সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অল্প সুদে ১০ হাজার কোটি টাকা ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইসমাম পারভেজ কনক   ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আসছে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। এক্ষেত্রে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। আর এই প্রণোদনা প্যাকেজের আওতায় ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) করোনাকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভূমিকা শীর্ষক এক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এসব কথা বলেন। প্রণোদনা প্যাকেজটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য বৃহস্পতিবারই (১৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব। আসাদুল ইসলাম বলেন, একটি প্রণোদনা প্যাকেজ অর্থমন্ত্রী অনুমোদন করেছেন। ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিতে যাচ্ছি। এটা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবো। অক্টোবর মাসে এটা নিয়ে একটি নীতিমালা তৈরি করতে বলা হয়েছিল। তিনি আরও বলেন, ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেটার ডিসবার্সমেন্টটা ভালো ছিল না। অনেক চাপ প্রয়োগ করেছি, ব্যাংকগুলোর মধ্যে একটা অনীহাও ছিল। আর একটা পরিস্থিতি তারা ফেস করেছে, সেটা হলো তাদের কাছে (ক্ষুদ্র উদ্যোক্ত

এইমাত্র কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু।

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার কুমারখালীতে মালবাহী ট্রাকের ধাক্কায় মহিলা ভ্যানযাত্রী নিহত ও ভ্যানচালক মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খয়েরচারা মাঠপাড়া ডা. রশিদের ইট ভাটার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুমারখালী মুখী ইঞ্জিনচালিত ভ্যানে সুলতানপুর গ্রামের মৃত আকমল হোসেনের স্ত্রী কুটি (৫৫) তার নাতি ছেলে রিয়াদ (৭)কে স্কুলে নিয়ে যাবার সময় পিছন থেকে মালবাহী ট্রাক (ঢাকা-মেট্র-ট- ১৮-১০৫২) ধাক্কা দিলে ভ্যানচালক সহ তিনজনই রোডের উপর ছিটকে পড়েন। তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলা যাত্রী কুটিকে মৃত ঘোষনা করেন। এবং ভ্যানচালক মুরাদের (৫০) অবস্থা আশংকাজনক হওয়া তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এবং নাতি ছেলে রিয়াদের মাথায় দুটি সেলাই দেয়া হয়েছে সে আশংকামুক্ত। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়ায় সড়কের উপর ছিটকে পড়ে মহিলা যাত্রী মারা গেছেন। ট্রাক ড্রাইভার পালিয়েছে। এবং জব্দকৃত ট্রাক সড়ক ও জনপদ বিভাগের পুলিশের হেফাজতে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ব্যবিদ্যালয়ে নতুন মুখ

ইসমাম পারভেজ কনক   রেজিস্ট্রারসহ ইবির প্রশাসনিক তিন পদে নতুন মুখ অধ্যাপক ড. আনোয়ার হোসেন,আতাউর রহমান-সহীদ,উদ্দীন মোঃ তারেক। প্রশাসনিক গুরুত্বপূর্ণ তিন পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে রেজিস্ট্রার পদে আতাউর রহমান ও প্রধান প্রকৌশলী পদে মুন্সী সহীদ উদ্দীন মোঃ তারেক ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন এবং পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপাচার্য অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি জানানো হয়। পরে নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ থেকে পরিবহন প্রশাসক ও প্রধান প্রকৌশলী নিয়োগের বিষয়টি জানা যায়। অফিস আদেশে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁদেরকে নিয়োগ দিয়েছেন। আতাউর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিকের দায়িত্ব থেকে পুনঃবিন্যাস ঘটিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং উপ-প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেককে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর

ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার কুমারখালীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় মুরাদ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠপাড়া ডা. রশিদের ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আকমল হোসেনের স্ত্রী ও আহত ভ্যানচালক একই এলাকার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে রহিমা খাতুন পাখিভ্যানে তার নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় খয়েরচারা মাঠপাড়া রশিদের ইটভাটার কাছে পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী ট্রাক (ঢাকা-মেট্র-ট- ১৮-১০৫২) ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা রোডের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক মুরাদের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ট্রাক পেছন থেকে ধাক্কা দেওয়ায় সড়কের ওপর ছিটকে পড়ে রহিমা খাত

‘রিলেশন থাকলেই ধর্ষণ-হত্যার অধিকার তো রাখে না’:আনুশকার মা

ইসমাম পারভেজ কনক কলাবাগানে ধর্ষণ-হত্যার শিকার ছাত্রীর মা বলেছেন, ‘বলা হচ্ছে, দিহানের সঙ্গে মেয়ের রিলেশন ছিল, মানলাম। কিন্তু রিলেশন থাকলেই ধর্ষণ বা মেরে ফেলার অধিকার তো রাখে না।’  গতকাল বুধবার নিজ বাসায় প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে ধর্ষণের শিকার হয় ‘ও’ লেভেলে পড়ুয়া ছাত্রী। সেখান থেকে হাসপাতালে নেওয়ার আগেই মেয়েটি মারা যায় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।  এই মা বলেন, তাঁর মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একজন নয়, একাধিক মানুষ জড়িত ছিল। তিনি জড়িত সবার যথোপযুক্ত শাস্তি দাবি করেন।  মেয়েকে হারিয়ে এই মা বলেন, মেয়ে ২০ মিনিটের কথা বলে বাসা থেকে বের হয়েছিল। কিন্তু সে আর ফিরে এল না।  মারা যাওয়া মেয়েটির রুমে বসেই কথা বলেন মা। মেয়ের রুম সাদা ও বাদামি রঙে ছিমছাম করে সাজানো। পড়ার টেবিলে পড়ে আছে পারিবারিক একটি অ্যালবাম। মেয়ের বইসহ অন্যান্য জিনিস সাজিয়ে রাখা আছে। মা জানালেন, মেয়ে হালকা রং পছন্দ করত। মেয়ের পছন্দেই ঘরের পর্দা কেনা হয়েছিল।    এই মা বলেন, ‘মেয়ে স্বেচ্ছায় সেখানে গেছে, তা বিশ্বাস করি না। অচেতন করে বা যেভাবেই হোক, মেয়েকে নেওয়া হয়েছে। এটা পরিকল্পিত ছিল।’ সেদিনের

আজও ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় নিহত ১

ইসমাম পারভেজ কনক আজও ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় নিহত ১    ঝিনাইদহ-কুষ্টিয়া  মহাসড়কের ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে,  আজ ১১.১৫ মিনিটের দিকে হানিফ পরিবহনের একটি বাস ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুত্ব আহাত হয়েছে। শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত লোকটি এখনও বেঁচে আছে, তবে তার আবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

আমার সরকার মানুষের সেবক: প্রধানমন্ত্রী

ইসমাম পারভেজ কনক   মানুষের সেবক হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার আবারও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়ে শপথ নিই, সেদিনই বলেছিলাম আমি মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রীত্ব আর কিছু না, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে এটা যে, আমি কাজ করার সুযোগটা পাচ্ছি। কাজ করার ক্ষমতাটা পাচ্ছি। কাজেই সেই মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব। আমার সরকার মানে মানুষের সেবক। সেবক হিসেবে কাজ করতে চাই।” ২০০৭ সালে সেনানিয়ন্ত্রিত তত্ত্ববধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সর্বপ্রথম আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। যদিও আমি বিরোধী দলে ছিলাম, তারপরও। সাধারণত আমাদের দেশে সেটা হয়না। সব সময় দেখা যায় যারা ইমার্জেন্সি দিয়েছে, তারা ক্ষমতায় যে থাকে তাকেই ধর

শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের ৫ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থীর লাশ উদ্ধার

ইসমাম পারভেজ কনক ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের মাত্র পাঁচ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থী আলমগীর খান ওরফে বাবুর লাশ কুমার নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে শৈলকুপা উপজেলার দেবতলা-বারইপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আলমগীর খান শৈলকুপা পৌরসভা এলাকার কবিরপুর গ্রামের জালাল আহম্মেদ খানের ছেলে এবং আসন্ন শৈলকুপা পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক ছিল পাঞ্জাবি। নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। এ অবস্থায় নির্বাচনী পরিবেশ সংঘাতময় হয়ে উঠেছে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইতিমধ্যে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল রাত আটটার দিকে কবিরপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ চালানোর সময় ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই ও উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত ইসলাম ওরফে বল্টু খুন হন । এই ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থী আলমগীর খানের লাশ উদ্ধার হলো। দেবতলা গ্রামের কয়েকজনের ভাষ

ঠিকাদারি ব্যবসা ছেড়ে মাছ ও ফল চাষে বাজিমাৎ!

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মেদপুর এলাকার হযরত আলী (৬০) পেশায় ছিলেন একজন ঠিকাদার। বয়স বাড়ায় ছাড়তে হয়েছে এ পেশা। এরপর নিজেকে বেকার মনে হওয়ায় গড়ে তোলেন পুকুর, গরুর খামার আর মিশ্র ফলবাগান। আর তাতেই বাজিমাৎ। এখন তিনি এলাকায় উদ্যোক্তাদের রোল মডেলে পরিণত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, খামারে মোট ২৪টি ছোট বড় পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ হচ্ছে। তার পাশেই আছে কাটিমন আম, পেয়ারা, লেবু, কমলা, মাল্টা, পেঁপেসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের ফলবাগান। বাগানের পাশেই একটি শেডে ৬টি গাভী পালন করা হয়। এই মিশ্র ফল বাগান ও খামার থেকে হযরত আলীর বার্ষরিক আয় ৫-৭ লাখ টাকা। আরও জানা গেছে, হযরত আলীর মাছ চাষ ও ফলবাগান দেখে গ্রাম ও আশপাশের এলাকার অনেকে উদ্বুদ্ধ। অনেকে একই উদ্যোগ নিয়ে এখন স্বাবলম্বীও হয়েছেন। প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করেন বহু মানুষ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মেদপুর এলাকার হযরত আলী (৬০) পেশায় ছিলেন একজন ঠিকাদার হযরত আলী জানান, তার বাড়ি কুষ্টিয়ায় হলেও সাতক্ষীরায় ব্যবসা ছিল। পেপার্স প্রিন্টিং প্রেস ও ঠিকাদারী ব্যবসা করতেন সেখানে। কিন্তু এখন বয়

মাদক ব্যবসা ও সেবন বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হবে: আ.লীগের প্রার্থী এনামুল হক

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়া মিরপুর পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি। মেয়র পদে প্রার্থী তিনজন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র এনামুল হক । তিনি মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। এনামুল হক  ছবি: সংগৃহীত টানা দুইবার মেয়র হয়েছেন। তৃতীয়বারের মতো আবার নির্বাচন করছেন। পৌরসভার উন্নয়নে আপনি কতটুকু ভূমিকা রাখতে পেরেছেন? এনামুল হক : ১৯৯৯ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম ১০ বছর নাগরিক সুবিধা বলতে কিছুই হয়নি। আমি দায়িত্ব পাওয়ার পর গোছানোর চেষ্টা করেছি। দ্বিতীয় শ্রেণি ও জনসংখ্যা বিবেচনায় বরাদ্দ কম পাওয়া যায়। এই পৌরসভা একেবারেই গ্রাম ছিল, সেটা উন্নয়নের চেষ্টা চলছে। আপনার ১০ বছরে পৌর এলাকায় দৃশ্যমান এমন কী উন্নয়ন করেছেন, যা দেখে জনগণ মুগ্ধ? এনামুল হক: আগেই বলেছি, এটা গ্রামের মতো ছিল। তারপরও পাকা সড়ক,নালা নির্মাণ করা হয়েছে। পৌরবাসীর জন্য পানি সরবরাহ কতটুকু নিশ্চিত করেছেন? এনামুল হক: এটা সত্য পৌরসভার কোনো এলাকার বাড়িতে পানির লাইন নেই। একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের পরই ওই প্রকল্পের কাজ শুরু হবে।

বঙ্গবন্ধু নিঃস্বার্থ ভালোবেসেছিলেন,ভালোবাসা পেয়েছিলেন

ইসমাম পারভেজ কনক   বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৪ জানুয়ারির ঘটনা।) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানেই জনসভায় গিয়েছেন, সেখানেই বলেছেন—তিনি জানেন, তার দেশের মানুষ তাকে ভালোবাসেন, আর তিনিও তাদের ভালোবাসেন। ১৯৭৩ সালে এসে খোঁজ মেলে ময়মনসিংহ জেলার জবু মিয়ার, যিনি বঙ্গবন্ধুর জন্য মানত করেছিলেন। জবু মিয়া পেশায় একজন ফেরিওয়ালা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা ও অসাধারণ ভালোবাসা। বিপিআই’র কাছে পাঠানো এক চিঠিতে তিনি তার এই গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। বঙ্গবন্ধু যখন লন্ডনের ক্লিনিকে অস্ত্রোপচারের জন্য গিয়েছিলেন, জবু মিয়া তখন বঙ্গবন্ধুর আশু রোগমুক্তির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে মানত করেছিলেন দুই মণ চাল বিতরণ ও একটি গরু কোরবানির জন্য। দি বাংলাদেশ অবজারভার, ১৫ জানুয়ারি ১৯৭৩ আ .লীগে প্রার্থীর সংখ্যা আড়াই হাজারে দাঁড়াতে পারে গণপরিষদের স্পিকার

নির্বাচনী সহিংসতায় আ.লীগ নেতাসহ নিহত ১,আহত ৫

ইসমাম পারভেজ কনক ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিং সতায় আ.লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু ছুরিকাঘাতে নিহত আহত ৫ শৈলকুপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত হোসেন বল্টুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। বুবধার সন্ধ্যার পরে কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের গলিতে এ হামলার ঘটনা ঘটে।  নিহত লিয়াকত হোসেন বল্টু উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় শৈলকুপা পৌর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এইমাত্র কুষ্টিয়ার বাইপাসে সড়ক দূঘটনায় একজন গুরুতর আহত

ইসমাম পারভেজ কনক  কিছুক্ষন আগে কুষ্টিয়ার বাইপাসে মোঃ আজমল হোসেন(৪৬) নামক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় গুরুতর  আহত হয়েছে। সংবাদ পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মিরা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেছেন.....

আজ কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাদ্দপ্রাপ্ত ঘর গুলো পরিদর্শন করেন

ইসমাম পারভেজ কনক আজ ১৩ জানুয়ারি ২০২১ খ্রি. তারিখে  কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে   মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারে গৃহদান প্রকল্পের ২য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ঘরগুলোর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন জনাব জুবায়ের হোসেন চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কুষ্টিয়ায় র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৮ টি ইটভাটা উচ্ছেদ

ইসমাম পারভেজ কনক   কুষ্টিয়াতে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে  অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করার দায় কুমারখালীর শিলাইদহ  ও যদুবয়রা ইউনিয়নের অবৈধ ৮ টি ইটভাটা ধ্বংস করা হয়েছে। গতকাল ১৩ জানুয়ারী সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা হয়।  কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে  ও খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম মাসরুবা ফেরদৌসের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়।ধ্বংস করা ইটভাটাগুলো হলো শিলাইদহের কল্যাণপুরের মিরাজ শেখের মালিকানাধীন মেসার্স ভাই ভাই ব্রিকস, যদুবয়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এসআরবি ব্রিকস, ফারুখ হোসেনের মেসার্স টিজেবি ব্রিকস, আল মামুনের মেসার্স সাগর ব্রিকস, আমিরুল ইসলামের মেসার্স একেবি ব্রিকস, আনোয়ার হোসেনের মেসার্স মহুয়া ব্রিকস, মো. করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুলের মেসার্স নিয়াত ব্রিকস।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় আটটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা

এইমাত্র কুষ্টিয়াগামী সেনা কল্যাণ সংস্থার ট্রাকের সাথে সংঘর্ষে নিহত-৬,আহত-৩

ইসমাম পারভেজ কনক ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নির্মান শ্রমীকের মৃত্যু হয়েছে।  এসময় আহত  হয়েছে আরো ৩ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছ ফায়ার সার্ভিসের কর্মীরা। উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে সন্ধা সাড়ে ৬ টার দিকে  এ দূর্ঘটনা ঘটে।  নিহত ও আহতরা সকলেই নির্মান শ্রমিক বলে জানা গেছে। নিহতদের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী এলাকায় বলে স্থানীয়রা জানান। জানা যায়, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাই এর কাজ শেষ করে ১০ জন নির্মান শ্রমিক নিজ বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালীর উদ্দেশ্যে নসিমন গাড়ীতে করে ঢালাই ম্যাশিন নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই খন্ড - দ্বিখন্ডিত হয়ে ৬ জনের মৃত্যু হয়।

মেয়রের ভোট প্রকাশ্যে দেয়ার নির্দেশ আওয়ামীলিগ প্রার্থীর

ইসমাম পারভেজ কনক   মেয়রের ভোট প্রকাশ্যে মারতে নির্দেশ দিযেছেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এনামুল হক। তিনি একটি নির্বাচনী সভায় সমর্থক ও ভোটারদের উদ্দেশে বলেছেন, কাউন্সিলরের ভোট দুটি গোপন কক্ষে গিয়ে আর মেয়রের ভোটটি সবার সামনেই দিতে হবে। এ-সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই পৌরসভার স্বতন্ত্র মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম। ফাঁস হওয়া ভিডিও ক্লিপে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এনামুল হককে নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি যদি ওপেন ভোট দেন, তাহলে তো কেউ নিষেধ করতে পারবে না। কারণ আপনাদের মধ্যে যাতে দূরত্ব না বাড়ে। ভোট আপনিও দিতে চেয়েছেন আরেকজনও দিতে চেয়েছে। এখন আরেকজন যদি ভিতরে ঢুকে ভোট দেয় তাহলে মনে সন্দেহ দেখা দেবে। মনে হবে ও হয়তো নৌকায় ভোট দেয়নি। তাই আপনারা সব ওপেন করে দেন। তাহলে আর একে অপরের প্রতি সন্দেহ থাকবে না। আপনারা কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোট ভিতরে গিয়ে দেবেন আর এই ভোটটি (মেয়র) সরাসরি সামনে দেবেন।’ ১ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে এনামুল হককে