহজেই 😑  সাবধানতা★ *রেফার কোড ছাড়া একাউন্ট খুললে টাকা উঠাতে পারবেন না। *একই মোবাইলে বা ল্যাপটপে একটাই একাউন্ট খুলা যাবে। *ওয়েবসাইট বা এপ্পসের মাধ্যমে চালাতে পারবেন তবে ইউজার নেইম এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। Link click me অনলা

নতুন গণবিজ্ঞপ্তি

ইসমাম পারভেজ কনক আগামী ১১ আগস্ট ২০২১ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত । Online Job অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।

আদালতে কান্না শেষে সবার উদ্দেশ্যে যা বললেন পরীমণি

ইসমাম পারভেজ কনক  মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বহুল সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি আজও আদালত প্রাঙ্গণে কাঁদলেন। রিমান্ড শুনানি চলাকালীন তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদছিলেন আর চশমার নিচ দিয়ে চোখ মুছছিলেন। আদালত থেকে চলে যাওয়ার সময় পরীমণি বলেন,  আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর আপনারা হাসছেন। জানা যায়, আজ মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে লিফটে উঠার আগে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে এই কথা বলেন উৎকন্ঠিত ও বিমর্ষ পরীমণি। এর আগে পরীমণিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন। চারদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমণির ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও এই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানা গেছে।   জানা যায়, রিমান্ড শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো পরীমণি  চশমার নিচে হাত দিয়ে চোখ মুছছিলেন। প্রযোজক নজরুল ইসলাম রাজ ছিলেন খুব

পরীমণিকে দুই ও রাজকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর

ইসমাম পারভেজ কনক  মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণিকে আবারও জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে তাকে আরও পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু শুনানি শেষে আদালত পরীমণির দুই দিনের রিমান্ড মঞ্জর করেন। অন্যদিকে, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম রাজের আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, আজ সোয়া ১২টার দিকে পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজিরা করা হয়। এর আগে মাদক মামলায় তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করেছে সিআইডি। Online Job অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।

অনলাইনে ইনকামের নামে জুয়া খেলা

ইসমাম পারভেজ কনক Melbet ভারতের হলেও বাংলাদেশে এর জনপ্রিয়তা সব থেকে বেশী।আর অতিরিক্ত ইউজারদের কারণে এরা বিকাশ এবং নগদের মাধ্যমে জুয়ার সেবা শুরু করেছে।কিন্তু বর্তমানে এদের জুয়ার বাটপারীতে বিকাশ লেনদেন বন্ধ করে দিয়েছে। Melbet এর Updated Date: 2020-09-24T01:09:32Z Creation Date: 2012-09-18T13:51:19Z Registrar Registration Expiration Date: 2022-09-18T13:51:19 Melbet এর জন্ম ২০১২ সালে এবং বাংলাদেশে সাফল্যের সাথে পদার্পণ করে ২০১৫ সালে।এখানে এমন কোনো জিনিস বা বিষয় নাই।যেইটায় জুয়া খেলা হয় না।এখানে থেকে জুয়ারীরা খেলার খবর ভালই রাখতে পারে।বর্তমানে বাংলাদেশ vs অস্ট্রেলিয়ার খেলার জুয়ার আসর খুব সাফল্যের সাথে চলতেছে।এখানে বিশাল বড় ক্যাসিনো সিস্টেম আছে।যার মাধ্যমে সবাই জুয়ার নেশায় মেতে থাকতে পারে।এই সাইটে বাংলাদেশের অনেক অনেক মানুষ জুয়া খেলে ইনকাম করে এবং অনলাইনে কাজ করে বলে গল্প বলে। বর্তমানে এই সাইটে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এ নগদের সাথে লেনেদেন আছে।তাছাড়া অন্য অনেক মাধ্যমে অনলাইনে টাকা ডিপোজিট করা এবং উঠানো যায়।এটি অনেক বড় জুয়ার আসর।প্রতিনিয়ত অনেক বিজ্ঞাপনও দেখায়।এখানে কোনো রেফারেল সিস্টেম নাই এব

পরীমণি ও রাজ ৪ দিনের রিমান্ডে

ইসমাম পারভেজ কনক পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বনানীর নিজ বাসা থেকে মাদকসহ আটক চলচ্চিত্রের নায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জানা যায়, বুধবার বিকেলে আটকের পর বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বনানী থানায় এই নায়িকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করে র‌্যাব। এরপর রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। বনানী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, এর আগে বিকেলে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মামলা করা। অন্যদিকে, আরেক আসামি নজরুল ইসলাম রাজকেও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। Online জব অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক

মাত্রাতিরিক্ত চাহিদার কারণে বাসায় মিনি বার তৈরি করেন পরীমণি : র‍্যাব

ইসমাম পারভেজ কনক  ২০১৬ সাল থেকে বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি অ্যালকোহলে আসক্ত - তার বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, তার নাম শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণি। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ২০১৪ সালে চলচ্চিত্রে আসেন। ৩০টি চলচ্চিত্র ও ৫/৭টি টিভিসিতে অভিনয় করেছেন। পরীমণিকে পিরোজপুর থেকে ঢাকায় এন্ড চলচ্চিত্রের নায়িকা বানান তার অনেক কুকর্মের সঙ্গী গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম রাজ। জিজ্ঞাসাবাদে পরীমণি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। আর সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ। খন্দকার আল মঈন আরও বলেন, গ্রেপ্তার হওয়া মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার

ভিডিও দেখে ইনকাম,বিকাশে পেমেন্ট

ইসমাম পারভেজ কনক বর্তমানে জনপ্রিয় টিকটক ওয়েবসাইট।যেখান থেকে আপনারা খুব সহজেয় ইনকাম করতে পারবেন।এখানে ভিডিও দেখলে আপনাকে টাকা দিবে।আপনি ভিডিও আপলোড দিবেন তাতেও টাকা পাবেন।আবার যদি কাউকে ইনভাইট করেন।তাহলেও টাকা পাবেন।টাকা আপনার একাউন্টে জমা হবে এবং আপনি বিকাশ ব্যাংক ট্রান্সফার,যেকোনো সিমে রিচার্জের মাধ্যমে টাকা তুলতে পারবেন। টিকটকে মজার মজার ভিডিও আপলোড হয়।আপনি দেখেও অনেক মজা পাবেন। এখানে আমি আমার রেফার লিংক দিলাম।এই লিংকে ক্লিক করে টিকটিক আপলোড দিলে আপনি বোনাস পাবেন।রেফার কোড চাইলে  BD931703258  এই কোডটি সাবমিট করুন। এই লিংকে ঢুকে টিকটিক ডাউনলোড দিন। https://vm.xzcs3zlph.com/ZGJAwB3eM/ লিংকে ক্লিক করে টিকটক ডাউনলোড দিন এবং ভিডিও দেখতে থাকুন।আপনার একাউন্টে টাকা যোগ হতে থাকবে।আর ভিডিও আপলোড দিলে ভিউ হলেও টাকা যোগ হতে থাকবে।সেই সাথে আমার রেফার আইডি এবং লিংক দিয়ে টিকটিক খুললে আপনি বোনাসের সাথে রেফারের টাকার পরিমাণও অনেক বেশী পাবেন।সেই সাথে আপনার টিকটক সাসপেন্ড হবে না।অনেকেয় আছে কোনো রেফারেল ছাড়া টিকটক খুলে কিছুই পায় না এবং কিছুদিন পর তাদের একাউন্ট বন্ধ হয়ে যায়।

TIKTOK থেকে খুব সহজেয় ইনকাম

ইসমাম পারভেজ কনক বর্তমানে জনপ্রিয় টিকটক ওয়েবসাইট।যেখান থেকে আপনারা খুব সহজেয় ইনকাম করতে পারবেন।এখানে ভিডিও দেখলে আপনাকে টাকা দিবে।আপনি ভিডিও আপলোড দিবেন তাতেও টাকা পাবেন।আবার যদি কাউকে ইনভাইট করেন।তাহলেও টাকা পাবেন।টাকা আপনার একাউন্টে জমা হবে এবং আপনি বিকাশ ব্যাংক ট্রান্সফার,যেকোনো সিমে রিচার্জের মাধ্যমে টাকা তুলতে পারবেন। টিকটকে মজার মজার ভিডিও আপলোড হয়।আপনি দেখেও অনেক মজা পাবেন। এখানে আমি আমার রেফার লিংক দিলাম।এই লিংকে ক্লিক করে টিকটিক আপলোড দিলে আপনি বোনাস পাবেন।রেফার কোড চাইলে  BD931703258  এই কোডটি সাবমিট করুন। এই লিংকে ঢুকে টিকটিক ডাউনলোড দিন। https://vm.xzcs3zlph.com/ZGJAwB3eM/ লিংকে ক্লিক করে টিকটক ডাউনলোড দিন এবং ভিডিও দেখতে থাকুন।আপনার একাউন্টে টাকা যোগ হতে থাকবে।আর ভিডিও আপলোড দিলে ভিউ হলেও টাকা যোগ হতে থাকবে।সেই সাথে আমার রেফার আইডি এবং লিংক দিয়ে টিকটিক খুললে আপনি বোনাসের সাথে রেফারের টাকার পরিমাণও অনেক বেশী পাবেন।সেই সাথে আপনার টিকটক সাসপেন্ড হবে না।অনেকেয় আছে কোনো রেফারেল ছাড়া টিকটক খুলে কিছুই পায় না এবং কিছুদিন পর তাদের একাউন্ট বন্ধ হয়ে যায়। অনলাইনে সঠিক সাইডে কাজের জ

কুষ্টিয়ায় বিজিবি সদস্যের অনৈতিক মেলামেশায় অন্তঃসত্বা বিধবা নারী 

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় বিজিবি সদস্য কর্তৃক বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীর সাথে অবৈধভাবে মেলামেশা। উদ্দেশ্য ছিল সম্পত্তি হাতিয়ে নেয়া তাই গভীর ভাবে মেলামেশা ফলে বিধাব নারীর পেটে এখন ৩ মাসের বাচ্চা। সেই বিধবা নারীটির এখন কি হবে? দীর্ঘদিন যোগাযোগ করতে না পেরে সাদাসিধে সেই নারী এখন ঘুড়ছে পথে পথে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া কুঠিপাড়া এলাকার মৃত মিজানুর রহমান সুজনের ৩য় কন্যা মোছাঃ সোহেলা পারভীন সোনালী (৪১) এর জীবনে। অল্প বয়সে স্বামী হারানোর পরে ঠাঁই মেলেনি স্বামীর ভিটেতে। মৃত পিতা মাতার ভিটেতে বাড়ি ভাড়া ও বিভিন্ন ক্লিনিকে কাজ করে জীবন যাপন করছিলেন তিনি। লম্পট শহীদুল তার স্ত্রী অসুস্থতার কথা বলে সুখ পেতে বিধবা সেই নারীর কাছে যেতেন এমনটি জানান ভুক্তভোগী বিধবা নারী। সুত্রে জানা যায়, মোঃ শহীদুল ইসলাম শহীদ (৫৫) পিতা আহমদ আলী সাং- পুটিয়া চড়াইখোল, কুমারখালী, কুষ্টিয়া তিনি পেশায় একজন বিজিবি সদস্য। শহীদুলের দুই কন্যা ও অসুস্থ স্ত্রী রয়েছেন। এর পরেও বিভিন্ন প্রলোভনে সুকৌশলী হয়ে তার সাথে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক। বিধবা সেই নারী জানান, শহীদুল আমার পবিরারিক সুত্রে আত্মীয় হয়। আমার উপরোক্ত ঠিকানায় আমার

কুষ্টিয়ায় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান

ইসমাম পারভেজ কনক নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযানঃ ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০২ লাখ টাকা অর্থদন্ড  কুষ্টিয়া জেলা শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত এলেক্স ইউনানি ল্যাবরেটরিজ নামক যৌন উত্তেজক সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসএস পাউডার দ্বারা যৌন উত্তেজক সিরাপ প্রস্তুত ও গোপনে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুল ইসলাম (৩০) কে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ (খ) লঙ্ঘনে একই আইনের ২৭ ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০০০/- ( দুই লাখ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত প্রায় ৪,০০০০ ( চার হাজার) বোতল নিষিদ্ধ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।  জনস্বার্থে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে৷ জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র‍্যাব-১২, কুষ্টিয়া ও তাঁর একদল চৌকস বাহিনী, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহয

কুষ্টিয়া জেলা কারাগারে জামির নামের এক কয়েদির মৃত্যু 

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া জেলা কারাগারে জামির হোসেন(৫৪)নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ হিসেবে হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকে চিহ্নিত করছেন বলে জানান, ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আশরাফুল আলম।মৃত সাজাপ্রাপ্ত কয়েদি হলেন- নীলফামারী জেলার মৃত আকবর আলীর ছেলে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ার বাসিন্দা জামির হোসেন (৫৪)। তিনি বিগত ১৯৯৮ সাল থেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ও জেলবন্দি হয়ে সাজা ভোগ করছিলেন। জেলসূত্রে তত্ত¡াবধায়ক মো: তায়েফ উদ্দিন মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাজাপ্রাপ্ত কয়েদি জামির হোসেন বুকের ব্যাথ্যায় অসুস্থ্য হয়ে পড়েন। সংবাদ পেয়ে জেল কর্তৃপক্ষ তাৎক্ষনিক কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত: ঘোষনা করেন। জামির হোসেন ১৯৯৭ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। আর মাত্র কয়েকদিন পরই সাজা খেটে তার বের হওয়ার কথা ছিলো। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেড

কুষ্টিয়া কাটাইখানা মোড়ে চাঁদের পরী নামক নকল কারখানায় ২ লক্ষ টাকা জরিমানা

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ায় নকল কসমেটিকস কারখানায় অভিযানঃ ০২ লাখ টাকা অর্থদন্ড। ১৭/০৭/২০২১ তারিখ রাতে তারিখে কুষ্টিয়া জেলা শহরের কাটাইখানা মোড় এলাকায় অবস্থিত চাঁদের পরী নামক একটি নকল কসমেটিকস কারাখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বিএসটিআই এর লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানটি বিভিন্ন নামে কসমেটিকস পণ্য সহ বিভিন্ন দেশের নামি-দামী প্রতিষ্ঠানের মোড়কে নকল প্রসাধনী সামগ্রী ( ৩১ টি পণ্য) উৎপাদন ও গোপনে বাজারজাত করে আসছিলো। জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৫০, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ০২ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমান কসমেটিকস সামগ্রী ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র‍্যাব- ১২ কুষ্টিয়া ও তার একদল চৌকস বাহিনী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

অনলাইনে প্রতিমাসে ২০-২২ হাজার ইনকাম

ইসমাম পারভেজ কনক যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক।তারা এই সাইটে কাজ করতে পারেন।এই সাইটে কাজ করে প্রতিমাসে ২০-২২ হাজার টাকা ইনকাম করা সম্ভব। এই সাইটের কাজ হচ্ছে,এড ক্লিক করা।এই সাইটে অনেক এড আসবে।সেই গুলোতে ক্লিক করলে,ক্লিক প্রতি টাকা একাউন্টে জমা হয়।৫০ ডলার হলে টাকা উঠানো যায়।প্রতি মাসে ২৫০ ডলার ইনকাম করা সম্ভব।কাজ করতে হয় প্রতিদিন ১ ঘন্টার মত। যারা এই সাইটে কাজ করতে ইচ্ছুক।তারা নীচের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং কাজ শুরু করুন। তবে অবশ্যয় মনে রাখতে হবে,একটি ফোন বা কম্পিউটার থেকে একটি একাউন্ট ই খুলতে হবে।একাধিক একাউন্ট খুললে আইডি ব্লক হয়ে যাবে এবং টাকা উঠানো যাবে না। আর একটি বিষয় নীচে যেই লিংক দিয়েছি এইটা দিয়েয় একবারে ঢুকেয় একাউন্ট খুলতে হবে।যারা দীর্ঘমেয়াদী কাজ করছে তাদের রেফারেল ছাড়া একাউন্ট খুলে কাজ করলে টাকা উঠানো যাবে না বা একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই সাইটে সততার সাথে কাজ করতে হবে।সাইটের সকল পলিসি মেনে কাজ করলে প্রতিমাসে ২০ থেকে ২২ হাজার টাকা ইনকাম করা কঠিন কাজ হবে না। আর অবশ্যয় যেই ইমেইল দিয়ে একাউন্ট সাইন আপ করবেন সেই ইমেইল এবং পাসওয়ার্ড লিখে রাখবেন।এইটা ভুলে গেলে সমস্যায় পড়

ফাতেমা হত্যাকাণ্ডের লোমহর্ষক রহস্য উন্মোচন

ইসমাম পারভেজ কনক  উম্মে ফাতেমা (১৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। আপন মিরপুর উপজেলার আমলা সরকারী কলেজের শিক্ষার্থী। দুইজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  মেয়েটি ছেলেটিকে অগাধ বিশ্বাস করতো। একপর্যায়ে মেয়েটি ছেলেটিকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু ছেলেটি বিয়ে করতে রাজি না হওয়ায়, মেয়েটি বলে যে "বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো এবং মরার পূর্বে তোমার নাম লিখে যাবো।" ছেলেটি তখন ভয় পেয়ে যায় এবং ০৭ দিন পূর্বে থেকে মেয়েটিকে হত্যার পরিকল্পনা করতে থাকে।  গত পরশু দিন রাত আটটার দিকে মেয়েটিকে ফোন করে এবং রাত ০১ টা ৫২ মিনিটে ফোন করে বলে যে, তুমি  বাড়ি থেকে ০২ টা ৫০ মিনিটে বাইরে বের হয়ে আসবে। এর মধ্যে ছেলেটি জায়গা দেখে আসে কোথায় নিয়ে মারবে। প্রথমে একটি ইটভাটায় যায় কিন্তু সেখানে লোকজন দেখায় পরবর্তীতে প্লানিং করে ভুট্টা ক্ষেতে নিয়ে মারবে। মেয়েটি বের হয়ে আসলে মেয়েটিকে নিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং  বলে যে একটি মাইক্রো গাড়ি আসবে তখন আমরা ঐ গাড়িতে চলে যাবো। তাদের আবেগের মুহূর্তের একপর্যায়ে

মোবাইল দিয়ে সঠিক সাইটে টাকা আয় করার উপায়

ইসমাম পারভেজ কনক মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে চান? সেক্ষেত্রে অনুসরণ করুন এই মোবাইল আর্নিং গাইড। এই পোস্টে মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় ও কীভাবে মোবাইলে টাকা ইনকাম করবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ নিজের দায়িত্বে এই উপায়গুলো ট্রাই করতে পারেন। মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় কি? মোবাইল দিয়ে টাকা ইনকাম করার একাধিক উপায় রয়েছে। যদি আপনার হাতে একটি ফোন আর ইন্টারনেট সংযোগ থাকে, তাহলেই এখনি নেমে পড়তে পারেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে। মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়সমুহ হলোঃ (সঠিক সাইটে অনলাইনে কাজের জন্য পোস্টের উপরে ডান সাইডে তিন দাগের উপর ক্লিক করুন) ইউটিউব ভিডিও তৈরী করে ব্লগিং করে ফ্রিল্যান্সিং করে ফটোগ্রাফ বা ভিডিও বিক্রি করে অনলাইন টিউশন করে ফেসবুক ই-কমার্স দ্বারা রিসেলিং ব্যবসা করে ইন্সটাগ্রাম থেকে মাইক্রোওয়ার্ক সাইট থেকে ইনভেস্টমেন্ট সাইট থেকে ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে ড্রাইভিং করে টাকা ইনকাম করার অ্যাপস দিয়ে মোবাইল দিয়ে বিকাশ থেকে ইনকাম ইউটিউব ভিডিও তৈরী করে মোবাইল দিয়ে টাকা ইনকাম আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট শক্তিশালী। ভিডিও রেকর্ড থেকে শুরু করে ভিডিও এডিট

কুমারখালীর চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিনকে হত্যা

ইসমাম পারভেজ কনক কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন বিশ্বাসকে (নাসির ন্যাংড়া) মীর মশাররফ সেতুর পাশে পরে থাকতে দেখা গিয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। জানা যায় কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে তার ওপর এমন হামলার ঘটনা ঘটে। তবে হামলা নাকি সড়ক দুর্ঘটনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

আবারও কুষ্টিয়ার পাহাড়পুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার পাহাড়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়পুর এলাকার হোসেনের ছেলে আমিরুল ও জোয়াদ আলীর ছেলে লাল্টু এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা থেকে এ সংঘর্ষের সুত্রপাত হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ কটার সমর্থক পাহাড়পুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে রকিবুল, গাফফারের ছেলে তারিকুল, জাহিদুল, ওমরের ছেলে বাদল, জয়নাল এবং প্রতিপক্ষের একই এলাকার হোসেনের ছেলে আমিরুল ও জোয়াদ আলীর ছেলে লাল্টু গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ কটা জানান, কয়েক সপ্তাহ আগে এলাকায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে পাহাড়পুর গ্রামের আমিরুল ও লাল্টু একই এলাকার গফফারের ছেলে জায়েদুলকে বেধড়ক মারপিট করে