সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাংস্কৃতিক জগতে নতুন করে,ফিরতে নিচ্ছে বিরতি!


এস এম রুলন উদ্দিন স্বাধীন 



কুষ্টিয়া জেলার, কুমারখালীর, উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন সম্ভাবনাময় সাংস্কৃতিক    
মেধা এস এম রুলন উদ্দিন স্বাধীন। ইতি মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে। 
অভিনয়, খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানে ও সাহিত্যক অঙ্গনে সাড়া ফেলেছে তার উপস্থিতি। 
ইতি মধ্যে কুষ্টিয়া জেলা কুমারখালী তে তার সুনাম ছরিয়ে পড়েছে। 

স্বাধীন বলেছেন, 
পড়াশুনা ও আরো দক্ষ হয়ে ফিরবে, ধারাবাহিক কাজ করবে।
আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 
শুরু হতে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট এ, আমি অনুপ্রাণিত হয়েছি।

আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। ফিরতে চাই নতুন ভাবে,হতে চাই ধারাবাহিক।

আমাদের ও আশা স্বাধীন নতুন ভাবে ফিরবে, দক্ষ ও আরে অভিজ্ঞ হয়ে ধারাবাহিক হবে তার ক্যারিয়ারে। 
শুভকামনা রইলো এস এম রুলন উদ্দিন স্বাধীন এর জন্য।

ভিডিও-০১

ভিডিও-০২

ভিডিও-০৩

মন্তব্যসমূহ

  1. তোমার জন্য Dream Deviser পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইলো।
    দোয়া করি আরো অনেক দূর এগিয়ে যাও......
    শুভেচ্ছান্তেঃ
    মোঃ রিয়াজুল ইসলাম
    উচ্চমাধ্যমিক শিক্ষার্থী
    কুমারখালী সরকারি কলেজ
    কুমারখালী কুষ্টিয়া।
    ও কনটেন্ট ক্রিয়েটর, ড্রিম ডিভাইজার

    উত্তরমুছুন

  2. তোমার জন্য Dream Deviser পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইলো।
    দোয়া করি আরো অনেক দূর এগিয়ে যাও......
    শুভেচ্ছান্তেঃ
    মোঃ রিয়াজুল ইসলাম
    উচ্চমাধ্যমিক শিক্ষার্থী
    কুমারখালী সরকারি কলেজ
    কুমারখালী কুষ্টিয়া।
    ও কনটেন্ট ক্রিয়েটর, ড্রিম ডিভাইজার

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন