সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় দিনেদুপুরে ছাগল চুরির দায়ে গনধোলাইয়ের শিকার,২!

ইসমাম পারভেজ কনক



কুষ্টিয়ার ভেড়ামারা পাটুয়াকান্দি এলাকায় দিনেদুপুরে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেলো পার্শ্ববর্তী এলাকার দুই চোর।

সরেজমিনে গিয়ে জানাযায় আজ বিকালে বাহাদুরপুরের পিন্স ও আবদুল্লাহ নামে দুই চোর
সিএনজি থামিয়ে রাস্তার পাশে থেকে জোরপূর্বক একটি ছাগল কোলে তুলে সিএনজিতে উঠতে গেলে এলাকাবাসী ধাওয়া করে।

সিএনজি ফেলে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাদের দুজনকেই ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দিয়ে থানায় ফোন দেয়।

মন্তব্যসমূহ