সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরােজ আহমেদ কটার নেতৃত্বে দু'পক্ষের সংঘর্ষ হয়, আহত ৩ আজব শেখ (৫৫), রজব শেখ (৪৫), আমিরুল সেখ (৪৭),গতকাল ৬/জুলাই আনুমানিক রাত ৯/ টার দিকে তারা তিনজন বাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে পাহাড়পুর গ্রামের মমিনের বাড়ির সামনে থেকে কটা মেম্বার এর নেতৃত্বে একদল দুবৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপরে হামলা করে ফলে তিনজনই গুরুতরভাবে আহত হয় তারা এখন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

কুষ্টিয়ায় আজ নতুন শনাক্ত ২৩৪,মৃত্যু ১৩

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালের  আরএমও ডাক্তার তাপস কুমার সরকার তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৯৮। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৩৪ জন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৩ শতাংশ। কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বগতি থামছে না। হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৬১ হাজার ২৮৬ জনের সংগৃহীত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৭ হাজার ৫৩৭ জন করোনা শনাক্ত হন। এদের মধ্যে ৫ হাজার ৪০৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা গ্রহন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন। হাসপাতালে এখন মোট ভর্তি রোগী সংখ্যা ১৫৪ জন। এদিকে রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক-নার্সদের হিমশিম অবস্থা। ক্রমবর্ধমান বাড়তি রোগী জন্য অক্সিজেন সংকট আশংকা করা হচ্ছে। তবে করোনা রোগীর জীবন বাঁচাতে ও অক্সিজেন সংকট নিরসনে সম্প্রতি কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ দুই দফায় ২০০ অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে ১০টি বেডের জন্য সেন্ট্

কুষ্টিয়ায় মৃত চিকিৎসককে মেহেরপুর বদলি!

ইসমাম পারভেজ কনক করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ জুলাই মারা গেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমি। ৫ জুলাই (সোমবার) মৃত এই চিকিৎসককে মেহেরপুর সরকারি হাসপাতালে বদলি করা হয়েছে!

কঠোর বিধি-নিষেধে বিপাকে নিম্ন আয়ের মানুষ 

ইসমাম পারভেজ কনক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিপাকে পড়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদার নিম্ন আয়ের মানুষ। অনেকের আয়ে পথ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে জীবন-জীবিকা নিয়ে দুশ্চিন্তায় এ অঞ্চলের শ্রমজীবী মানুষ। এভাবে চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে পড়বে এসব মানুষের। বিশেষ করে চায়ের দোকানদার, সাইকেল-ভ্যান-রিকশা সারাইয়ের দোকানদার, ইজিবাইকচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি শিকার এর। দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার ইজিবাইকচালক সুজন আলী জানান, তাঁর পরিবারের চারজন লোক সারা দিন ইজিবাইক চালিয়ে যা আয় হয় তা দিয়ে কোনোমতে দিন চলে। দীর্ঘদিন বিধি-নিষেধ থাকলেও কোনো রকমে চুপিসারে গাড়ি চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু কঠোর বিধি-নিষেধ শুরু হওয়ায় এখন গাড়ি বের করা তো দূরের কথা, নিজেই বাড়ি থেকে বের হতে পারছেন না। সুজন আলী বলেন, 'লকডাউনে এমনিতেই রাস্তায় লোকজন নেই। তার ওপর গাড়ি বের করলে পুলিশের ঝামেলা। গাড়ি বের করতে পারলে কিছু আয় হতো, তা দিয়ে কোনোমতে চলা যেত। এমন অবস্থা থাকলে সংসার চালানো দায় হয়ে পড়বে।' উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিনমজুর রবিউল ইসলাম, ইকতার আলী ও আব্দুল

কুষ্টিয়া লাহিনী বটতলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৯

ইসমাম পারভেজ কনক    কুষ্টিয়া লাহিনী বটতলা সংলগ্ন চারা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে আগত একটি হাইস মাইক্রোবাস চারা বটতলা এলাকায় এসে একটি সার বোঝাই থেমে থাকা ট্রাকের মুখোমুখি ধাক্কা দেয়। মাইক্রোবাসটির ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । মাইক্রো বাসে অবস্থানরত ৯ জনের মধ্যে ৩ জন আসছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ,বাকি ৬ জন ছিল সাভার থেকে আসা যাত্রী। সকলের দেশের বাড়ি মেহেরপুর জেলা ।  ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায় ,আজ শনিবার ২ জুলাই বিকেল ৬টা ১৫ মিনিটের সময় থেমে থাকা সারের ট্রাকের সাথে ঢাকা থেকে আগত এই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে , সকলেই আহত হয় তার মধ্যে ২জনের অবস্থা গুরুতর ,তারা কুষ্টিয়া সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সড়ক দুর্ঘটনা ঘটার পর কুষ্টিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঢাকা থেকে আসা মাইক্রোবাসটি ক্ষতবিক্ষত অবস্থায় জব্দ করে নিয়ে যায়। সংঘর্ষে আহত হয়েছে ৯জন।তবে নিহতের কোনো খবর পাওয়া যায় নাই।৯জনের মধ্যে কেউই গুরুতর আহত নয়।

লকডাউনে গরিব মানুষ খাবে কী?

ইসমাম পারভেজ কনক দরিদ্র মানুষের জন্যে খাদ্য সহায়তা নিশ্চিত না করেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী ‘কঠোর লকডাউন’ দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, খাদ্য সহায়তা ছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি দরিদ্র মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হবে না। তাই খাদ্য সহায়তা ছাড়া ঘোষিত এই লকডাউন আদৌ কার্যকর করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে সরকারের এ সিদ্ধান্ত ‘যথাযথ’ হয়নি বলে মনে করছেন তারা। একইসঙ্গে কোভিডের অভিঘাতে আর্থিকভাবে জর্জরিত এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠন ও শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি করে বলা হয়, এর বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে। এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে মামলা, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে। ফলে কার্যত এই লকডাউনে দরিদ্র

কুষ্টিয়ার ইবিতে লকডাউনে গাছ চুরি,বনবিভাগের অনুসন্ধান!

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়া ইবি থানাধীন ১১নং আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর জিকে ক্যানেলের ১২ টি সরকারি গাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। ১ জুলাই সকালে বৃষ্টির মধ্যে ওই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জিকে ক্যানেলের ওই সরকারি গাছের উপকার ভোগীর সভাপতি আব্দুর রশিদ (৫০) ও সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন পল্টু (৪৮) সহ তার ভাতিজা মহিদ ইসলাম (৩৫), সুরুজ হোসেন(৩৫), তাইজাল হোসেন মুহুরী ৩৪) এই গাছ কর্তন করেছেন। ওই কাজগুলো ত্রিবেনীর নিজাম উদ্দিন ক্রয় করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে তিনি গাছগুলো কোথায় রেখেছেন এখন পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। সরকারি গাছ কর্তন করা হয়েছে এমন খবর বন বিভাগের কাছে পৌঁছালে তাৎক্ষণিকভাবে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং যে গাছগুলো কাটা হয়েছে তার অবশিষ্টাংশ মেজারমেন্ট সহ গাছগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।  বনবিভাগ জানান, আমরা ১২ টি গাছ কাটার নমুনা পেয়েছি, গাছগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে বলে জানান তারা। এই গাছ কাটার

কুষ্টিয়ায় করোনায় আরও ৮ জনের মৃত্যু,মোট ১৯৮

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা রোগী ও উপসর্গে চারজন মারা যান। হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৯৮। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৮০ জন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৩ শতাংশ। কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বগতি থামছে না। হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৬১ হাজার ২৮৬ জনের সংগৃহীত নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৭ হাজার ৫৩৭ জন করোনা শনাক্ত হন। এদের মধ্যে ৫ হাজার ৪০৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা গ্রহন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন। হাসপাতালে এখন মোট ভর্তি রোগী সংখ্যা ১৫৪ জন। এদিকে রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক-নার্সদের হিমশিম অবস্থা। ক্রমবর্ধমান বাড়তি রোগী জন্য অক্সিজেন সংকট আশংকা করা হচ্ছে। তবে করোনা রোগীর জীবন বাঁচাতে ও অক্সিজেন সংকট নিরসনে সম্প্রতি কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ দুই দফায় ২০০ অক্সিজেন সিলিন্ডার হাসপ

কুষ্টিয়ার বংশীতলায় শিশু সৈকত হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ এলাকাবাসীর

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া শিশু সৈকত ইসলাম সকাল হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বংশিতলা মোড়ে এলাকার নারী-পুরুষের অংশ গ্রহনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিশু সৈকত ইসলাম সকালকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক জন আসামীকে গ্রেফতার করলেও বাকি আসামীদের গ্রেফতারে গড়িমোসি করছে এবং হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাছে একটি প্রভাবশালী মহল। মানববন্ধন থেকে এলাকাবাসী শিশু সৈকত ইসলাম সকাল হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবিও জানান। পরে বংশিতলা মোড় থেকে শিশু সৈকতের বাড়ী পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। উল্লেখ্য, গড় মে মাসের ২৭ তারিখে শিশু সৈকত ইসলাম সকালের ঘার ভাঙ্গা লাশ পাশের বাড়ীর একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ায় শিশু সৈকত হত্যার দ্রুত বিচারের জন্য এলাকাবাসীর মানববন্ধন

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া শিশু সৈকত ইসলাম সকাল হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বংশিতলা মোড়ে এলাকার নারী-পুরুষের অংশ গ্রহনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিশু সৈকত ইসলাম সকালকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক জন আসামীকে গ্রেফতার করলেও বাকি আসামীদের গ্রেফতারে গড়িমোসি করছে এবং হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাছে একটি প্রভাবশালী মহল। মানববন্ধন থেকে এলাকাবাসী শিশু সৈকত ইসলাম সকাল হত্যার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবিও জানান। পরে বংশিতলা মোড় থেকে শিশু সৈকতের বাড়ী পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। উল্লেখ্য, গড় মে মাসের ২৭ তারিখে শিশু সৈকত ইসলাম সকালের ঘার ভাঙ্গা লাশ পাশের বাড়ীর একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়ার ঝাউদিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর নারী কেলেঙ্কারির অভিযোগ

ইসমাম পারভেজ কনক ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন শিশির এর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ। কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের বৌদ্ধনাথপুর গ্রামে দুবাই প্রবাসী রেজাউলের স্ত্রীর সাথে শুক্রবার রাত আনুমানিক ১০. ৩০ মিনিটে অনৈতিক কার্যক্রমের সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। পরবর্তীতে জনগণের হাতে চড় থাপ্পড় খেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ঝাউদিয়া ইউনিয়নের নব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন শিশির। ইতিপূর্বে তিনি অসংখ্য নারী কেলেঙ্কারির সাথে জড়িত আছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে আফজাল হোসেন শিশির।প্রথম স্ত্রীর সাথে ৬ বছর সংসার করার পর নারী কেলেঙ্কারির কারণে ডিভোর্স হয়। পরে আরেকটি বিয়ে করে এখন তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছে। এভাবেই যদি তিনি একের পর এক নারী কেলেঙ্কারির সাথে নিজেকে জড়িয়ে ফেলে । তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে জনগণের কি সেবা দেবেন তিনি, জনমনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এ ব্যাপারে আফজাল হোসেন শিশিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সম্পূর্ণ বিষয়ট

হরিনারায়ণপুর মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড'র লাশ দাহ করতে আসেনি পরিবার

ইসমাম পারভেজ কনক  কুষ্টিয়ার হরিনারায়ণপুর এলাকার বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী মঙ্গলকুন্ড করোনায় আক্রান্ত মারা গেছেন। কিন্তু দাহ করতে আসেনি পরিবারের কেউ! পরে মরদেহ দাহ করার জন্য ওই এলাকার জঙ্গলী ব্রিজের উপর গেলে সেখানে মঙ্গলকুন্ডল মরদেহর গাড়ি আটকে দেয় এলাকাবাসী। পরে প্রায় দেড় কিলোমিটার মরদেহ ঘাড়ে করে বহন করে শ্মশানে নিয়ে আজ দুপুরে সৎকার সম্পন্ন করেন খেদমতে খলক ফাউন্ডেশনের উলামারা।

রোনালদোর জোড়া পেনাল্টিতে নকআউটে পর্তুগাল

ইসমাম পারভেজ কনক রোনালদোর জোড়া পেনাল্টিতে নকআউটে পর্তুগাল ঠিক যেন ২০১৬ সালের ইউরো কাপের পুনরাবৃত্তি। সে আসরের মতো এবারও গ্রুপপর্বে তৃতীয় হয়ে নকআউটের টিকিট পেল পর্তুগাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে পৌঁছে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। বরাবরের মতো এবারও দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। তার জোড়া গোলেই ফ্রান্সের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে পর্তুগাল, পেয়েছে নকআউটের টিকিট। ফ্রান্সের পক্ষে গোল দুইটি করেছেন করিম বেনজেমা। এফ গ্রুপের শেষ ম্যাচটিতে পুরো সময়টায় সমানে সমান লড়েছে পর্তুগাল ও ফ্রান্স। পুরো ম্যাচে সমান ৫টি করে শট লক্ষ্যে রেখেছে দুই দল, বল দখলের লড়াইয়েও প্রায় সমান ছিল দুই দলের অবস্থা। আর শেষ পর্যন্ত গোলের সংখ্যাও সমান হওয়ায় অমীমাংসিত থেকে গেছে ম্যাচ। ম্যাচে রোনালদোর দুইটি গোলই ছিল পেনাল্টি থেকে। অন্যদিকে বেনজেমা নিজের প্রথম গোলটি করেছেন স্পট কিকে। ইউরো কাপের এক ম্যাচে প্রথমবারের মতো ঘটল এক ম্যাচে তিন পেনাল্টির ঘটনা। ইউরো কাপের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া পেনাল্টির রেকর্ড গড়েছেন র

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ইসমাম পারভেজ কনক আআওয়ামীলীগের দলীয় পতাকাঃছবি সংগৃহীত  বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সেই বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই ৭৩ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণে জনপ্রিয়তা অর্জন ও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আওয়ামী লীগ। বারবার হোঁচট খেয়ে দলটি শেখ হাসিনার নেতৃত্বে এখন যতটুকু শক্তিশালী, তা যে কোনো রাজনৈতিক দলের জন্য ঈর্ষণীয়। উপমহাদেশের রাজনীতিতে গত ছয় দশকেরও বেশি সময় ধরে অবিভাজ্য ও অবিচ্ছেদ্য স্বত্ব হিসেবে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে আওয়ামী লীগ। এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। দলটির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেই এটি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা দলটি যখন ইতিহাসের সবচেয়ে ‘সু

কুষ্টিয়ায় ৩ দিনে ২৪ করোনা রোগীর মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ১৯ জুন শনিবার সকাল ৮ টা থেকে ২০ জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত দশজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরআগে ১৮ জুন শুক্রবার দিবাগত রাত ১ টা থেকে ১৯ জুন শনিবার সকাল ৭ টার মধ্যে আরো সাত রোগীসহ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন রোগী। আজ ২১ জুন রবিবার আরও ৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৬৪ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা রোগী ও সংক্রমণ ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালটি করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণাসহ চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির জন্য রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে হাসপাতালের তত্ববধায়ক ডাক্তার আব্দুল মোমেন চিঠি দিয়েছেন। করোনা রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিষ্টসহ জনবল বৃদ্ধি ও অক্সিজেন কনসেনট্রাটর-২৫, পালস্ অক্সিমিটার-১০০ জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য ওই চিঠিতে অনুরোধ করা হয়। এদিকে এ হাসপাতালে ননকোভিড রোগী ভর্তি ও চিকিৎসা সংকুচিত করে ডায়াবেটিক হাসপাতালে বিকল্প ব্যবস্থায় চিকিৎসার উ

কুষ্টিয়ার জোতপাড়া গ্রামে বিষপানে শামীম নামের এক যুবকের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়া সদর উপজেলার উত্তর জোতপাড়া গ্রামের রজব আলী কটার  ছেলে হাসমত আলী  ওরফে শামীম  (১৯.০৬.২০২১) আনুমানিক  বিকেল ৫.৩০ মিনিটে  কুষ্টিয়া সদর হাসপাতালে  ইন্তেকাল করেন। জানা যায়,পারিবারিক কলোহের জেড়ে শামীম এক পর্যায়ে বিষপান করেন।বিষপানের পর তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে সত্যই কি পারবারিক কলোহের জেড়ে বিষপান করে শামীম মারা গেল,নাকি অন্য কোনো কারণ আছে।সেইটা এখনও রহস্যই রয়ে গেছে।

সিলেটি আঞ্চলিক ভাষার ১০০টি গুরুত্বপূর্ণ শব্দাবলি।

ইসমাম পারভেজ কনক ০১. ঝিনুক: খাফনা ০২. শ্বশুর: হৌর ০৩. শাশুড়ি: হউরি ০৪. ভাসুর: ভাউর  ০৫. দেবর: দেওর ০৬. কনে: খইন্না ০৭. বর: দামান  ০৮. ছেলে: ফুয়া  ০৯. মেয়ে: ফুরি ১০. বাচ্চা: হুরুত্তা/ফুরুতা/ বতাই ১১. নবজাতক: গেদা ১২. পুরুষ: বেটা  ১৩. মহিলা: বেটি  ১৪. রাতজাগা: উজাগরি ১৫. ষাঁড়: ডেখা/বিছাল ১৬. বোয়াল মাছ: গুয়াল মাছ  ১৭. প্রেসক্রিপশন: ছিলিফ ১৮. সকাল: বিয়ান ১৯. দুপুর: দুইফর/মাদান ২০. সন্ধ্যা: হাইঞ্জা ২১. বোকা: বিয়াখল/বিয়াক্কল ২২. চালাক: বিটিশ/ব্রিটিশ ২৩. ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা: গোঙ্গানি ২৪. ছিদ্র: ফোক্কা/ফুর  ২৫. গর্ত: গাত ২৬. কাদা: ফেখ ২৭. মহিষ: ভইস ২৮. কুকুর: কুত্তা ২৯. বিড়াল: বিলাই/মেকুর ৩০. বোলতা: বলা ৩১. কেঁচো: কুইচ্চা ৩২. চিংড়ি: ইছা ৩৩. টাকি মাছ: ছেং মাছ ৩৪. পা: ঠেং ৩৫. থুতনি: থুতা ৩৬. টাকনু: মুরা ৩৭. থুতু: ছেব/ছেফ ৩৮. মাথা: খল্লা ৩৯. কাঁথা: খেতা ৪০. সকল: হক্কল/সখল/সব ৪১. মিথ্যা: আন্দু/আন্তাজি ৪২. ঘুড়ি: গুড্ডি ৪৩. হঠাৎ: আখতা  ৪৪. জঙ্গল: আড়া ৪৫. শিং মাছ: হিঙ্গি ৪৬. ফিসফিস: কানাকানি  ৪৭. কী: কিতা  ৪৮. শিম: উড়ি ৪৯. বরবটি: রামাই/লুবি/লগই উরি ৫০. সুপারি: গুয়া ৫১. পেয়ারা: সফরি ৫২. পেঁপে: কয়ফ

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট কি জায়েজ? শায়খ আহমাদুল্লাহ যা বললেন

ইসমাম পারভেজ কনক প্রযুক্তির এই যুগ জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে। অল্প কথা অনেক কাজ সারা যায়, ইঙ্গিতে একটি পূর্ণ বাক্যের কাজ সম্পন্ন হয়ে যায়। সোশ্যাল মিডিয়া যোগাযোগকে করে দিয়েছে অনেকটাই সহজতর। ফেসবুকে এখন অনেককিছুই সংক্ষেপে বলা যায়। তেমনই একট্টি পদ্ধতি ইমোজি। এই ইমোজির সঙ্গে যুক্ত হয়েছে হাসির সাইন। কেউ যদি কোনো পোস্টে হাসি দিতে চান সেক্ষেত্রে নির্দিষত সাইন ব্যবহার করলে তা হয়ে যায়। এটিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলা হয় হা হা রিয়েক্ট। এই রিয়েক্ট বা প্রতিক্রিয়া নিয়ে কথা কথা বলেছেন শায়খ আহমাদুল্লাহ।   এক ভিডিওতে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আজকাল সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো পোস্ট বা কমেন্ট করলে তাকে তাচ্ছিল্য ও বিদ্রূপ করার জন্য আমরা হা হা রিয়েক্ট দিয়ে থাকি। যদি শুধু মজা বা রসিকতা করে এমন রিয়েক্ট দিয়ে থাকি এবং যার পোস্টে করছি, তিনি নিজেও এটিকে মজার ছলে নেন, তা হলে সেটি ভিন্নকথা; কিন্তু যদি এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে পোস্টদাতাকে তাচ্ছিল্য বা বিদ্রূপ করা, তা হলে এটি হারাম ও সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুরা হুজরাতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তোমাদের কেউ যেন অন্য

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত সরকারের

ইসমাম পারভেজ কনক ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত   নিয়েছে সরকার। রোববার (২০ জুন) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে চাঁদা আদায় করা যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলেও জানান তিনি।

উপবৃত্তির অর্থে প্রতারক চক্রের হাত

ইসমাম পারভেজ কনক হাসান ও শামীমা ভাইবোন। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার চর মাঘারদিয়া গ্রামে। তারা পড়ে পবার চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। হাসান পঞ্চম আর শামীমা তৃতীয় শ্রেণিতে। দরিদ্র পরিবারের হাসান ও শামীমা প্রতি মাসে উপবৃত্তির ৩০০ টাকা পেয়ে আসছিল। সরকারি এই উপবৃত্তির টাকা আসত তাদের মা আদরা বেগমের মুঠোফোনে। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আদরার মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দেন। নিজেকে পরিচয় দেন মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদের’ একজন কর্মকর্তা। কৌশলে ওই ব্যক্তি আদরার কাছ থেকে নগদ অ্যাকাউন্টের গোপন পিন নম্বর জেনে নেন। কিছুক্ষণ পরে হাসান ও শামীমার উপবৃত্তির টাকা তুলে নেন সংঘবদ্ধ ডিজিটাল প্রতারক চক্রের সদস্যরা। আদরা বেগম মুঠোফোনে প্রথম আলো কে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার দুই ছেলেমেয়ে উপবৃত্তির টাকা পেত। সেই টাকায় ওদের খাতা-কলমসহ অন্যান্য জিনিস কিনে দিতাম।’ বিজ্ঞাপন কেবল আদরা বেগমের সন্তানদের নয়, দেশের অন্তত নয়টি জেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা তুলে আত্মসাৎ করেছেন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শি